বাবা ছেলে দুইজনি ফাইনালি চলে গেলেন কবরে, আমি জলাতঙ্ক নিয়ে অনেক পোস্ট করেছি, বাট জলাতঙ্ক রিলেটিভ পোস্ট দেখলেই বিড়ালওয়ালি মাইয়া রা মানুষ কে ভুল তথ্য দিতে শুরু করে যেমন বিড়াল থেকে কিছুই হয় না আমি ৫ বছর ধরে বিড়াল পুষি আমার কেন কিছু হয় না ইত্যাদি ইত্যাদি, তারা বলে বিড়ালের কারণে জলাতঙ্ক হয় না।
বাট এই ছেলে টা পোষা বিড়াল কে তারা ভ্যাকসিন দেওয়ার পর ও বিড়ালের আচলে এবং কামড়ে মারা গেলেন দুইজনি ।আমি মেহেদী আমি আগে ও বলেছি জলাতঙ্কের কোনও প্রতিকার নেই, চিকিৎসা নেই, চিকিৎসা আছে বাট সমস্যা হল আপনি বুঝতে পারবেন না যে (রেবিজ) নামক একটা ভাইরাস আপনার শরীরে জায়গা করে নিয়েছে, আর এই ভাইরাস এক দুই সপ্তাহের মধ্যে আপনাকে সম্পুর্ন ভাবে আকড়ে ধরবে , তখন আর কিছু করার থাকবে না সুইসাইড ছাড়া,কারণ আপনি ধীরে ধীরে মারা যাবেন।
রেসিডেন্ট ইভিল মুভির T ভাইরাসে আক্রান্ত মানুষের মতো পানি খুজবেন কিন্তু পানি হাতে নিলেই ভয়ে কুকড়ে যাবেন, আপনার চামড়া পড়তে থাকবে জীবন্ত পুড়িয়ে মারার চেয়েও কঠিন যন্ত্রণা ভুগ করবেন প্রতি দিন মৃত্যুর সময় পানি খেতে পারবেন না, এখন ডিসিশন আপনার আপনি কি করতে চান, বিড়ালের চুমু খাবেন, নাকি ঠোঁটে চুমু দিবেন, নাকি তুমি তোমার নিজের সন্তানের মতো ভাববেন 🤡 নাকি কী কোলে নিয়ে সারাক্ষণ থাকবেন আপনার ইচ্ছে কোন সমস্যা নেই। কিন্তু যখন এই ভাইরাস আক্রমণ করবে তখন বুঝবে ভয় কাকে বলে।
বর্তমানে একটি মিথ প্রচলিত আছে—অনেকে মনে করেন, গরুর নেহারির তেলতেলে অংশটাই ক্যালসিয়াম এবং এটি খেলে শরীরে ক্যালসিয়াম বাড়ে। কিন্তু এ ধারণা একেবারেই ভুল।
নেহারি সাধারণত গরু বা ছাগলের পা দিয়ে তৈরি হয়, যেখানে হাড় থেকে বের হয় একটি হলুদাভ, নরম পদার্থ—যা আসলে অস্থিমজ্জা বা বোন ম্যারো। এটি মূলত চর্বিজাত উপাদানে ভরপুর, যেমন: কোলাজেন, গ্লুকোসামিন, কনড্রয়েটিন ও ওমেগা ফ্যাটি অ্যাসিডস। এগুলো শরীরের জন্য উপকারী হলেও এতে ক্যালসিয়াম প্রায় নেই বললেই চলে।
ক্যালসিয়াম হলো একটি খনিজ, যা থাকে হাড়ের শক্ত অংশে—গুঁড়া বা কঠিন আকারে। রান্নার সময় এতে অল্প কিছু ক্যালসিয়াম ঝোলে আসতে পারে, তবে তা এতই কম যে শরীরের চাহিদা পূরণে কোনো কাজ দেয় না।
তাই নেহারির হলুদ অংশকে ক্যালসিয়াম ভাবা যেমন ভুল, তেমনি এটি খেয়ে ক্যালসিয়াম বাড়ে মনে করাও বিভ্রান্তিকর। ক্যালসিয়াম পেতে নেহারি নয় দুধ, দই, পনির, সাদা মাছ ও অন্যান্য ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খান।
🌑 জীন, শয়তান ও জাদুর মাধ্যমে জীবনে বাধা: আপনি কি এই প্রভাব অনুভব করছেন? 😟
অনেক সময় আমরা জীবনে অদ্ভূত ধরনের বাধা, বিলম্ব বা ব্যর্থতা অনুভব করি...
🔸 বিয়ে ঠিক হচ্ছিল, হঠাৎ ভেঙে গেল
🔸 রিজিক আসে, কিন্তু স্থায়ী হয় না
🔸 স্বপ্নে অদ্ভুত কিছু দেখা বা ঘুমে ভয়
🔸 শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, ডাক্তার বুঝতে পারে না
🔸 পরিবারে অশান্তি, ব্যবসায় হঠাৎ ক্ষতি
📖 আল্লাহ তা’আলা বলেছেন:
"শয়তান তো চায়, তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে মদ ও জুয়ার মাধ্যমে..."
(সূরা মায়েদা, ৫:৯১)
🧿 এসব অনেক সময় জীন, শয়তান অথবা জাদুর মাধ্যমে হয়ে থাকে, যারা মানুষের জীবন থেকে শান্তি, রিজিক ও সফলতা কেড়ে নিতে চায়।
⚠️ জাদুর লক্ষণগুলো কী কী হতে পারে?
