How should Independent Filmmakers create an Exceptional Short Film using just a Smartphone | #entertainment
Funds Recovery Services | Paybackeasy.com
Keep your hard-earned money in your possession! With our dependable cash recovery services, Paybackeasy.com is ready to assist you recover your dollars swiftly and effectively. Recover your funds right away!
https://paybackeasy.com/services.html
Bolso Hermes | Superlativewatches.es
Descubra la última colección de bolsos Hermes en Superlativewatches.es y añada un toque de lujo a su vestuario. Con la más alta calidad artesanal y exquisitos diseños, encuentre el bolso perfecto para usted.
https://www.superlativewatches.es/bolsos-hermes/
১৭ টাকা পাওনা নিয়ে বিতণ্ডার জেরে যুবক খুন
***********************************************************************
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে বিতণ্ডার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদুল হক (৩৩)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদুল হক ছদাহা ইউনিয়নের আজিমপুরের দেওয়ান আলী সিকদারপাড়া এলাকার বদিউল আলমের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন এবং পশুখাদ্য তৈরির একটি কারখানায়ও শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর ছয় বছরের একটি মেয়ে রয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সকালে ছদাহার আজিমপুর এলাকায় ফেরদৌস নামের এক ব্যক্তির চায়ের দোকানে চা-নাশতা খান মোহাম্মদুল। দোকানিকে চা-নাশতার ১৭ টাকা পরে দেবেন বলে জানান তিনি। এ সময় দোকানির ছেলে রায়হান টাকা বাকি রাখা যাবে না বলে মোহাম্মদুলকে জানালে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
পরে আজ বেলা দুইটার দিকে মিঠার দোকান এলাকায় আগের দিনের ঘটনার জেরে দোকানির ছেলে রায়হান ও তাঁর বন্ধুদের সঙ্গে মোহাম্মদুল হক ও তাঁর ভাই জিয়াবুলের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে রায়হানের সঙ্গে থাকা তরুণেরা মোহাম্মদুল হককে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় মোহাম্মদুল হককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদুলকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদুল হকের বাবা বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেটি মাত্র ১৭ টাকা বাকিতে চা-নাশতা খেয়েছিল। বিকেলে গিয়ে ওই টাকা পরিশোধও করেছে। তারপরও চায়ের দোকানির ছেলে ও তার বন্ধুরা আমার ছেলেটিকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তারা আমার আরেক ছেলে জিয়াবুলকে মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যারা আমার ছেলেকে মেরে ফেলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা যায়নি। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার প্রথম আলোকে বলেন, মাত্র ১৭ টাকা পাওনা নিয়ে গতকাল সোমবার বিকেলে চায়ের দোকানির ছেলের সঙ্গে নিহত যুবক মোহাম্মদুল হকের হাতাহাতি হয়েছিল। এর জের ধরে আজ মঙ্গলবার দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদুল হক নিহত হয়েছেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। এরপরও ঘটনার সঙ্গে জড়িত তরুণদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
source : প্রথম আলো।
গোপনে স্ক্রিনশট নেবে এআই, নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে মাইক্রোসফট
***********************************************************************
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নানা ধরনের টুল নিজেদের দক্ষতা বাড়াতে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে। সম্প্রতি মাইক্রোসফট ‘কোপাইলট প্লাস পিসি’ নামের এআই প্রযুক্তিসুবিধার নতুন ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে। ল্যাপটপগুলোতে মাইক্রোসফটের তৈরি এআই চ্যাটবট ‘কোপাইলট প্লাস’ যুক্ত থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করা যাবে। তবে ল্যাপটপগুলোতে ‘রিকল’ নামের আরও একটি সুবিধা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই ল্যাপটপের পর্দায় থাকা সব ছবির স্ক্রিনশট নেবে এআই। আর তাই রিকল সুবিধা নিয়ে এরই মধ্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে প্রযুক্তিবিশ্বে।
প্রযুক্তি বিশ্লেষকদের অনেকে রিকল সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তা নষ্ট হবে বলে ধারণা করছেন। প্রযুক্তি বিশ্লেষকদের সমালোচনার মুখে যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয় আইসিও রিকল সুবিধার নিরাপত্তাব্যবস্থা জানতে তথ্য সংগ্রহ শুরু করেছে। তবে মাইক্রোসফট জানিয়েছে, রিকল সুবিধা চাইলে বন্ধও রাখতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, রিকলের সংগ্রহ করা স্ক্রিনশট শুধু ব্যবহারকারীর কম্পিউটারে সংরক্ষণ করা হয়। মাইক্রোসফট বা অন্য কোনো প্রতিষ্ঠান সেগুলো ব্যবহার করতে না পারায় ব্যবহারকারীদের গোপনীয়তা নষ্ট হবে না।
রিকল সুবিধার বিষয়ে আইসিওর একজন মুখপাত্র বলেন, ‘নতুন পণ্য বাজারে আনার আগে বিভিন্ন প্রতিষ্ঠানকে অবশ্যই ব্যবহারকারীদের অধিকার ও স্বাধীনতার ঝুঁকি কঠোরভাবে মূল্যায়ন করে পদক্ষেপ নিতে হবে। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে অনুসন্ধান করছি। রিকল ফাইল, ফটো, ই–মেইল ও ব্রাউজিং ইতিহাসসহ ব্যবহারকারীদের অতীত কার্যকলাপ সংরক্ষণ করতে পারে। রিকল কয়েক সেকেন্ড পরপর স্ক্রিনশট নেয়। ফলে এর মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তা নষ্ট হতে পারে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গোপনীয়তা–বিষয়ক পরামর্শক ক্রিস শ্রীশাক জানিয়েছেন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের সময় স্ক্রিনশট নেওয়ার বিষয়টি মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। মাইক্রোসফট বলেছে, তারা রিকল সুবিধায় গোপনীয়তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তবে নতুন এ সুবিধার কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড মাইক্রোসফটের কাছে চলে যাবে কি না, তা নিয়ে আলোচনা হচ্ছে।
সূত্র: বিবিসি
source : প্রথম আলো।
Vender Richard Mille | Superlativewatches.es
Descubra lo último en relojes de lujo con Superlativewatches.es. Compre la exclusiva colección de relojes Richard Mille y disfrute de la máxima calidad, artesanía y diseño.
https://www.superlativewatches.....es/vender-reloj/ven
Rolex Batman | Superlativewatches.es
Descubra el icónico Rolex Batman de Superlativewatches.es - la combinación perfecta de estilo y funcionalidad que elevará su look y le hará destacar entre la multitud.
https://www.superlativewatches.....es/comprar-reloj-de