Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    Napredno pretraživanje
  • Prijaviti se
  • Registar

  • Dnevni režim
  • © 2025 Linkeei
    Oko • Imenik • Kontaktirajte nas • Programeri • Politika privatnosti • Uvjeti korištenja • Povrat novca • Linkeei App install

    Odaberi Jezik

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Gledati

Gledati Koluti Filmovi

Događaji

Pregledajte događaje Moji događaji

Blog

Pregledajte članke

Tržište

Najnoviji proizvodi

Stranice

Moje stranice Stranice koje mi se sviđaju

Više

Forum Istražiti popularne objave Igre Poslovi Ponude
Koluti Gledati Događaji Tržište Blog Moje stranice Vidi sve

Otkriti postovi

Posts

Korisnici

Stranice

Skupina

Blog

Tržište

Događaji

Igre

Forum

Filmovi

Poslovi

Magazine
Magazine
3 god

গোপনে আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী, বলিউড তারকাদের ক্ষোভ
***********************************************************************
এত দিন আলোকচিত্রীদের ক্যামেরা বলিউড তারকাদের বাসার বাইরে লুকিয়ে থাকত। বিমানবন্দর থেকে জিম, শপিং মল— তারকারা যেখানেই যেতেন, পাপারাজ্জিদের ক্যামেরা তাঁদের পিছু পিছু ধাওয়া করত। কিন্তু এবার সব সীমা পার করে ফেলল দুই আলোকচিত্রী। তাঁদের ক্যামেরার লেন্স এবার ঢুকে পড়েছে খোদ আলিয়া ভাটের বাসার অন্দরে। আর আলিয়ার ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি তাঁরা ক্যামেরাবন্দী করেছে। তাই রেগে আগুন কাপুর পরিবারের বউমা। শুধু আলিয়া নন, এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন আনুশকা শর্মা, করণ জোহর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুরসহ আরও অনেক বিটাউন তারকা।
দিনদুপুরে আলিয়া তাঁর নিজের বাসার বৈঠকখানায় অলসভাবে সময় কাটাচ্ছিলেন। তাঁর পরনে ছিল ঘরের পোশাক। আর হাতে ছিল মুঠোফোন। একেবারেই ঘরোয়া আমেজে ছিলেন। কিন্তু নিজের বাসাতেও শান্তির দুপুর কাটানোর জো নেই আলিয়ার।

প্রতিবেশী বিল্ডিং থেকে এক নিউজ পোর্টালের দুই আলোকচিত্রী আলিয়ার অলস দুপুরের শান্তি ভঙ্গ করল। তাঁরা এই বলিউড নায়িকার কিছু ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করেছিলেন। জানা গেছে, আলিয়া নাকি তাঁদের হাতেনাতে ধরেছিলেন। আর এতে বেজায় চটে ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন তিনি।

সেই নিউজ পোর্টালকে এক হাত নিয়েছেন এই বলিউড তারকা। আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আপনারা কী আমার সঙ্গে রসিকতা করছেন। আর পাঁচটা দুপুরের মতো আমি আমার বাড়ির বৈঠকখানায় বসেছিলাম। আর তখন আমার মনে হয়েছিল, কেউ আমার ওপর নজরদারি করছে। আমি উপরের দিকে তাকাতেই দেখি যে পাশের বিল্ডিং থেকে দুজন মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের ক্যামেরার লেন্স আমাকেই তাক করছে। এবার বলুন, এ ধরনের আচরণ কি কখনোই কাম্য? এ ধরনের কাজের অনুমতি কেউ কি কখনো দেয়? এটা একজনের গোপনীয়তাকে হনন করা ছাড়া আর কী? আপনাদের আর আমাদের মধ্যে এক সীমারেখা ছিল, যা তারা আজ অতিক্রম করে ফেলেছে।’ আলিয়া তাঁর পোস্টটি মুম্বাই পুলিশকে ট্যাগ করেছেন।

