এক মিনিটে খোলা যাবে ডেলের লুনা ল্যাপটপ
***********************************************************************
গত বছরের ডিসেম্বর মাসে কনসেপ্ট লুনা ল্যাপটপের নকশা উন্মুক্ত করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। টেকসই ল্যাপটপ তৈরির অংশ হিসেবে এবার সেই নকশার ল্যাপটপে রোবটিকস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মেরামতের গতি বাড়ানোর ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ডেলের তথ্যমতে, প্রতিষ্ঠানটির ২০১৭ ল্যাটিটিউড ই৫২৭০ মডেলের ল্যাপটপে মেরামত যোগ্যতার সূচক ছিল ১০-এ ১০। তবে নতুন এ ল্যাপটপে ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ অল্প আঠা এবং সোল্ডারিংয়ের মাধ্যমে যুক্ত থাকার পাশাপাশি মাত্র চারটি স্ক্রু ব্যবহার করায় সূচকের মান আরও নিখুঁত হবে।
একটি স্ক্রু খুলেই এই নকশার ল্যাপটপের কি-বোর্ড, পর্দা, ফ্যান, ব্যাটারি, মাদারবোর্ড এবং স্পিকারগুলো মেরামত করা যাবে। ফলে সময় কম লাগবে। ল্যাপটপে ব্যবহার করা টেলিমেট্রি প্রযুক্তির বিষয়ে ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত ভিন্ন ভিন্ন ধাপে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার সমস্যা দ্রুত শনাক্তের কাজ করবে এ প্রযুক্তি।
কনসেপ্ট লুনা ল্যাপটপের বিষয়ে বিস্তারিত জানাতে রোবটের মাধ্যমে এক মিনিটে ল্যাপটপটির পুরো যন্ত্রাংশ খুলে আলাদা করে দেখিয়েছে ডেল। ভিডিওতে দেখা গেছে, ল্যাপটপের পর্দার নিচে একটি পিন প্রবেশ করালেই পুরো পর্দা মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডেলের এই ল্যাপটপ এখনো একটি ধারণামাত্র এবং তা বিক্রির জন্য নয়।
Source: প্রথম আলো
সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা
***********************************************************************
কয়েক বছর ধরেই নিত্যনতুন বিভিন্ন কৌশলে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। ব্যবহারকারীদের বোকা বানাতে এবার তারা সার্চ ইঞ্জিনে ম্যালওয়্যারযুক্ত বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন বা কম্পিউটারে সাইবার হামলা চালাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, সাইবার অপরাধীরা ম্যালওয়্যার ছড়াতে সক্ষম একাধিক ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন দিচ্ছে সার্চ ইঞ্জিনে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি এসব ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে। কিছু ওয়েবসাইট বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভনে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড চুরি করে।
সার্চ ইঞ্জিনে দেওয়া ভুয়া ওয়েবসাইটগুলোর বিজ্ঞাপনে সফটওয়্যার ডাউনলোডের লিংকও জুড়ে দেয় হ্যাকাররা। আর তাই ম্যালওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের ওয়েবসাইটের ইউআরএল যাচাইয়ের পরামর্শ দিয়েছে এফবিআই।
Source: প্রথম আলো
গুগল ফটোজে ছবির নতুন অ্যালবাম তৈরি করবেন যেভাবে
***********************************************************************
স্মার্টফোন বা কম্পিউটার থেকে সহজেই অনলাইনে ছবি বা ভিডিও সংরক্ষণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত গুগল ফটোজ ব্যবহার করেন। অনলাইনে ছবি সংরক্ষণ ও বিনিময়ের জনপ্রিয় সেবাটিতে একই অ্যালবামে বেশি ছবি জমা রাখলে পরবর্তী সময়ে খুঁজে পেতে সমস্যা হয়। তবে চাইলেই গুগল ফটোজে নতুন অ্যালবাম তৈরি করে নির্দিষ্ট অনুষ্ঠান বা দিনের ছবিগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষণ করা সম্ভব।
