কোক স্টুডিও বাংলার গল্প শোনালেন উদ্যোক্তারা
***********************************************************************
শীতের সকাল। সকাল ১০টা। তখনো কুয়াশা ঢাকার আকাশে কুয়াশা ভেদ করে সূর্য দেখা যাচ্ছে না। এরই মধ্যে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে উপস্থিত হয়েছেন চিত্রনাট্যকার, প্রযোজক গাউসুল আলম শাওন; কোকাকোলা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং ম্যানেজার আবীর রাজবিন ও সংগীতশিল্পী বুনো। তাঁরা ঢাকা লিট ফেস্টে এসেছেন কোক স্টুডিও বাংলার নেপথ্যের গল্প শোনাতে। ওয়ারদা আশরাফের সঞ্চালনায় তাঁরা এ আলোচনায় অংশ নেন।
এ সময় তাঁরা শোনান বাংলাদেশে কোক স্টুডিও বাংলার পথচলার গল্প। শুরুতে স্ক্রিনে দেখানো হয় কোক স্টুডিওর জার্নি এবং কোক স্টুডিওর গান দিয়ে সাধারণ শ্রোতাদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নির্মিত ভিডিও। আলোচনায় গাউসুল আলম শাওন জানান, কোক স্টুডিও বাংলা প্রথমে গান বাছাই করত। আর এই সময় তারা মাথায় রাখত, গানগুলো যাতে শিকড়ের সঙ্গে যুক্ত থাকে। তারপর সেই গান তাদের শিল্পীর কাছে নিয়ে গেছে।
প্রথম সিজনটা কোক স্টুডিওর জন্য চ্যালেঞ্জিং। কারণ, আগের গানগুলো নতুন করে তৈরি করছে কোক স্টুডিও। অন্যদিকে বর্তমান প্রজন্ম গ্লোবাল মিউজিক শোনে। গান তাদের মনের মতো না হলে তারা শুনবে না। তাই তো দেশে-বিদেশে যাঁকেই এই কাজগুলোর জন্য প্রয়োজন মনে হয়েছে, তাঁকে আনার চেষ্টা করেছে কোক স্টুডিও। গাউসুল আলম শাওন মনে করেন, একটি গান শ্রোতার কাছে টিকিয়ে রাখতে লিরিক বেশ গুরুত্বপূর্ণ। আর এই প্রজন্ম গানের লিরিক নিয়েও অনেক সচেতন। তাই এটাও তাদের মাথায় রাখতে হয়েছে।
এই গানগুলো বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ ছিল তাদের কাছে। এর মধ্যে ছিল নজরুলের গান, ছিল লালনের গান। সঞ্চালকের কথায়, যেখানে নজরুলের গজলের এত ভিউ কখনো হয়নি, সেখানে নজরুলের গজল দিয়ে কোক স্টুডিওর ‘বুলবুলি’ গানটির ভিউ ১৮ মিলিয়ন। বাংলাদেশে কোক স্টুডিও এত সাড়া পাবে এবং তাদের গান এত জনপ্রিয়তা পাবে, তা তারা নিজেরাও ভাবেনি। কিন্তু বুনো সব সময় আশাবাদী ছিলেন।
ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম সিজন। সামনে শুরু হবে দ্বিতীয় সিজন। আর এই সিজনে রয়েছে অনেক চমক। নতুন নতুন শিল্পীর পাশাপাশি দেখা যাবে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে, যে বাজাবে সারেং। দেশে অনেক প্রতিভা আছে, যা সবার চোখে পড়ে না। কোক স্টুডিও সেসব প্রতিভা খুঁজে আনছে।
ঢাকা লিট ফেস্টের দশম আয়োজনে একই সময় নজরুল মঞ্চে শিশুতোষ সেশন ‘অ্যাডভেঞ্চারস অব মম অ্যান্ড মি’তে মেয়ে আইরাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। ৫ জানুয়ারি শুরু হওয়া ঢাকা লিট ফেস্টের আজ তৃতীয় দিন। সন্ধ্যা সাতটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রদর্শিত হবে দেশের বাইরে বেশ কয়েকটি উৎসবে পুরস্কার পাওয়া অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’। প্রদর্শনের আগে সিনেমা নিয়ে আলোচনা করবেন নির্মাতা। বাউল শফি মণ্ডলের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে তৃতীয় দিনের আয়োজন।
Source: প্রথম আলো