ভারতের ১৫০টি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের দায়িত্ব নিয়েছেন দক্ষিণী অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা। যেখানে নিজেদের সন্তানেরাই বয়সের ভারে নুয়ে পড়া মা-বাবাকে ঠেলে দেন বৃদ্ধাশ্রমে। ঠিক সেই সময় এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন অভিনেতার স্ত্রী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বিলিয়ন হার্টস বিটিং’ নামে একটি মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতে ১৫০টিরও বেশি বৃদ্ধাশ্রম দত্তক নিয়েছেন উপাসনা। শুধু কাগজে-কলমে দত্তক নেওয়া নয়। সেই সব বৃদ্ধাশ্রমের আবাসিকেরা প্রত্যেকে যাতে সঠিক আদর-যত্ন পান সে তদারকিও করছেন তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, জীবনের এই শেষ পর্যায়ে ওনাদের একটাই চাওয়া— একটু সম্মান, একটু যত্ন। আমি সেটাই দিতে চাই।
উপাসনা আরও জানান, আমার দত্তক নেওয়া প্রতিটি বৃদ্ধাশ্রম যাতে মানবিক পরিবেশে পরিচালিত হয়, সেই দিকেও আমার কড়া নজর থাকবে।
শুধু আবাসিক সুবিধা নয়, বয়স্ক মা-বাবাদের মনোবল ঠিক রাখতেও নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। প্রতিটি বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ওষুধ, নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাবারের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক উদ্যাপনের বিশেষ ব্যবস্থা।
ভারতের ১৫০টি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের দায়িত্ব নিয়েছেন দক্ষিণী অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা। যেখানে নিজেদের সন্তানেরাই বয়সের ভারে নুয়ে পড়া মা-বাবাকে ঠেলে দেন বৃদ্ধাশ্রমে। ঠিক সেই সময় এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন অভিনেতার স্ত্রী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বিলিয়ন হার্টস বিটিং’ নামে একটি মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতে ১৫০টিরও বেশি বৃদ্ধাশ্রম দত্তক নিয়েছেন উপাসনা। শুধু কাগজে-কলমে দত্তক নেওয়া নয়। সেই সব বৃদ্ধাশ্রমের আবাসিকেরা প্রত্যেকে যাতে সঠিক আদর-যত্ন পান সে তদারকিও করছেন তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, জীবনের এই শেষ পর্যায়ে ওনাদের একটাই চাওয়া— একটু সম্মান, একটু যত্ন। আমি সেটাই দিতে চাই।
উপাসনা আরও জানান, আমার দত্তক নেওয়া প্রতিটি বৃদ্ধাশ্রম যাতে মানবিক পরিবেশে পরিচালিত হয়, সেই দিকেও আমার কড়া নজর থাকবে।
শুধু আবাসিক সুবিধা নয়, বয়স্ক মা-বাবাদের মনোবল ঠিক রাখতেও নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। প্রতিটি বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ওষুধ, নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাবারের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক উদ্যাপনের বিশেষ ব্যবস্থা।
Tired of generic horoscopes? Try Nayku.
Our Astrology Services are one-on-one and live.
Tailored advice from skilled professionals.
Ask your biggest questions in confidence.
Affordable and flexible—no hidden fees.
Life’s answers are just a click away.
Trust Nayku to show you the stars.
Website: https://nayku.com/