Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    Gelişmiş Arama
  • Giriş
  • Kayıt

  • Gündüz modu
  • © 2025 Linkeei
    Yaklaşık • Rehber • Bize Ulaşın • Geliştiriciler • Gizlilik Politikası • Kullanım Şartları • Geri ödeme • Linkeei App install

    Seç Dil

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Kol saati

Kol saati Makaralar Filmler

Olaylar

Etkinliklere Göz At Etkinliklerim

Blog

Makalelere göz at

Piyasa

Yeni ürünler

Sayfalar

Benim Sayfalar Beğenilen Sayfalar

daha

forum Keşfetmek popüler gönderiler Oyunlar Meslekler Teklifler
Makaralar Kol saati Olaylar Piyasa Blog Benim Sayfalar Hepsini gör

Keşfedin Mesajları

Posts

Kullanıcılar

Sayfalar

grup

Blog

Piyasa

Olaylar

Oyunlar

forum

Filmler

Meslekler

Dr Md Aminul Islam
Dr Md Aminul Islam
3 yıl

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

চার্জার ও মেমোরি কার্ড রিডার হিসেবে কাজ করে এই যন্ত্র
***********************************************************************
চাবির রিংযুক্ত কিউবাকৃতির এ যন্ত্র ফোন চার্জ করার পাশাপাশি মেমোরি কার্ড রিডার হিসেবেও কাজ করে। শুধু তা–ই নয়, যন্ত্রটির ভেতরে থাকা ইউএসবি কেব্‌ল কাজে লাগিয়ে মেমোরি কার্ডের তথ্য ফোনেও নেওয়া সম্ভব।

ওয়ান্ডারকিউব প্রো নামের যন্ত্রটির সঙ্গে ৯ ভোল্টের ফাস্ট চার্জিং সুবিধার ব্যাটারি যুক্ত করা যায়। ফলে চলতি পথে দ্রুত ফোন চার্জ করা সম্ভব। ফোনের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায় যন্ত্রটি। ফলে ফোন খাড়া বা আড়াআড়ি রেখে ভিডিও দেখা সম্ভব। টর্চযুক্ত যন্ত্রটির দাম ৪০ ডলার।

সূত্র: ম্যাশেবল

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

থ্রিডি প্রিন্টারে প্রজাপতির ডানার বর্ণচ্ছটা
***********************************************************************
আফ্রিকান সিন্যান্ড্রা ওপিস নামের প্রজাপতির ডানা খুবই বর্ণময়। আলো পড়লে রংধনুর মতো নানা রং ছড়ায় এই প্রজাপতির ডানা থেকে। অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলে মনে হয় প্রজাপতির দুই ডানার সংযোগস্থল যেন পাহাড়ি কোনো ঢাল। সেই ঢাল থেকে ছড়াচ্ছে নানা রঙের ছটা। এই বর্ণচ্ছটাই তৈরি করা হচ্ছে থ্রিডি প্রিন্টারে।

আফ্রিকান সিন্যান্ড্রা ওপিস প্রজাপতি ‘ব্রিলিয়ান্ট নিম্ফ’ নামেও পরিচিতি। সুইজারল্যান্ডের গবেষকেরা অণুবীক্ষণ যন্ত্রে দেখা এই প্রজাপতির ডানার ন্যানো কাঠামোর যে রং এবং রঙের আবহ, সেটি তৈরি করতে চাচ্ছেন থ্রিডি প্রিন্টারে। এরই মধ্যে অর্ধস্বচ্ছ প্লাস্টিকে ব্রিলিয়ান্ট নিম্ফের এমন বর্ণচ্ছটা প্রিন্ট করেছেন তারা। এই উদ্ভাবন কাগুজে মুদ্রায়, কালিতে এবং মনিটর বা ডিসপ্লে পর্দায় ব্যবহার করা যেতে পারে।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