গুগল ফটোজে একসঙ্গে একাধিক অ্যালবাম তৈরি করা সম্ভব। ফলে ব্যবহারকারী প্রয়োজনমতো অ্যালবাম তৈরি করতে পারবেন। অ্যালবামে বার্তা লেখার সুযোগ থাকায় পরবর্তী সময়ে দ্রুত নির্দিষ্ট ছবি খুঁজে পাওয়া যায়। গুগল ফটোজে অ্যালবাম তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—
অ্যালবাম তৈরির জন্য প্রথমেই গুগল ফটোজে প্রবেশ করতে হবে। এরপর একটি ছবিতে ট্যাপ করে চাপ দিয়ে ধরে রেখে অ্যালবামের জন্য কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এরপর ওপরে থাকা প্লাস আইকনে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। পছন্দের অপশন থেকে অ্যালবাম নির্বাচন করতে হবে। এবার নাম লিখে ডান বাটনে ট্যাপ করলেই অ্যালবাম তৈরি হয়ে যাবে।
Source: প্রথম আলো
ঘরেই মেরামত করা যাবে ম্যাক কম্পিউটার
***********************************************************************
আইফোন, ল্যাপটপের পাশাপাশি এবার ম্যাক কম্পিউটারও নিজে নিজে সারানো যাবে। এ সুবিধা দিতে নিজেদের সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমের পরিধি বাড়িয়েছে অ্যাপল। এত দিন সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমের আওতায় শুধু আইফোন বা ম্যাকবুক ল্যাপটপ নিজেরা মেরামতের সুযোগ পেতেন ব্যবহারকারীরা।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। নতুন এ উদ্যোগের আওতায় আইম্যাক, ম্যাক মিনি এবং ম্যাক স্টুডিও কম্পিউটার মেরামত করা যাবে। কোনো যন্ত্র পরিবর্তন বা হালনাগাদ করা নিয়ে চিন্তা করতে হবে না ব্যবহারকারীদের। অ্যাপলের ওয়েবসাইট থেকেই প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা যাবে।
কম্পিউটার মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি বিনা মূল্যে নির্দেশিকা দেবে অ্যাপল। চাইলে প্রয়োজনীয় টুলকিটও ভাড়া নেওয়া যাবে। ফলে ইলেকট্রনিকস যন্ত্র সম্পর্কে ধারণা থাকা যেকোনো ব্যক্তি সহজেই নিজের কম্পিউটার মেরামত করে অর্থ সাশ্রয় করতে পারবেন।
অ্যাপলের তথ্যমতে, অনুমোদিত মেরামত কেন্দ্রে যে মানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়, একই মানের যন্ত্রাংশ পাওয়া যাবে সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমে। এতে যন্ত্রাংশের মান নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ব্যবহারকারীরা চাইলে পণ্য মেরামতের পর পুরোনো যন্ত্রাংশগুলো অ্যাপলের কাছে বিক্রি করতে পারবেন।
Source: প্রথম আলো
ইনস্টাগ্রাম অ্যাপেই তৈরি করা যাবে রিক্যাপ ভিডিও
***********************************************************************
ইনস্টাগ্রামে প্রতিবছরই ডিসেম্বর মাসে নিজেদের বিনিময় করা বছরের সেরা ভিডিওগুলোর রিক্যাপ তৈরি করেন ব্যবহারকারীরা। তাই রিক্যাপ ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য চুরি করে থাকে বিভিন্ন অ্যাপ। সমস্যা সমাধানে এবার অ্যাপেই রিক্যাপ ভিডিও তৈরির সুযোগ দিতে রিলস টেমপ্লেট যুক্ত করেছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নতুন এ সুবিধা কাজ লাগিয়ে সহজেই নিজেদের উল্লেখযোগ্য ভিডিওগুলোর কোলাজ তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে। ভিডিওগুলো সংগ্রহ করে বন্ধুদের পাঠানোরও সুযোগ মিলবে।
ইনস্টাগ্রামের ‘ক্রিয়েট ইয়োর ২০২২ রিক্যাপ রিল’ অপশনে রিল টেমপ্লেটটি পাওয়া যাবে। রিল টেমপ্লেটটি চালু করে ভিডিও নির্বাচন করে দিলেই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, চাইলেই জনপ্রিয় বিভিন্ন শিল্পীর গান বা সুরও যোগ করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।
Source: প্রথম আলো
চার মাস পর জানা গেল সেই অভিনেত্রীর মৃত্যুর কারণ
