একটা পরিণত বয়স একটা সহনশীল মানুষ। একজন সহনশীল মানুষ একটা বিবেকবান ব্যক্তিত্ব। একজন বিবেকবান মানুষ একটা অনুশাসনের লক্ষন। অনুশাসনের উপায় যত যৌক্তিক সে অনুশাসন ততবেশি প্রসিদ্ধ। নিঃশ্চয়, আল কোরআন প্রসিদ্ধ। #সৃষ্টি #premdevota
দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।