আলিয়ার সঙ্গে সমব্যাথী একঝাঁক বিটাউন তারকা। এব্যাপারে অনেকেই তাঁদের মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্ত করেছেন। বলিউড নায়িকা আনুশকা শর্মার সঙ্গে প্রায় এ রকমই এক ঘটনা ঘটেছিল। তিনি তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘এ ধরনের ঘটনা এরা প্রথমবার ঘটায়নি। প্রায় দুবছর আগে এরা আমাদের ছবি চুপিচুপি নিয়েছিল। আর আমরা তা নিজের চোখে দেখেছি। এরপর আমরা এদের এক হাত নিয়েছিলাম। মানুষের গোপনীয়তা আর ব্যক্তিগত সময়কে এরা সম্মান করতে জানে না। এটা সত্যি লজ্জাজনক ঘটনা। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এরা আমাদের কন্যার ছবি পোস্ট করে।’

এদিকে বলিউড নায়িকা জাহ্নবী কাপুর এ ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘অত্যন্ত নিন্দনীয় এবং বাজে আচরণ। আমিও এদের একাধিকবার নিষেধ করেছি, কিন্তু এরা আমার অনুমতি না নিয়েই আমার ছবি তুলতে থাকে। আমি জিমে থাকাকালীন ওরা বাইরে থেকে আমায় দেখে।

আর আমার ছবি তুলতেই থাকে। কিছু স্থান একান্ত ব্যক্তিগত হয়। এসব জায়গায় অন্তত এ ধরনের আচরণ থেকে বিরত থাকা উচিত। আমি জানি, এসব আপনাদের কাজের মধ্যে পড়ে। কিন্তু একে অপরের সঙ্গে বোঝাপড়া থাকা প্রয়োজন। বিনা অনুমতিতে আপনারা যদি এভাবে কারুর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েন, তা কখনোই ঠিক নয়।’
অর্জুন কাপুর আলিয়ার সমর্থনে বলেছেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এটা এমন এক ঘটনা, যা সব সীমাকে অতিক্রম করে ফেলেছে। একজন নারী তাঁর নিজের বাড়িতেও সুরক্ষিত নয়।’

Source: প্রথম আলো

image
Kao
Komentar
Udio
Magazine
Magazine
3 god

সেলফির বিশ্ব রেকর্ড গড়লেন এই বলিউড অভিনেতা
***********************************************************************
আগামী শুক্রবার মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সেলফি’। এখন চলছে সিনেমাটির শেষ মুহূর্তের প্রচারণা। এই সিনেমার প্রচারে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয় কুমার। কয়েক দিন ধরেই সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেতা। বুধবার মুম্বাইয়ে সিনেমার প্রচারে এসে মাত্র ৩ মিনিটে ভক্তদের সঙ্গে ১৮৩টি সেলফি তোলেন অক্ষয়। আর তাতেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে যায় এই অভিনেতার।

রেকর্ডটি এত দিন ছিল যুক্তরাষ্ট্রের জেমস স্মিথের দখলে। তিনি ২০১৮ সালে কার্নিভ্যাল ড্রিম ক্রুজ জাহাজে মাত্র ৩ মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন। জেমস স্মিথের রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়লেন অক্ষয়।

গত বছর মোটেও ভালো কাটেনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চারটি সিনেমাই ছিল ফ্লপ। তাই তো ফিরে আসার জন্য নতুন সিনেমায় অভিনয় করতে ভাবতে হচ্ছে বলিউডের এই অভিনেতাকে। এবার আরও একটি সিনেমা মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে অক্ষয়। এবার বেশ জোরেশোরেই চালাচ্ছেন এই সিনেমার প্রচারণা।

বিশ্ব রেকর্ড প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘এই অনন্য বিশ্ব রেকর্ড ভাঙতে পেরে আমি আনন্দিত। এই আনন্দঘন মুহূর্ত আমি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ভক্তদের নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থনের কারণে আজ আমি এই স্থানে আসতে পেরেছি এবং এত কিছু অর্জন করতে পেরেছি। আর এটি ছিল তাঁদের প্রতি আমার শ্রদ্ধাজ্ঞাপনের বিশেষ পদ্ধতি। আমার কর্মজীবনে তাঁরা যেভাবে আমার পাশে ছিলেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

‘সেলফি’ সিনেমাটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি। মালয়ালম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক সিনেমাটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় অভিনয় করবেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে।