পৃথিবীর মানচিত্রে নানা দেশের রেডিও সরাসরি শোনা যায় এই অ্যাপে
***********************************************************************
গান শোনার বিভিন্ন মাধ্যম থাকলেও নিয়মিত ফোনে এফএম রেডিও স্টেশনের গান শোনেন অনেকেই। তবে ফ্রিকোয়েন্সি না থাকায় এক দেশে বসে অন্য দেশের রেডিও স্টেশনগুলোর গান ফোনে শোনা যায় না। এ সমস্যার সমাধান দেবে নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ‘রেডিও গার্ডেন’ অ্যাপ। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামানোর পর চাইলেই অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান শোনা যায়। শুধু তা–ই নয়, রেডিও গার্ডেনের ওয়েবসাইটে প্রবেশ করে কম্পিউটার থেকেও বিভিন্ন দেশের রেডিও স্টেশনগুলোর গান বা অনুষ্ঠান সরাসরি শোনা সম্ভব। অ্যাপটি পৃথিবীর ত্রিমাত্রিক মানচিত্রও বটে। মানচিত্রে অসংখ্য সবুজ বিন্দু ছড়িয়ে আছে বিশ্বের সব দেশের নানা শহরজুড়। ডানে-বাঁয়ে, ওপরে-নিচে যেকোনো শহরের অবস্থানে থাকা বিন্দুতে গেলেই শোনা যাবে সেখানকার রেডিও। সবুজ বিন্দু মানেই এখানে রেডিও স্টেশন।

যেভাবে মুঠোফোনে ব্যবহার করতে হবে
রেডিও গার্ডেন ব্যবহারের জন্য প্রথমেই গুগল প্লে স্টোরে প্রবেশ করে https://play.google.com/store/....apps/details?id=com. লিংক থেকে অ্যাপটি নামাতে হবে। এরপর অ্যাপটি ইনস্টল করে চালু করলেই পৃথিবীর ত্রিমাত্রিক মানচিত্র দেখা যাবে। মানচিত্রে থাকা যেকোনো দেশ বা শহর চিহ্নিত করলে সেখানকার স্থানীয় রেডিও স্টেশনগুলো ছোট ছোট বিন্দু আকারে দেখা যাবে। যেকোনো বিন্দুতে ক্লিক করলেই সেই রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান শোনা যাবে। পর্দার বাম পাশে থাকা নেক্সট বাটনে ক্লিক করে রেডিও স্টেশনও পরিবর্তন করতে হবে। বিজ্ঞাপন ছাড়া বিভিন্ন দেশের রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান সরাসরি শোনার সুযোগ থাকায় এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে এক কোটির বেশি রেডিও গার্ডেন অ্যাপটি নামানো হয়েছে। অ্যাপটির রেটিংও বেশ ভালো ৪.৭।

যেভাবে কম্পিউটারে ব্যবহার করতে হবে
কম্পিউটারে রেডিও গার্ডেন ব্যবহার করে সহজেই অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান শোনা যায়। এ জন্য অ্যাপও নামাতে হবে না। https://radio.garden/?r=1 ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করেই রেডিও গার্ডেন অ্যাপের সব সুবিধা পাওয়া যাবে।

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

ফাইল জিপ ও আনজিপ করবেন যেভাবে
***********************************************************************
জিপ পদ্ধতি ব্যবহার করে বড় আকারের ফাইলগুলো কম জায়গায় রাখা যায়। ফলে যন্ত্রের মেমোরি কম খরচ হয়। আগে বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহার করতে হলেও বর্তমানে সব অপারেটিং সিস্টেমেই বিল্ট-ইন ভাবে ফাইল জিপ করার সুবিধা রয়েছে। জিপ করার পর ফাইলের নামের শেষে ডটজেডআইপি লেখা যুক্ত হয়। কম্পিউটার এবং ফোনের ফাইল জিপ ও আনজিপ করার পদ্ধতি দেখে নেওয়া যাক—

উইন্ডোজে জিপ ও আনজিপ করার নিয়ম
যে ফাইলগুলোকে জিপ করতে হবে, সেগুলো প্রথমে ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে নির্বাচন করতে হবে। চাইলে শিফট চেপে একসঙ্গে একাধিক ফাইল নির্বাচন করা যাবে। এবার নির্বাচন করা ফাইলগুলোর ওপর মাউসের কারসর রেখে ডান পাশে ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল অপশন নির্বাচন করলেই ফাইল জিপ হয়ে যাবে। আনজিপ করার জন্য ফাইল এক্সপ্লোরার থেকে কম্প্রেস ফাইলগুলোতে একসঙ্গে দুবার ক্লিক করতে হবে। এ ছাড়া কম্প্রেস ফোল্ডারে এক্সট্রাক্ট অল বাটনে ক্লিক করেও ফাইল আনজিপ করা যাবে।

