আশ্চর্য হলেও সত্যি যে দু-শো বছর পার করেও তার বুকের পাঁজরে গেঁথে রয়েছে তার মৃত্যুর কারণ...
২০১২ সালের ঘটনা। ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধের স্মৃতি হিসেবে তৈরি ওয়াটারলু মেমোরিয়াল'এর কাছে একটি নতুন গাড়ি পার্কের জায়গা নির্মাণ চলছিল। সেখানেই খুঁজে পাওয়া গেল যুদ্ধ সামগ্রীর কিছু নমুনা। শুরু হল প্রত্নতাত্ত্বিক খননের কাজ। আবিষ্কৃত হয়েছিল প্রায় গোটা একটি মানব কঙ্কাল। কোনো আর্কিওলজিক্যাল সাইটে মাটির নিচে থেকে গোটা মানব কংঙ্কাল খুঁজে পাওয়া বেশ বিরল। তার নাম দেওয়া হল "ওয়াটারলু সোলজার"।
পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল এটি ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে নিহত ২৩ বছর বয়সী এক সৈনিকের কঙ্কাল। আর প্রত্নতাত্ত্বিকদের যা আশ্চর্য করে দিল তা হল, যে বুলেটটি তাকে হত্যা করেছিল সেটি এখনও তার বুকে দৃশ্যমান।
মিউজিয়ামে "WAT 12 LION F" নামে পরিচিত সৈনিকটি ১৮১৫ সালের ১৮ জুনের যুদ্ধে প্রাণ হারিয়েছিল বলে বিশেষজ্ঞদের অনুমান।
ভাবতে পারেন—একজন গাড়ি মেকানিক এমন এক জিনিস আবিষ্কার করবে, যা হাসপাতালের ডাক্তারদের হাতের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি!
আর্জেন্টিনার মেকানিক জর্জ ওডোন আসলে তার জীবনের সবচেয়ে বড় আইডিয়া পেয়েছিলেন একেবারে সাধারণ এক ইউটিউব ভিডিও দেখে। ভিডিওতে দেখানো হচ্ছিল কিভাবে বোতলের ভেতর আটকে থাকা কর্ক সহজেই বের করা যায়। তখনই তার মাথায় বাজলো বিদ্যুৎ—"যদি এই কৌশলটা ব্যবহার করে জন্মের সময় আটকে যাওয়া শিশুকে বের করা যেত?"কোনো ল্যাব নয়, তিনি পরীক্ষাটা শুরু করলেন নিজের রান্নাঘরে।
একটি কাচের জার ধরলেন গর্ভের প্রতীক হিসেবে। মেয়ের হাত হলো শিশুর জায়গায়।আর স্ত্রী সেলাই করে দিলেন একটি কাপড়ের ব্যাগ।এভাবেই তৈরি হলো ওডোন ডিভাইস—একটি বিশেষ প্লাস্টিকের হাতা, যার মধ্যে একটি ফুলানো ব্যাগ থাকে। শিশুর মাথার চারপাশে এটি আলতোভাবে আঁকড়ে ধরে, আর নিরাপদে টেনে বের করে আনে। কোনো রক্তপাত নেই, কোনো ভয় নেই।আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ডিভাইসকে স্বীকৃতি দিয়েছে।
চিকিৎসকরা বলছেন—এটি ফোর্সেপ বা ভ্যাকুয়াম কাপের তুলনায় অনেক সহজ, সস্তা এবং নিরাপদ। এমনকি কোনো বিশেষজ্ঞ না হয়েও একজন সাধারণ স্বাস্থ্যকর্মী ব্যবহার করতে পারবে। যার মানে—গ্রামের প্রান্তিক হাসপাতালেও এটি জীবন বাঁচাতে পারবে।আরও বড় ব্যাপার হলো, এটি অপ্রয়োজনীয় সিজারিয়ান কমিয়ে আনতে পারে। আন্তর্জাতিক সহযোগিতা আর বিখ্যাত কোম্পানি BD (Becton, Dickinson & Company) এখন এই যন্ত্রটি ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে।
একজন সাধারণ মেকানিক প্রমাণ করে দিলেন—মহান আবিষ্কার সবসময় ল্যাব থেকে আসে না। কখনও কখনও রান্নাঘরের টেবিলেই জন্ম নেয় বিপ্লব।
উত্তরপ্রদেশে চামচ-দাঁত ব্রাশ খাওয়ার নেশায় যুবককে অস্ত্রোপচার করতে হলো
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক যুবক সচিন এমন অদ্ভুত নেশায় আক্রান্ত হয়েছেন যে, তাকে অস্ত্রোপচারের মাধ্যমে রক্ষা করতে হয়েছে। সচিন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। পরিবারের প্রচেষ্টা ও মাদক নিরাময় কেন্দ্রেও থাকলেও তিনি নতুন এক ভয়াবহ নেশায় নিমগ্ন হয়ে পড়েন—স্টিলের চামচ, দাঁত ব্রাশ ও কলম খাওয়া।
নেশামুক্তি কেন্দ্রের তথ্য অনুযায়ী, সচিন ক্যান্টিন ও অন্যান্য রোগীদের কাছ থেকে এসব জিনিস চুরি করে শৌচাগারে ঢুকতেন এবং সেগুলো দুটুকরো করে গিলে ফেলতেন। প্রথম দিকে গিলে ফেলতে কষ্ট হলেও পরে তা খাওয়ার জন্য তিনি আসক্ত হয়ে উঠেন।
সম্প্রতি তার পেটে তীব্র যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে ও সিটি স্ক্যান করার পর ডাক্তাররা লক্ষ্য করেন, পাকস্থলীতে অস্বাভাবিক জড়ো পদার্থ রয়েছে। অস্ত্রোপচারে তার পেট থেকে উদ্ধার করা হয় ২৯টি স্টিলের চামচ, ১৯টি দাঁত ব্রাশ এবং একাধিক কলম।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সচিন হাপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সেখানে খাবারের পরিমাণ খুবই সীমিত থাকায় ক্ষুধা মেটানোর জন্য তিনি অপ্রচলিত জিনিস খাওয়া শুরু করেন এবং শেষ পর্যন্ত তাতে আসক্ত হয়ে পড়েন।
চিকিৎসকরা জানিয়েছেন, সচিনের এই অনন্য নেশা থেকে রক্ষা পেতে অস্ত্রোপচার অপরিহার্য ছিল। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
8 Real‑World Challenges a Structural Engineer Must Solve
Did you know that a single design flaw in a building can lead to millions in damages and loss of life? That’s why a residential structural engineer plays such a huge role in the safety and strength of every building we rely on.
Learn more :
https://constructnbuild.com/8-....real%e2%80%91world-c
Can An Assisted Living Facility Support Independent Aging?
U.S. Department of Health and Human Services data shows that approximately 70% of seniors 65 and up will need long-term care services. In addition, the need for these services is increasing among older people, as this statistic shows. For many families, this fact begs the question: Is it possible to age independently in an assisted living facility? Yes, it does; yet, the approach, the setting, and the delivery method all have a role in the final determination.
Learn More :
https://healthandwellhub.com/c....an-an-assisted-livin
How Can Tow Companies Help During Roadside Emergencies?
Every year, around 69 million vehicle breakdowns happen across the U.S., according to AAA. That’s a lot of stranded drivers! When trouble hits the road, help needs to arrive fast. That’s when we start searching for tow companies near me —because time matters during an emergency.
Learn more :
https://localbizrecord.com/how....-can-tow-companies-h