Source: প্রথম আলো

image
Kao
Komentar
Udio
Magazine
Magazine
3 god

অবশেষে জানা গেল সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের অভিনেতার নাম
***********************************************************************
মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি বা ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ের ঘটনা—গত এক দশকে ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে অনেক হিন্দি সিনেমা হয়েছে। তবে অনেকবার শোনা গেলেও ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক হয়নি। কিছুদিন আগে সৌরভ নিজেই নিশ্চিত করেছিলেন, তাঁর জীবন নিয়ে সিনেমা হচ্ছে। তখন থেকেই জল্পনা ছিল, এই বাঙালি ক্রিকেটারের চরিত্রে কাকে দেখা যাবে। অবশেষে শেষ হলো সেই অপেক্ষা।

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ‘দাদা’র বায়োপিকের সবকিছুই প্রায় ঠিকঠাক। সৌরভ গাঙ্গুলীর চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। অভিনেতা এর মধ্যেই সৌরভের বায়োপিকে অভিনয়ের জন্য সময় দিয়েছেন। শিগগিরই কলকাতায় শুরু হবে ছবিটির শুটিং।

জানা গেছে, ছবিটির চূড়ান্ত চিত্রনাট্য এখন সৌরভ গাঙ্গুলীর কাছে রয়েছে। তিনি সম্মতি দিলেই শুরু হবে শুটিং। তবে ছবিটিতে কেবল রণবীরই চূড়ান্ত হয়েছেন। অন্য চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন, জানা যায়নি।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির প্রস্তুতি নিয়ে শিগগিরই কলকাতা আসবেন রণবীর কাপুর। সৌরভের বাড়ি, ইডেন গার্ডেনস স্টেডিয়ামসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন।

সৌরভের চরিত্রে রণবীর অভিনয় করছেন, এমন খবর চাউর হওয়ার পর অবশ্য অনেক ভক্তই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। বেশির ভাগ বাঙালি মত দিয়েছেন, দাদার চরিত্রে কোনো বাঙালি অভিনেতাকেই ভালো মানাবে।

কেউ অবশ্য বলেছেন, সৌরভের চরিত্রে রণবীর খুব ভালো করতে পারবেন। এর আগে ‘সনজু’ ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে তাঁকে দারুণ মানিয়েছিল।

নিজের বায়োপিক নিয়ে অবশ্য মুখ খোলেননি সৌরভ গাঙ্গুলী। তবে অনেক আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁকে নিয়ে সিনেমা হলে পর্দায় নিজের চরিত্রে হৃতিক রোশনকে দেখতে চান।

Source: প্রথম আলো

image
Kao
Komentar
Udio
Magazine
Magazine
3 god

বাংলাদেশে ‘পাঠান’ প্রসঙ্গে খেপে গিয়ে যা বললেন পরিচালক ঝন্টু
***********************************************************************
শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা আমদানির প্রশ্নে একমত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯টি সংগঠন। গত রোববার দুপুরে ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ একটি চিঠি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের হাতে তুলে দিয়ে জানিয়েছে, শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে তাদের আপত্তি নেই।

এর পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা আপনাদের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনতে হবে। আপনারা যে আজ আসবেন, সেটিও তাঁকে জানিয়েছিলাম। আমরা এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব।’

বাংলাদেশে হিন্দি ছবি আমদানির বিষয়টি এখন সরকারের অনুমতির অপেক্ষায়। চলতি সপ্তাহেই অনুমতি মিললে ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’। তবে চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯টি সংগঠন হিন্দি সিনেমা আমদানির বিষয়ে একমত হলেও বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনাট্যকার ও নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। হিন্দি সিনেমা আমদানি প্রসঙ্গে কথা বলতে গিয়ে একদল গণমাধ্যমকর্মীর সামনে খেপে গেলেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু সংবাদকর্মীদের বলেন, ‘আমরাই একমাত্র জাতি, ভাষার জন্য গুলি খেয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই নজির নেই। এ জন্য মাথা উঁচু করে আমরা কথা বলি। আমার দেশে উর্দু, হিন্দি ছবি চলবে কেন? আমাদের ওই সব কালচারের প্রয়োজন নেই।’