অ্যান্ড্রয়েডে জিপ ও আনজিপ করার নিয়ম
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চলা ফোনে ফাইল জিপ ও আনজিপ করতে জেড আর্কাইভার বা উইনজিপ অ্যাপ ব্যবহার করতে হবে। একসঙ্গে একাধিক ফাইল জিপ করার জন্য মাই ফাইলস অপশনে প্রবেশ করতে হবে। এরপর যে ফাইলগুলোকে জিপ করতে হবে সেগুলো নির্বাচন করে ডান পাশের নিচের অংশে থাকা তিনটি ডট অপশন ট্যাপ করতে হবে। এরপর কম্প্রেস অপশনে ক্লিক করে ফাইলের নাম দিলেই ফাইলটি কম্প্রেস হয়ে যাবে।

ফাইল আনজিপ করার জন্য যে ফাইলটি আনজিপ করতে হবে, সেটি নির্বাচন করে এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করলেই একটি পপআপ মেন্যু দেখা যাবে। এখানে আনজিপ করা ফাইলের নাম বা তালিকা দেখা যাবে। এরপর কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করে ডান বা ওকে বাটনে ক্লিক করতে হবে।

সূত্র: দ্য ভার্জ

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দিল ১৮ পদক
***********************************************************************
দেশের টেলিযোগাযোগ খাতে অবদান রাখায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ডাক ও টেলিযোগাযোগ পদক ২০২৩’ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। বিজয়ীদের হাতে পদক তুলে দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে জানানো হয়, টেলিযোগাযোগ খাতের ১২টি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো এ পদক দেওয়া হয়েছে। পদক পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাকনেট লিমিটেড (জাতীয় পর্যায়ে ইন্টারনেট সেবা), মিলেনিয়াম কম্পিউটারস অ্যান্ড নেটওয়ার্কিং (বিভাগীয় পর্যায়ে ইন্টারনেট সেবা), কিশোরগঞ্জ অনলাইন নেটওয়ার্ক (জেলা পর্যায়ে ইন্টারনেট সেবা), এমএসএস এন্টারপ্রাইজ (উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা), বিজয় ডিজিটাল (শিক্ষাক্ষেত্রে ডিজিটাল কনটেন্ট তৈরি), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের সুরক্ষা টিম (ডিজিটাল প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা), ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (টেলিযোগাযোগ ও ডিজিটাল যন্ত্র উৎপাদন), নগদ লিমিটেড (মোবাইলে আর্থিক সেবা), ফিফোটেক (কন্টাক্ট সেন্টার), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ (টেলিযোগাযোগ ও ইন্টারনেট শিল্পে অবদান ব্যক্তি পর্যায়), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা আইএসপিএবি (টেলিযোগাযোগ ও ইন্টারনেট শিল্পে অবদান প্রাতিষ্ঠানিক পর্যায়), ইকবাল বাহার জাহিদ (ডিজিটাল প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে অবদান ব্যক্তি পর্যায়), টেলিযোগাযোগ অধিদপ্তর (ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধিতে অবদান) এবং বিটিআরসি (ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে অবদান প্রাতিষ্ঠানিক পর্যায়)।

এই পদক পাওয়া অপর প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএল (ডিজিটাল বা টেলিযোগাযোগ সংযুক্তিতে অবদান), টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় অবদান), কম্পিউটার জগৎ (টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় অবদান, একক) এবং ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনক লিমিটেড (আইওটি ও ওটিটি)।

