এবার এয়ারপডসের কাঠামোও তৈরি হচ্ছে ভারতে
***********************************************************************
ভারতে দীর্ঘদিন ধরেই আইফোন তৈরি করছে অ্যাপল। একাধিক মডেলের আইফোন তৈরি করলেও এতদিন দেশটিতে নিজেদের অন্য কোনো পণ্য তৈরি করেনি প্রতিষ্ঠানটি। বেশ কয়েক মাস ধরে প্রযুক্তি বিশ্বে খবর রটেছিল, আইফোনের পাশাপাশি আইপ্যাডও ভারতে তৈরি করতে পারে অ্যাপল। আইপ্যাড তৈরির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও এয়ারপডসের কাঠামো তৈরির কার্যক্রম শুরু হয়েছে দেশটিতে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল পণ্যের যন্ত্রাংশ সরবরাহকারী অন্যতম বড় প্রতিষ্ঠান জাবিল ইনকরপোরেশনকে এয়ারপডসের কাঠামো তৈরির কাজ দিয়েছে অ্যাপল। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিভিন্ন দেশে থাকা নিজেদের কারখানায় এয়ারপডসের প্লাস্টিকের কাঠামো (বডি) তৈরি করে চীন ও ভিয়েতনামে রপ্তানি করছে। ভারতের পুনে শহরেও জাবিলের কারখানা রয়েছে। এই কারখানাতেও তৈরি করা হচ্ছে এয়ারপডসের কাঠামো।
কয়েক মাস ধরে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছিল, অ্যাপল তার উৎপাদন ক্ষমতা প্রধানত ভারত ও ভিয়েতনাম—এই দুই দেশে প্রসারিত করতে চায়। এ জন্য অ্যাপল তার কিছু পণ্যের উৎপাদন ভারতসহ অন্যান্য দেশে স্থানান্তর করতে পারে।
উল্লেখ্য, আইফোনসহ অ্যাপল পণ্যের বেশির ভাগই তৈরি হয় চীনে। আর তাই দেশটির ওপর বেশ নির্ভরশীল অ্যাপল। কিন্তু গত বছর আইফোন সিটি নামে পরিচিত চীনের ঝেংঝু শহরে শ্রমিক বিক্ষোভের কারণে অ্যাপল পণ্যের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি স্বীকারও করেছে অ্যাপল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Source: প্রথম আলো