***********************************************************************
দক্ষিণ আফ্রিকার মডেল-অভিনেত্রী শার্লবি ডিন অল্প বয়সেই খ্যাতি পেয়েছিলেন। ২০১৮ সালে অভিনয় করেন সুপারহিরো সিরিজ ‘ব্ল্যাক লাইটনিং’-এ। তবে চলতি বছর ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’-এ অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন। রুবেন অস্টলান্ডের ছবিটি কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জেতে। সাফল্য বেশি দিন উপভোগ করতে পারেননি শার্লবি। গত ২৯ আগস্ট মারা যান অভিনেত্রী। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন ভক্তরা। মাত্র ৩২ বছর বয়সেই অভিনেত্রীর মৃত্যু ঘিরে নানা জল্পনাকল্পনা হয়েছে। কারণ, তখন তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি। অবশেষে প্রায় চার মাস পর জানা গেল শার্লবির মৃত্যুর কারণ।
শার্লবি ডিনের মৃত্যুর পর সংবাদমাধ্যমকে জানানো হয়, হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। কিন্তু কী ধরনের অসুস্থতা তা প্রকাশ করা হয়নি। প্রায় চার মাস পর নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেল তাঁর মৃত্যুর প্রকৃত কারণ। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে জানিয়েছে, ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই মৃত্যু হয়েছে শার্লবির।
ইউএস টুডেকে নিউইয়র্ক সিটি অফিসের প্রধান মেডিকেল পরীক্ষক জানিয়েছেন, ক্যাপনোসাইটোফেজা নামের ব্যাকটেরিয়ার সংক্রমণেই মৃত্যু হয়েছে ওই মডেল-অভিনেত্রীর।
ওই কর্মকর্তা আরও জানান, পোষা কুকুর বা বিড়ালের মাধ্যমেই ওই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। সাধারণ কুকুর বা বিড়ালের কামড় বা কাছাকাছি অবস্থানের কারণে মানুষের শরীরে ব্যাকটেরিয়াটি প্রবেশ করে।
শার্লবি ডিন ২০০৮ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। সেই দুর্ঘটনায় তাঁর শরীরের কয়েকটি অঙ্গ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর প্লীহা অপসারণ করা হয়। ফলে তাঁর রোগপ্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে, শরীর হয়ে পড়ে সংক্রমণপ্রবণ। মনে করা হচ্ছে, এ কারণে সহজেই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় শার্লবির।
১৯৯০ সালের ৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের জন্ম হয় শার্লবি ডিনের। এরপর বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের কল্যাণে পরিচিতি পান। সমালোচকেরা স্বর্ণপাম জয়ের পর ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’-এর প্রধান চরিত্রে অভিনয় শার্লবির ক্যারিয়ার অন্য উচ্চতায় নিয়ে যাবে।
অভিনেত্রী নিজে স্বর্ণপাম জয়ের পর দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর এখনো বিশ্বাস হচ্ছে না তাঁর সিনেমা এত বড় পুরস্কার জিতেছে। এ-ও বলেছিলেন, স্বর্ণপাম জয় তাঁর অভিনয়ের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। ইচ্ছা প্রকাশ করেছিলেন, আরও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের। কিন্তু সে স্বপ্ন সত্যি হওয়ার আগেই চলে গেছেন তিনি।
Source: প্রথম আলো
সেই বাসচালকের সহকারী ভাবনার গল্প নিয়ে এবার নাটক
***********************************************************************
২০২১ সালের ১৭ ডিসেম্বর ‘বাসের হেলপারি করি, খারাপ কাজ তো করি না’ শিরোনামে একটি লেখা প্রথম আলোর রাজধানী পাতায় ছাপা হয়েছিল। বেসরকারি একটি বাসের চালকের সহকারী ভাবনা আক্তারকে নিয়ে ছিল লেখাটি। সেই লেখা থেকে উজ্জীবিত হয়ে একটি নাটক তৈরি হচ্ছে। নাটকের নাম রাখা হয়েছে ‘জীবন যেখানে যেমন’। নাটকটির পরিচালক আলোক হাসান জানিয়েছেন, পত্রিকার ওই লেখায় ভাবনা চরিত্রটিতে অনুপ্রাণিত হয়ে নাটকটি তৈরি হচ্ছে। শুক্রবার ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। ভাবনা আক্তারের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সাফা কবির।