বক্তব্যে ঝন্টু আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী এ দেশে “পাঠান” চালাতে দেবেন না। বঙ্গবন্ধুকন্যা এই উর্দু, হিন্দি ছবি এ দেশে আসতে দেবেন না।’
উর্দু, হিন্দি ছবি এ দেশে চলা নিয়ে অতীতের একটি ঘটনার কথা উল্লেখ করে ঝন্টু বলেন, ‘অনেক দিন আগে এ দেশে যখন উর্দু–হিন্দি ছবি চলছিল, তখন আমরা চলচ্চিত্রের অনেকেই বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম। বলেছিলাম, এ দেশে উর্দু–হিন্দি ছবি চলুক, আমরা চাই না। বঙ্গবন্ধু তখন বলেছিলেন, “যা তাহলে চলবে না।’”

বঙ্গবন্ধু এ কথাও বলেছিলেন, “‘তোরা কটি ছবি দিতে পারবি?” তখন আমরা বলেছিলাম, প্রতি সপ্তাহে একটা করে নতুন ছবি দিতে পারব। তখন তিনি দৃঢ় কণ্ঠে আমাদের বলে দিলেন, “যা হিন্দি চলবে না।”’

তবে সিনেমা হলের বর্তমান অবস্থা তুলে ধরে গণমাধ্যমের কাছে এই নির্মাতা আরও বলেন, ‘সিনেমার অভাবে অনেক সিনেমা হলের মালিকেরা হল ভেঙে ফেলেছেন। তাঁদের ব্যবসা হচ্ছে না। কারণ, একটি হলে মাসে অনেক খরচ। কর্মচারীদের বেতন, ট্যাক্সসহ আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে এক-দেড় লাখ টাকা থাকে হলমালিকদের। কিন্তু হল ভেঙে যদি মার্কেট হয়, তাহলে কয়েক শ দোকান হবে সেখানে। আয়ও আসবে বেশি।’

এ সময় এক সংবাদকর্মী দেলোয়ার জাহান ঝন্টুকে প্রশ্ন করেন, তাহলে কি আপনারা সিনেমা দিতে ব্যর্থ হচ্ছেন? প্রশ্ন শুনেই খেপে যান ঝন্টু। উত্তেজিত হয়ে ওই সংবাদকর্মীকে তিনি বলেন, ‘তুমি তো আক্রমণাত্মক। তুমি অ্যাটাক করার জন্য প্রশ্ন করো। তুমি আর প্রশ্নই করবে না। এসব কথা বলো কেন তুমি? কেন ব্যর্থ হবো? ব্যর্থতার কী বুোঝো তুমি?’

এই পরিচালকের মত, ‘যাঁরা এসব নিয়ে কাজ করছেন, তাঁদের ধারণা ভুল। তাঁরা মনে করছেন “পাঠান” ছবিতে দর্শক আসবেন।এতে করে আমাদের সিনেমাতেও একসময় দর্শক বাড়বে। সিনেমা বাড়বে আমাদের। আমি বলি, নো। ওঁদের ধারণা ভুল। কারণ, “পাঠান” দেখার পর আরেকটি হিন্দি ছবি আসার অপেক্ষা করবেন দর্শক। এভাবে একটা একটা করে হিন্দি ছবি যখন আসতে থাকবে, আমার বাঙালি ভাইদের ৪০ লাখ বা ৫০ লাখ বা ৬০ লাখ টাকার সিনেমা আর চলবে না। দুই কোটি টাকার হিন্দি ছবির কাছে আমাদের এই ছবি দেখতে দর্শক হলে যাবেন না।’

দেলোয়ার জাহান ঝন্টু আরও বলেন, ‘বড় বাজেটের হিন্দি ছবি সাজানো–গোছানো। দর্শক ওটাই দেখতে চাইবেন। আমাদের ছবি তলে পড়ে যাবে। এর আগেও একবার তলে পড়ে গিয়েছিল। আমি মনে কবি, যাঁরা হিন্দির পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত ঠিক হতে পারে, কিন্তু ধারণা ভুল।’

এই নির্মাতার ভাষ্য, ‘হিন্দির মতো আমাদের পরিচালকদের হাতে বাজেট ধরিয়ে দেন, দেখবেন মুম্বাইয়ের চাইতেও ভালো ছবি তৈরি করতে পারবে আমাদের পরিচালকেরা।