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

গায়ক কৈলাশ খেরকে বোতল ছুড়লেন দর্শকেরা
***********************************************************************
দক্ষিণ ভারতের কর্ণাটকের এক আয়োজনে গাইতে গিয়ে আক্রান্ত হলেন বলিউডের গায়ক কৈলাশ খের। গতকাল রোববার রাতে রাজ্যের বিজয়নাগারা জেলায় হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে গান পরিবেশনের মাঝে তাঁকে লক্ষ্য করে কয়েকজন দর্শক পানির বোতল ছুড়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনায় প্রদীপ ও সুরাহ নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ, ইতিমধ্যে তাঁরা জবানবন্দিও দিয়েছেন। তাঁদের জবানবন্দির বরাতে পুলিশ সাংবাদিকদের জানান, কৈলাশ খের হিন্দি গান পরিবেশন করলেও কোনো কন্নড় গান পরিবেশন করছিলেন না, কন্নড় গান পরিবেশনের দাবি তুলে বোতল ছুড়েছেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গানের মধ্যে হঠাৎ কৈলাশ খেরের পাশে একটি বোতল আছড়ে পড়ে, তবু গান চালিয়ে গেছেন এ গায়ক। আয়োজকের এক প্রতিনিধি এসে বোতলটি সরিয়ে নেন।

তিন দিনব্যাপী হ্যাম্পি উৎসব শুরু হয়েছে গত শুক্রবার। রোববার পর্যন্ত এ আয়োজনে আরমান মালিক, বিজয় প্রকাশসহ কয়েকজন শিল্পী গান পরিবেশন করেছেন।

‘আল্লাহ কি বান্দে’, ‘চাঁদ সিফারিশ’, ‘তেরি দিওয়ানি’, ‘তাওবা তাওবা’, ‘সাইয়া’সহ বেশ কয়েকটি গানের জন্য ভারতীয় উপমহাদেশে আলোচিত কৈলাশ খের। সুফি ঘরানার গানে তাঁর আলাদা পরিচিতি রয়েছে।

ভারতের উত্তর প্রদেশের মেরুতে জন্ম কৈলাসের। শৈশব থেকেই সংগীতের প্রতি ঝোঁক ছিল তাঁর। ২০০১ সালে জিঙ্গেলের মাধ্যমে সংগীত পেশা শুরু করেন। প্রথম প্লেব্যাক করেন বলিউডের ‘আন্দাজ’ ছবিতে। কয়েক বছর আগে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবেও গেয়েছেন তিনি।

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

প্রথম সিনেমার শুটিং শুরুর আগেই দ্বিতীয়টির চুক্তি
***********************************************************************
চলতি বছর প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার আলোচিত অভিনেতা আফরান নিশো। চরকি ও আলফা আই প্রযোজিত ‘সুড়ঙ্গ’ নামের সিনেমায় দেখা যাবে তাঁকে। রায়হান রাফির এ ছবির শুটিং শুরুর কথা আছে আগামী ফেব্রুয়ারি মাসে। তবে প্রথম সিনেমার শুটিং শুরুর আগেই জানা গেল নিশোর দ্বিতীয় ছবির খবর।

সম্প্রতি ‘কালপুরুষ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। ছবিটির পরিচালক সঞ্জয় সমদ্দার। ছবিতে নিশোর নায়িকা এখনো ঠিক হয়নি।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবির প্রযোজক টপি খান প্রথম আলোকে বলেন, সিনেমাটিতে নিশোর কাজের চুক্তি হয়ে গেছে। এখন চিত্রনাট্য উন্নয়নের কাজ হচ্ছে। পাশাপাশি ছবির অন্যান্য শিল্পী–কলাকুশলী নির্বাচনের প্রক্রিয়াও চলছে।

নিশোও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গল্প পড়ে ভালো লেগেছে। গল্প–ভাবনা নিয়ে আলোচনা করার পর মনে হয়েছে, কাজটি করা যেতেই পারে। তা ছাড়া পরিচালক ও প্রযোজক দুজনই চাইলেন চুক্তি করে ফেলতে। এ কারণেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি। গল্প–ভাবনাটা ঠিক আছে। তবে এখনো সেটি পুরোপুরি চিত্রনাট্যে রূপান্তরিত হয়নি।’
এর মধ্যে ওটিটির জন্য কাজ করলেও সিনেমায় কাজের প্রস্তুতি হিসেবে প্রায় ছয়–সাত মাস হলো নাটকে কাজ করছেন না নিশো।

