এক মিনিটে খোলা যাবে ডেলের লুনা ল্যাপটপ
***********************************************************************
গত বছরের ডিসেম্বর মাসে কনসেপ্ট লুনা ল্যাপটপের নকশা উন্মুক্ত করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। টেকসই ল্যাপটপ তৈরির অংশ হিসেবে এবার সেই নকশার ল্যাপটপে রোবটিকস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মেরামতের গতি বাড়ানোর ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ডেলের তথ্যমতে, প্রতিষ্ঠানটির ২০১৭ ল্যাটিটিউড ই৫২৭০ মডেলের ল্যাপটপে মেরামত যোগ্যতার সূচক ছিল ১০-এ ১০। তবে নতুন এ ল্যাপটপে ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ অল্প আঠা এবং সোল্ডারিংয়ের মাধ্যমে যুক্ত থাকার পাশাপাশি মাত্র চারটি স্ক্রু ব্যবহার করায় সূচকের মান আরও নিখুঁত হবে।
একটি স্ক্রু খুলেই এই নকশার ল্যাপটপের কি-বোর্ড, পর্দা, ফ্যান, ব্যাটারি, মাদারবোর্ড এবং স্পিকারগুলো মেরামত করা যাবে। ফলে সময় কম লাগবে। ল্যাপটপে ব্যবহার করা টেলিমেট্রি প্রযুক্তির বিষয়ে ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত ভিন্ন ভিন্ন ধাপে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার সমস্যা দ্রুত শনাক্তের কাজ করবে এ প্রযুক্তি।
কনসেপ্ট লুনা ল্যাপটপের বিষয়ে বিস্তারিত জানাতে রোবটের মাধ্যমে এক মিনিটে ল্যাপটপটির পুরো যন্ত্রাংশ খুলে আলাদা করে দেখিয়েছে ডেল। ভিডিওতে দেখা গেছে, ল্যাপটপের পর্দার নিচে একটি পিন প্রবেশ করালেই পুরো পর্দা মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডেলের এই ল্যাপটপ এখনো একটি ধারণামাত্র এবং তা বিক্রির জন্য নয়।
Source: প্রথম আলো
সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা
***********************************************************************
কয়েক বছর ধরেই নিত্যনতুন বিভিন্ন কৌশলে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। ব্যবহারকারীদের বোকা বানাতে এবার তারা সার্চ ইঞ্জিনে ম্যালওয়্যারযুক্ত বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন বা কম্পিউটারে সাইবার হামলা চালাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, সাইবার অপরাধীরা ম্যালওয়্যার ছড়াতে সক্ষম একাধিক ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন দিচ্ছে সার্চ ইঞ্জিনে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি এসব ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে। কিছু ওয়েবসাইট বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভনে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড চুরি করে।
সার্চ ইঞ্জিনে দেওয়া ভুয়া ওয়েবসাইটগুলোর বিজ্ঞাপনে সফটওয়্যার ডাউনলোডের লিংকও জুড়ে দেয় হ্যাকাররা। আর তাই ম্যালওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের ওয়েবসাইটের ইউআরএল যাচাইয়ের পরামর্শ দিয়েছে এফবিআই।
Source: প্রথম আলো
গুগল ফটোজে ছবির নতুন অ্যালবাম তৈরি করবেন যেভাবে
***********************************************************************
স্মার্টফোন বা কম্পিউটার থেকে সহজেই অনলাইনে ছবি বা ভিডিও সংরক্ষণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত গুগল ফটোজ ব্যবহার করেন। অনলাইনে ছবি সংরক্ষণ ও বিনিময়ের জনপ্রিয় সেবাটিতে একই অ্যালবামে বেশি ছবি জমা রাখলে পরবর্তী সময়ে খুঁজে পেতে সমস্যা হয়। তবে চাইলেই গুগল ফটোজে নতুন অ্যালবাম তৈরি করে নির্দিষ্ট অনুষ্ঠান বা দিনের ছবিগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষণ করা সম্ভব।
