#বামে সাইড নাও
কি মনে হয়। ১৫ বছর কাজ করে ৪১ লক্ষ টাকার বোঝা মাথায় নিয়ে বেকারত্ব বরণ করে বাসায় শুয়ে বসে থেকে দিন পার করা একটি মানুষ এর মাথায় কি কি চিন্তা আসতে পারে। হুম ভালো কিছু আসবে না এইটাই স্বাভাবিক।
ভুল, সবার ক্ষেত্রে এই চিন্তা করা।
এই মানুষটির উপর আরো দায়িত্ব বিদ্যমান। তার উপর আরো আনেক পারিপার্শ্বিক চাপ আছে সেগুলো তাকে সতর্কতার সাথে সামাল দিতে হয়। তার একটা আলাদা দায়িত্ব আছে। তার কথার একটা মূল্য আছে। সে শুধু শুধুই কোন কথা বলবে না। কারণ তার একটা কথায় অনেক কিছু পাল্টে যেতে পারে। তার কথা বলার আগে অনেক কিছু চিন্তা করে বলতে হয়। ছোট, বড়, বয়োজ্যেষ্ঠ সকলেই তার কথার একটা মূল্য দেয়। অনেকেই সেই মানুষটার মূল্য বাইরে থেকে বুঝবে না। না বোঝাটাই স্বাভাবিক। আজকে সেই মানুষটা যে অবস্থান এ আছে তার কদর একমাত্র তার কাছের পারিপার্শ্বিক মানুষগুলো ছাড়া অন্য কোন বাইরের মানুষ বুঝবে না।
আর তাই সেই সব বাইরের মানুষগুলো কখনো কখনো বলে ফেলতে পারে তোমার সাথে কি কথা হয়েছে সেগুলা বাদ দাও।
কারণ তুমি কি? তোমার ত আর কাম কাজ নাই। তুমি একজন বেকার, ব্যার্থ।
তাদের কাছে অত সময় নাই তোমার পুরো কথা শুনার। কারণ তারা কর্মঠ, সারাদিন কাজ করে টাকা উপার্জন করে, বাসায় এসে তোমার ফাও প্যাঁচাল শুনার মত সময় তাদের নাই। তাই তুমি বামে সাইড নাও।
১০, আগস্ট, ২০২১
ভোরঃ ৪: ৫০ মিনিট
Linkeei – লিংকি থেকে আয়
Linkeei – লিংকি app বা website এ বিভিন্ন ধরনের activity করার মাধ্যমে আপনি point income করতে পারেন এবং সেই পয়েন্ট কে টাকায় convert করে bKash এ নিতে পারবেন।
কি করলে কত পয়েন্ট
React on post (Like, Wonder, Reaction, Share) = 1 point
Comment on post = 2 points
Create a new post = 5 points
Create a new blog post = 15 points
Maximum points per day = 100 points
পয়েন্ট এবং টাকার পরিমান যে কোন সময় পরিবর্তন হতে পারে।
কত পয়েন্ট জমা হল সেতা দেখার জন্য এই লিংকে যানঃ https://linkeei.com/setting/my_points
কত টাকা জমা হল সেটা দেখার জন্য এই লিঙ্কে যানঃ https://linkeei.com/setting/payments
কোন ধরনের স্পামিং বা দুর্নীতি করে পয়েন্ট নেওয়ার চেষ্টা করলে id বাতিল হয়ে যাবে
Linkeei app বা website এর ক্ষেত্রে এই পয়েন্ট প্রযোজ্য। Linkeei Facebook page, group বা অন্য কোথাও এই পয়েন্ট প্রযোজ্য নয়।
কোন জিজ্ঞাসা থাকলে Linkeei এর Facebook page এ inbox করুনঃ https://www.facebook.com/linkeeiofficial