লকডাউন শেষে স্বামী-স্ত্রী খুশি মনে ডিনার করতে বসেছে। খাওয়া শেষে স্বামী উঠে দাঁত খোঁচাতে খোঁচাতে থালা-বাসন ধুতে চলে গেল কিচেনের দিকে। স্ত্রী চিৎকার করে উঠে বললো—
স্ত্রী: মান-সম্মান আর রাখলে না।
স্বামী: কেন, কী হয়েছে?
স্ত্রী: আরে লকডাউন শেষ, আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি।