হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এর উপদেশ
হযরত ওহাব ইবনে মুনাব্বিহ রহ. বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এর চোখের দৃষ্টি চলে যাওয়ার পরে আমি তাকে মসজিদে হারামে নিয়ে গেলাম।
সেখানে পৌঁছে দেখলাম এক মজলিস থেকে কিছু ঝগড়া-ঝাটির শব্দ আসতেছে। তিনি বললেন ঐ মজলিসে তুমি আমাকে নিয়ে যাও। আমি তাকে সেখানে নিয়ে গেলাম।
সেখানে গিয়ে তিনি তাদেরকে সালাম দিলেন। তারা হযরতকে বসার জন্য বললেন, কিন্তুু তিনি বসলেন না এবং বললেন তোমরা কি জান না আল্লাহর খাস বান্দাদের জামাত ঐ ব্যক্তিগন যাদেরকে তাঁর ভয় চুপ করে রাখে, সে কোন অপারগ-অক্ষম ব্যক্তি নয়, বোবা নয় বরং বলতে জানে এবং সব কিছু বুঝে। তাঁর অন্তর আল্লাহর ভয়ে সবসময় ভাঙ্গা থাকে এবং তাঁর মুখ বন্ধ থাকে এবং যখন ঐ অবস্থায় তাঁর শক্তি চলে আসে, তো তার কারণে নেক কাজে সে তাড়াতাড়ি করে, তোমরা এমন ব্যক্তি থেকে কোথায় চলে গেছো।
Read Full : http://www.theislamiccommunica....tion.xyz/2022/10/haz