✔️ হঠাৎ ঘুম ঘুম ভাব
✔️ ভয় বা আতঙ্ক
✔️ বিয়ে বা রিজিকের ক্ষেত্রে বারবার সমস্যা
✔️ অকারণে কান্না বা রাগ
✔️ স্বপ্নে সাপ, কুকুর, বা আগুন দেখা
আরো একটু বুঝিয়ে বলি...
বিয়ে বাধা: আপনি যতই রূপবতী, গুণবতী বা স্বাবলম্বী হোন না কেন, কোন মাধ্যমে আপনার বিয়ে বাধা থাকলে কখনও বিয়ে হবে না। বিয়ে হওয়ার জন্য আগাবে কিন্তু ছোট খাট ইস্যুর জন্য বিয়ে ভেঙ্গে যাবে। বিশেষ করে এমন ঘটনা দুইটি কারণে হয় কেউ শুত্রুবশত জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করে রাখছে অথবা শয়তান জীন আপনার বিয়েতে বাধা সৃষ্টি করছে হয়ত তার ভালো লাগে আপনাকে।
রিজিকে বাধা: ব্যবসায় আপনি যতই পলিসি, ইনভেস্টমেন্ট করেন না কেন, জাদু বা শয়তান দ্বারা বাধাগ্রস্থ থাকলে আপনি এই গুলো থেকে বের হতে পারবেন না। যেখানেই হাত দেন লস আর লস। ঋণে জর্জরিত হয়ে হতাশার অতল গহ্বরে নিমর্জ্জিত হতে থাকবেন। এটি শারীরিক অসুস্থতার মাধ্যমেও হতে পারে।
💠 সমাধান কী?
✅ কুরআনিক চিকিৎসা (Ruqyah Shar’iyyah)
✅ নিয়মিত সূরা বাকারা, ফালাক, নাস, আয়াতুল কুরসী তিলাওয়াত
✅ সকাল সন্ধ্যার হিফাজতের আমল
✅ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও দোয়া
🌑 জীন, শয়তান ও জাদুর মাধ্যমে জীবনে বাধা: আপনি কি এই প্রভাব অনুভব করছেন? 😟
অনেক সময় আমরা জীবনে অদ্ভূত ধরনের বাধা, বিলম্ব বা ব্যর্থতা অনুভব করি...
🔸 বিয়ে ঠিক হচ্ছিল, হঠাৎ ভেঙে গেল
🔸 রিজিক আসে, কিন্তু স্থায়ী হয় না
🔸 স্বপ্নে অদ্ভুত কিছু দেখা বা ঘুমে ভয়
🔸 শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, ডাক্তার বুঝতে পারে না
🔸 পরিবারে অশান্তি, ব্যবসায় হঠাৎ ক্ষতি
📖 আল্লাহ তা’আলা বলেছেন:
"শয়তান তো চায়, তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে মদ ও জুয়ার মাধ্যমে..."
(সূরা মায়েদা, ৫:৯১)
🧿 এসব অনেক সময় জীন, শয়তান অথবা জাদুর মাধ্যমে হয়ে থাকে, যারা মানুষের জীবন থেকে শান্তি, রিজিক ও সফলতা কেড়ে নিতে চায়।
⚠️ জাদুর লক্ষণগুলো কী কী হতে পারে?
✔️ হঠাৎ ঘুম ঘুম ভাব
✔️ ভয় বা আতঙ্ক
✔️ বিয়ে বা রিজিকের ক্ষেত্রে বারবার সমস্যা
✔️ অকারণে কান্না বা রাগ
✔️ স্বপ্নে সাপ, কুকুর, বা আগুন দেখা
আরো একটু বুঝিয়ে বলি...
বিয়ে বাধা: আপনি যতই রূপবতী, গুণবতী বা স্বাবলম্বী হোন না কেন, কোন মাধ্যমে আপনার বিয়ে বাধা থাকলে কখনও বিয়ে হবে না। বিয়ে হওয়ার জন্য আগাবে কিন্তু ছোট খাট ইস্যুর জন্য বিয়ে ভেঙ্গে যাবে। বিশেষ করে এমন ঘটনা দুইটি কারণে হয় কেউ শুত্রুবশত জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করে রাখছে অথবা শয়তান জীন আপনার বিয়েতে বাধা সৃষ্টি করছে হয়ত তার ভালো লাগে আপনাকে।
রিজিকে বাধা: ব্যবসায় আপনি যতই পলিসি, ইনভেস্টমেন্ট করেন না কেন, জাদু বা শয়তান দ্বারা বাধাগ্রস্থ থাকলে আপনি এই গুলো থেকে বের হতে পারবেন না। যেখানেই হাত দেন লস আর লস। ঋণে জর্জরিত হয়ে হতাশার অতল গহ্বরে নিমর্জ্জিত হতে থাকবেন। এটি শারীরিক অসুস্থতার মাধ্যমেও হতে পারে।
💠 সমাধান কী?
✅ কুরআনিক চিকিৎসা (Ruqyah Shar’iyyah)
✅ নিয়মিত সূরা বাকারা, ফালাক, নাস, আয়াতুল কুরসী তিলাওয়াত
✅ সকাল সন্ধ্যার হিফাজতের আমল
✅ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও দোয়া