পত্রিকার পাতার গল্প পর্দায় তুলে আনার ব্যাপারে নাটকটির পরিচালক বলেন, ‘কাজটি বর্তমান প্রাসঙ্গিক। বেসরকারির পাশাপাশি এখন তো সরকারের বিআরটিসি বাসে নারী সহকারীর ব্যবস্থা আছে। পুরুষের পাশাপাশি নারীরাও স্বাধীনভাবে এই পেশায় কাজ করতে পারেন। এটিও নারীদের জন্য একটা বড় কর্মক্ষেত্র হতে পারে। নাটকে বিষয়টি তুলে আনতে পারলে অনেকেই দেখার সুযোগ পাবেন। এই কাজে মেয়েদের অনেকে উৎসাহিত হবেন।’
পত্রিকায় লেখা ভাবনা আক্তারের চরিত্রে নাটকে পারুল নামে অভিনয় করছেন সাফা কবির। এ ধরনের চরিত্রে অভিনয় তাঁর প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, ‘পরিচালক যখন আমাকে পত্রিকার পাতার গল্পটি শোনান, তখনই মনে হয়েছে এটি ভিন্ন রকমের একটা কাজ হতে পারে। এরপর পত্রিকার লেখাটি পড়ি। পরে চিত্রনাট্যটি পড়ে খুব ভালো লাগল। মনে হলো, সমাজে একটা বার্তা যেতে পারে এই চরিত্রে কাজের মধ্য দিয়ে।’
তিনি আরও বলেন, ‘আমরা শিল্পীরা যারা নাটকে অভিনয় করি, তারা কেবল শুধুই নাটক করার জন্য করি না। চরিত্রগুলো সমাজের কথা বলে। এই ভাবনা চরিত্ররূপী যে পারুল চরিত্রটি আমি করছি, এই চরিত্রটি নাটকের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছাবে।’
সাফা জানান, নাটকটির চিত্রনাট্য তৈরির সময় গবেষণা করতে গিয়ে দেখেছেন, এই পেশায় মেয়েরা আগ্রহী হয়ে কাজ করতে আবেদন করছেন। বর্তমান মন্ত্রণালয়ে প্রায় ৩০০ মেয়ের আবেদন জমা পড়েছে। প্রথম আলোর প্রতিবেদককে চালকের সেই সহকারী ভাবনা বলেছিলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছেন ভাবনা। এর আগে তিনি একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তিনি জানান, মার্কেটে দোকানের কাজ তুলনামূলক সহজ ছিল, কিন্তু সময় দিতে হতো অনেক বেশি। মার্কেট বন্ধ হলে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হতো। এর ফলে সংসারের কাজ করতে পারতেন না। আর এখন কাজটা কঠিন, কষ্টের, তবে সম্মান আছে। সময়ও পাওয়া যায় অনেক। শুক্র ও শনিবার দুই দিন ছুটির পাশাপাশি সরকারি বিভিন্ন দিবসের ছুটিও পাওয়া যায়। সকালে ডিউটি থাকলে বেলা দুইটার মধ্যে আর বিকেলে ডিউটি থাকলে রাত আটটার মধ্যে বাড়ি ফিরতে পারেন। অসুস্থতা বা অন্য কোনো কারণে কাজে অনুপস্থিত থাকলেও বেতন কাটার ভয় নেই।’
নাটকটি লিখেছেন শফিকুর রহমান। এতে আরও অভিনয় করছেন মনোজ প্রামাণিক, শম্পা নিজাম, আমানুল হক। নাটকের শুটিং হয়েছে রাজধানীর কড়াইল বস্তিতে, শাপলা চত্বর, কুড়িল ফ্লাইওভার ও আবদুল্লাহপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে। এটি চ্যানেল আইয়ে প্রচার হওয়ার সম্ভাবনা আছে।
Source: প্রথম আলো
যে কারণে ভূমির পোশাক নিয়ে এত আলোচনা
***********************************************************************
২১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২২। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাবিনা ট্যান্ডন ছাড়াও অনেক বড় তারকা। তবে পোশাকের কারণে ব্যাপকভাবে আলোচিত হন ভূমি পেডনেকর। কিন্তু কেন? চলুন, ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক।
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে সিরিজ ‘রকেট বয়েজ’। সেরা সিরিজ, সেরা পরিচালকসহ জিতেছে আট পুরস্কার। এদিন হাজির ছিলেন সিরিজের প্রধান অভিনেতা জিম সার্ব। তিনি জিতেছেন সেরা অভিনেতার পুরস্কারও।
Source: প্রথম আলো