কালো ছেলে । পর্ব - ০১
-------------------------------------------
এই কালু এদিকে আয়। (রিহা)
= জি আপু( কাছে আসার পর)
- এই সাগর দেখ তো একে কেমন লাগে?
= দেখতে তো কাক ফেইল রে। এই তুই কি বাংলাদেশের নাকি উগান্ডা থেকে আসছিস।বলেই সবাই হাসতে লাগল।
= আপু আর কিছু বলবেন?
== তুই যা এখান থেকে। তোকে চেয়ে দেখলেও আমার বমি আসে।
আমি সেখান থেকে চলে আসলাম ক্লাসে।
ক্লাসে বরাবর আমার সিটটা বুকিং দেওয়াই থাকে।
https://www.lovestorybangla.xy....z/2022/10/blog-post_
কালো ছেলে । পর্ব - ০৪
--------------------------------------
মামার বাসা থেকে বের হয়ে কলেজে এলাম।
এসে দেখি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপও না।
আর কলেজ দিয়ে কি হয় বলুন।লেখাপড়া নিজের কাছে।
ভালো করে পড়লে গোবরেও পদ্মফুল ফোটে।
আমি ভর্তির সব কার্যক্রম শেষ করে বাসায়
চলে এলাম।
https://www.lovestorybangla.xy....z/2022/10/blog-post_