গুগল ফটোজে একসঙ্গে একাধিক অ্যালবাম তৈরি করা সম্ভব। ফলে ব্যবহারকারী প্রয়োজনমতো অ্যালবাম তৈরি করতে পারবেন। অ্যালবামে বার্তা লেখার সুযোগ থাকায় পরবর্তী সময়ে দ্রুত নির্দিষ্ট ছবি খুঁজে পাওয়া যায়। গুগল ফটোজে অ্যালবাম তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—
অ্যালবাম তৈরির জন্য প্রথমেই গুগল ফটোজে প্রবেশ করতে হবে। এরপর একটি ছবিতে ট্যাপ করে চাপ দিয়ে ধরে রেখে অ্যালবামের জন্য কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এরপর ওপরে থাকা প্লাস আইকনে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। পছন্দের অপশন থেকে অ্যালবাম নির্বাচন করতে হবে। এবার নাম লিখে ডান বাটনে ট্যাপ করলেই অ্যালবাম তৈরি হয়ে যাবে।
Source: প্রথম আলো
ঘরেই মেরামত করা যাবে ম্যাক কম্পিউটার
***********************************************************************
আইফোন, ল্যাপটপের পাশাপাশি এবার ম্যাক কম্পিউটারও নিজে নিজে সারানো যাবে। এ সুবিধা দিতে নিজেদের সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমের পরিধি বাড়িয়েছে অ্যাপল। এত দিন সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমের আওতায় শুধু আইফোন বা ম্যাকবুক ল্যাপটপ নিজেরা মেরামতের সুযোগ পেতেন ব্যবহারকারীরা।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। নতুন এ উদ্যোগের আওতায় আইম্যাক, ম্যাক মিনি এবং ম্যাক স্টুডিও কম্পিউটার মেরামত করা যাবে। কোনো যন্ত্র পরিবর্তন বা হালনাগাদ করা নিয়ে চিন্তা করতে হবে না ব্যবহারকারীদের। অ্যাপলের ওয়েবসাইট থেকেই প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা যাবে।
কম্পিউটার মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি বিনা মূল্যে নির্দেশিকা দেবে অ্যাপল। চাইলে প্রয়োজনীয় টুলকিটও ভাড়া নেওয়া যাবে। ফলে ইলেকট্রনিকস যন্ত্র সম্পর্কে ধারণা থাকা যেকোনো ব্যক্তি সহজেই নিজের কম্পিউটার মেরামত করে অর্থ সাশ্রয় করতে পারবেন।
অ্যাপলের তথ্যমতে, অনুমোদিত মেরামত কেন্দ্রে যে মানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়, একই মানের যন্ত্রাংশ পাওয়া যাবে সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমে। এতে যন্ত্রাংশের মান নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ব্যবহারকারীরা চাইলে পণ্য মেরামতের পর পুরোনো যন্ত্রাংশগুলো অ্যাপলের কাছে বিক্রি করতে পারবেন।
Source: প্রথম আলো
ইনস্টাগ্রাম অ্যাপেই তৈরি করা যাবে রিক্যাপ ভিডিও
***********************************************************************
ইনস্টাগ্রামে প্রতিবছরই ডিসেম্বর মাসে নিজেদের বিনিময় করা বছরের সেরা ভিডিওগুলোর রিক্যাপ তৈরি করেন ব্যবহারকারীরা। তাই রিক্যাপ ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য চুরি করে থাকে বিভিন্ন অ্যাপ। সমস্যা সমাধানে এবার অ্যাপেই রিক্যাপ ভিডিও তৈরির সুযোগ দিতে রিলস টেমপ্লেট যুক্ত করেছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নতুন এ সুবিধা কাজ লাগিয়ে সহজেই নিজেদের উল্লেখযোগ্য ভিডিওগুলোর কোলাজ তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে। ভিডিওগুলো সংগ্রহ করে বন্ধুদের পাঠানোরও সুযোগ মিলবে।
ইনস্টাগ্রামের ‘ক্রিয়েট ইয়োর ২০২২ রিক্যাপ রিল’ অপশনে রিল টেমপ্লেটটি পাওয়া যাবে। রিল টেমপ্লেটটি চালু করে ভিডিও নির্বাচন করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, চাইলেই জনপ্রিয় বিভিন্ন শিল্পীর গান বা সুরও যোগ করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।
Source: প্রথম আলো
Linkeei Official
Delete Comment
Are you sure that you want to delete this comment ?