সঞ্জয়ের সঙ্গে কাজটি কেমন হবে? জানতে চাইলে নিশো বলেন, ‘আগে সঞ্জয়ের সঙ্গে ছোট পর্দার জন্য বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাঁর প্রতি আমার আত্মবিশ্বাস আছে। তা ছাড়া সঞ্জয় কলকাতার একটি বড় বাজেটের সিনেমা পরিচালনা করছেন। আমিও এর মধ্যে “সুড়ঙ্গ” সিনেমায় কাজ করব। তাই এ ছবিটি করার আগে আমাদের দুজনেরই চলচ্চিত্রে কাজের একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। সুতরাং “কালপুরুষ” নিয়ে প্রত্যাশা বেশি।’

এই অভিনেতার মন্তব্য, ‘প্রথম কাজ, প্রথম কাজ বলতে পাগল হয়ে যাই আমরা, যা আমি মানি না। কারণ, প্রথম কাজ ভালো হতেও পারে, আবার না–ও হতে পারে। আমি মনে করি, আমার করা জীবনের সর্বশেষ কাজটি যেন ভালো হয়, সুন্দর হয়। তাহলেই আমি দর্শকের মাঝে বেঁচে থাকব।’

নিশো জানালেন, ‘সুড়ঙ্গ’ শেষ করে এর মধ্যে হইচইয়ের অরিজিনাল ‘কাইজার ২’–এর শুটিং করার কথা আছে। তা ছাড়া ‘কালপুরুষ’ নিয়ে বড় রকমের প্রস্তুতির ব্যাপারও আছে। এ কারণে শুটিং শুরু হতে সময় লাগতে পারে। শুটিং শুরু হতে হতে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর লেগে যেতে পারে।

ছবির পরিচালক সঞ্জয় সমদ্দার এখন জিতের ছবি ‘মানুষ’-এর শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত। আগামী ৮ ফেব্রুয়ারি তাঁর ফেরার কথা। সেখান থেকে নিশোকে নিয়ে নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক জানান, ‘বাংলাদেশে প্রথম সিনেমা নিশোকে নিয়ে করার ইচ্ছা ছিল। সেটি করতে যাচ্ছি। নিশোর সঙ্গে ছোট পর্দায় আলোচিত অনেক কাজ হয়েছে। তাঁর প্রতি আমার বিশ্বাস আছে—কাজের প্রতি দারুণ আন্তরিক একজন মানুষ সে। আশা করছি, একটা ভালো কাজ করতে পারব আমরা।’

কবে থেকে শুটিং শুরু হবে, এ ব্যাপারে পরিচালক বলেন, ‘এর মধ্যে নিশোর দুটি বড় কাজের শুটিং আছে। এ ছাড়া “কালপুরুষ”-এর জন্যও তাঁর বড় রকমের প্রস্তুতি নিতে হবে। আমিও কলকাতার ছবি নিয়ে ব্যস্ত। সব মিলে শুরু করতে সেপ্টেম্বর-অক্টোবর লেগে যেতে পারে।’
পরিচালনার পাশাপাশি ‘কালপুরুষ’–এর চিত্রনাট্যও লিখবেন সঞ্জয়।