Source: প্রথম আলো

image
Kao
Komentar
Udio
Magazine
Magazine
3 god

ঠান্ডার মধ্যে শুটিংয়ে ববির ‘অবস্থা খারাপ’
***********************************************************************
বরিশালের এক দ্বীপে সিনেমার শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী ববি। মাঝে খানিকটা সেরে উঠেই উড়াল দেন লন্ডনে, ‘বেইমান’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। গতকাল সোমবার প্রথম আলোকে ববি জানান, গত শনিবার হিথরো বিমানবন্দরে নেমেছেন তিনি; সেদিন থেকেই টানা তিন দিন শুটিং করেছেন তিনি।

ববির ভাষ্যে, লন্ডনের ঠান্ডায় শুটিং চালিয়ে নিতে অনেকটাই নাকাল হতে হয়েছে তাঁকে। ববি বলেন, ‘ঠান্ডার মধ্যে শুটিং করছি। বাংলাদেশে থাকতে গত মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলাম। পুরোপুরি সুস্থ না এখনো। তাই ঠান্ডার মধ্যে কাজ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে এখানকার লোকেশন খুব সুন্দর, কষ্ট হলেও মন ভরে যাচ্ছে।’

‘বেইমান’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে নেহা নামের এক তরুণীকে ঘিরে, স্বাধীনতাযুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে হত্যা করে এক রাজাকার। সেই রাজাকার লন্ডন পালিয়ে যায়। সেই রাজাকারকে খুঁজতে লন্ডনে যায় নেহা। সিনেমায় নেহা চরিত্রে দেখা যাবে ববিকে।

১৮ দিন সিনেমার শুটিং করবেন, এরপর ‘নাইট ইন লন্ডন’ নামের আরেকটি সিনেমার শুটিং করবেন ববি, এতে একজন যৌনকর্মীর চরিত্রে পাওয়া যাবে ববিকে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘আমার খুবই পছন্দের একটি চরিত্র এটি। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছি। কারণ, এ ধরনের চরিত্রে অভিনয় দেখানোর সুযোগ থাকে। চরিত্র নিয়ে খেলা করা যায়। দর্শকেরাও এখানে আমার চরিত্রের মধ্যে ভিন্নতা খুঁজে পাবেন।’

দুই সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে ১৮ মার্চ ববির দেশে ফেরার কথা রয়েছে। দুটি ছবিরই পরিচালক মিনহাজ কিবরিয়া। তিনি যুক্তরাজ্যেই থাকেন। সেখানকার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ করেন। এর আগে ‘সুরিনগর, ‘বিফোর আই ডাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

ছবি দুটিতে কাজের সুযোগ হলো কীভাবে, জানতে চাইলে ববি বলেন, ‘কোভিড শেষ হওয়ার পরই পরিচালক বাংলাদেশে গিয়েছিলেন। তখন ছবি দুটি নিয়ে আমার কথা হয়। দেখলাম দেশের বাইরে শুটিং। লোকেশনের যেমন ভিন্নতা পাব, গল্পেরও ভিন্নতা আছে। সব মিলিয়ে রাজি হয়ে গেলাম। এরপর তো বছর খানেক ধরে প্রস্তুতি নিয়েছি কাজ দুটির জন্য।’ ‘নাইট ইন লন্ডন’ ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো জানা যায়নি। যুক্তরাজ্যসহ বাংলাদেশেও মুক্তি পাবে ছবি দুটি।

Source: প্রথম আলো

image
Kao
Komentar
Udio
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 god

image
Kao
Komentar
Udio
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 god

image
Kao
Komentar
Udio
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 god

image
Kao
Komentar
Udio
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 god

image
Kao
Komentar
Udio
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 god

image
Kao
Komentar
Udio
Showing 12212 out of 19580
  • 12208
  • 12209
  • 12210
  • 12211
  • 12212
  • 12213
  • 12214
  • 12215
  • 12216
  • 12217
  • 12218
  • 12219
  • 12220
  • 12221
  • 12222
  • 12223
  • 12224
  • 12225
  • 12226
  • 12227

Uredi ponudu

Dodajte razinu








Odaberite sliku
Izbrišite svoju razinu
Jeste li sigurni da želite izbrisati ovu razinu?

Recenzije

Kako biste prodali svoj sadržaj i postove, počnite s stvaranjem nekoliko paketa. Monetizacija

Plaćanje novčanikom

Upozorenje o plaćanju

Spremate se kupiti artikle, želite li nastaviti?

Zatražite povrat novca