একটু আগেই মা’কে কাফনের কাপড়ে ঢেকে দিয়ে এলো প্রিয়তি।পৃথিবীর বুকে এতিম হয়ে গেলো আজ সে।
প্রিয়তির বাবা বোরহান সাহেব দ্বীতিয় স্ত্রীকে নিয়ে হানিমুনে গেছেন।
কালই হুট করে প্রিয়তির বয়সী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে প্রিয়তির বাবা।
সেই কষ্ট’টা কিছুতেই সহ্য করতে না পেরে আজ সবার অগোচরে এই
বিশালাকার নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।মা’কে খাটিয়ায় তোলা পর্যন্ত
একটুও কাঁদেনি প্রিয়তি।সবার সাথে বরই পাতার গরম জলে গোসল করিয়ে আতর,
গোলাপজলে সাজিয়ে কাফন পরিয়ে মা’কে বিদায় দিয়ে নিজের ঘরে চলে এসেছে।
জানালা দিয়ে দেখা যাচ্ছে ওরা মা’কে নিয়ে নিয়ে যাচ্ছে।মা আর ফিরবে না!কি একটা
তীব্র কষ্ট বুকটা মুচড়ে ধরেছে।মনে হচ্ছে কষ্টের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ছে।
#lovestory
https://www.lovestory-bd.com/6211/