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

‘বাবা পুরস্কারটি পেলে সবচেয়ে বেশি খুশি হতাম’
***********************************************************************
দুই বছর আগেও অভিনয়ের স্বীকৃতি নিয়ে পরিচিতজনদের কাছে বলার মতো তেমন কিছু ছিল না। স্বীকৃতি নিয়ে কেউ জানতে চাইলে তেমন কিছু বলার থাকত না। সেই অভিনেতা পরপর সেরা অভিনেতা হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বাজিমাত করেছেন। এখন সহকর্মীদের মধ্যে তিনিই আলোচনায়। এবার যেন অপেক্ষা হ্যাটট্রিকের। বলছি চিত্রনায়ক সিয়াম আহমেদের কথা। গত বছর তিনি ‘বিশ্বসুন্দরী’ এবং এ বছর ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোনীত হয়েছেন।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে সিয়াম বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে ভালো লাগছে। আমি আনন্দিত, পছন্দের গল্পে এই পুরস্কার পেয়ে। “মৃধা বনাম মৃধা” সিনেমা শুটিং থেকে আমাদের সবার ইনভলভমেন্ট অনেক বেশি ছিল। আমরা পুরো টিম চাচ্ছিলাম ভালো একটি নির্মাণ হোক সিনেমাটির। গল্পের বিভিন্ন বিষয় নিয়েও অনেক যুক্তিতর্ক হয়েছে। তারপরেই ভালো কিছু হয়েছে। বিশেষ একটি কারণে আনন্দ বেশি লাগছে, দর্শকদের জন্য কাজটি করতে চেয়েছি। সিনেমাটি দিয়ে আমি দর্শকদের সঙ্গে থাকতে চেয়েছি। সেই কাজটার রাষ্ট্রীয় সম্মান, আমার কাছে অনেক বড় প্রাপ্তি।’

সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল সিয়ামের। প্রচারণারও অনেকটা সময় দিয়েছেন। সিনেমা সিনেমা হলে দর্শক সেভাবে দেখেননি। পরে অবশ্য ওটিটিতে মুক্তি পেলে দর্শকদের কাছ থেকে সিয়াম প্রশংসা পান। সিয়াম বলেন, ‘সিনেমাটি নিয়ে হয়তো অনেক কিছু করতে পারিনি আবার অনেক কিছুই পেয়েছি। আমাদের তো অনেক সময় হাত বাঁধা থাকে। তবে সিনেমাটি মুক্তির পর আরও অনেক দর্শকের সিনেমাটি দেখা উচিত ছিল। পরে অবশ্য ওটিটিতে মুক্তি পাওয়ার সময় প্রপার অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। ওটিটিতে ৩৫ লাখের ওপর মানুষ দেখেছেন। তখন মনে হয়েছিল সিনেমাটার আরও আরও কিছু প্রুফ করা বাকি আছে। অবশেষে রাষ্ট্রীয় সম্মাননা পেলাম।’

‘মৃধা বনাম মৃধা’ পরিচালনা করেছেন রনি ভৌমিক। বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে ছবির গল্প। গল্পটি এই শহরের। প্রতিটি পরিবারের। গল্পে সিয়াম আহমেদের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। একসঙ্গে সিনেমা দেখে পর্দার বাবা–ছেলে কেঁদেছেন। এবার পুরস্কার পাওয়ার পরও পর্দার বাবার জন্য কিছুটা মন খারাপ। সিয়াম বলেন, ‘আমার কাছে মনে হয় “মৃধা বনাম মৃধা” দিয়ে আরও একজন মানুষ যদি পুরস্কার পেতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তিনি আমাদের অভিভাবক তারিক আনাম খান। এখন যেহেতু আমারটা ডিক্লিয়ারে এসেছে, আমি সিনেমার গল্পে ছেলে, বাবা হয়তো ছেলের এই প্রাপ্তিতে একইভাবে খুশি হবে। বাবা পুরস্কারটি পেলে সবচেয়ে বেশি খুশি হতাম। অবশ্যই অ্যাওয়ার্ডটা তারও।’

ছবিতে আরও দেখা যাবে নিমা রহমান, নোভা ফিরোজ, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম প্রমুখকে। গল্প ও চিত্রনাট্য করেছেন রায়হান খান। গল্পে দেখা যাবে, বাবা-ছেলের আবেগ-ভালোবাসা আর পুত্রবধূর সম্পর্কের সমীকরণ নিয়েই সিনেমাটি। আশফাক মৃধা তাঁর বাবা ও স্ত্রীকে নিয়ে থাকেন। একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা। অফিস থেকে প্রমোশন নিয়ে সুইডেনে যাওয়া নিয়ে বিপত্তি ঘটে বাবা-ছেলের। তা গড়ায় কোর্ট পর্যন্ত। এই লড়াইয়ে জিতবে কে? এমন গল্পটি ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Magazine
Magazine
3 yıl

হালুম, টুকটুকি, ইকরিদের নতুন বন্ধু জুলিয়া
***********************************************************************
‘ছন্দে ছন্দে পনেরো এল/ সবাই মিলে এগোই চলো’ নিয়ে আবারও শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম। এবার সিজন-১৫। নতুন এই মৌসুমে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু হাজির হবে নতুন সব গল্প নিয়ে আর সঙ্গে থাকবে তাদের নতুন বন্ধু জুলিয়া। জুলিয়া চরিত্রটি সিসিমপুরে বিশেষ সংযোজন। সিসিমপুরে বাংলাদেশের অটিজমসম্পন্ন শিশুদের প্রতিনিধিত্ব করবে জুলিয়া।
ইউএসএআইডি/বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নির্মিত নতুন এই সিজন আগামী ৩ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে দুরন্ত টেলিভিশনের পর্দায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবাইকে অন্তর্ভুক্তকরণ এবং নিজের প্রতি যত্নশীল হওয়া—বিষয় দুটিকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে সিসিমপুরের ১৫তম মৌসুম।

এ ছাড়া মজার মজার গল্পের মাধ্যমে প্রাক্‌-গণিত, প্রাক্‌-পঠন, অটিজম, পুষ্টিকর খাবারের গুরুত্ব, বিশ্লেষণী চিন্তাভাবনা, জেন্ডারবিষয়ক প্রচলিত সংস্কারকে জয় করা এবং ভিন্ন ভিন্ন ভাবপ্রকাশের উপায়কে সম্মান দেখানোর মতো বিষয়গুলোকে তুলে ধরা হবে। থাকবে গণিত, স্বাস্থ্য সুরক্ষা ও বিজ্ঞান নিয়ে দারুণ সব অ্যানিমেশন। আর শিশুদের নিয়ে লাইভ অ্যাকশন ফিল্ম। এ ছাড়া ‘ইকরির সাথে বর্ণ চেনা’ ও ‘টুকটুকির সাথে সংখ্যা চেনা’র প্রতিটি পর্বে ইকরি একটি করে বর্ণ ও টুকটুকি একটি করে সংখ্যা চেনাবে।

আজ সোমবার সিসিমপুরের সিজন-১৫–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত ও অনুষ্ঠানের অতিথি ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেভিস স্টিভেন্স।

রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত নতুন সিজনের উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাশ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য এ কে এম রিয়াজুল হাসান এবং সূচনা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাকী খন্দকার। আরও উপস্থিত ছিলেন এশিয়াটিকের কো-চেয়ারম্যান সারা যাকের, বিটিভির পরিচালক জগদীশ এষ, মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু, ‘ইউএসএআইডি সিসিমপুর’ প্রজেক্টের চিফ অব পার্টি মোহাম্মদ শাহ আলম প্রমুখ। সঙ্গে সিসিমপুরের বন্ধু বাহাদুর, ইকরি, শিকু, টুকটুকি, হালুম, নতুন বন্ধু জুলিয়ারা তো ছিলই।

ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় নির্মিত ‘সিসিমপুর’ ২০০৫ সাল থেকে প্রাক্‌-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’ এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সিসিমপুর অনুষ্ঠানটি সম্প্রচারে সহায়তা করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Source: প্রথম আলো

image
Beğen
Yorum Yap
Paylaş
Showing 12406 out of 19590
  • 12402
  • 12403
  • 12404
  • 12405
  • 12406
  • 12407
  • 12408
  • 12409
  • 12410
  • 12411
  • 12412
  • 12413
  • 12414
  • 12415
  • 12416
  • 12417
  • 12418
  • 12419
  • 12420
  • 12421

Teklifi Düzenle

Katman eklemek








Bir resim seçin
Seviyeni sil
Bu kademeyi silmek istediğinize emin misiniz?

yorumlar

İçeriğinizi ve gönderilerinizi satmak için birkaç paket oluşturarak başlayın. Para kazanma

Cüzdan tarafından ödeme

Ödeme uyarısı

Öğeleri satın almak üzeresiniz, devam etmek ister misiniz?

Geri ödeme istemek