আপনি যখন চোখ বন্ধ করে স্বপ্ন দেখেন, তখনও আপনার মস্তিষ্ক বাস্তব অনুভূতির মতোই সক্রিয় থাকে!
স্বপ্ন দেখা কি শুধুই ঘুমের সময়কার কল্পনা? না, বিষয়টা তার চেয়েও গভীর ও রহস্যময়!
গবেষণায় দেখা গেছে, যখন আমরা REM (Rapid Eye Movement) ঘুমে থাকি, তখন আমাদের মস্তিষ্ক ঠিক একইভাবে কাজ করে, যেভাবে জেগে থাকা অবস্থায় করে। এমনকি, আপনি যদি স্বপ্নে দৌড়াচ্ছেন — আপনার মস্তিষ্কের সেই অংশ একটিভ থাকে, যেটা আপনি সত্যিই দৌড়ানোর সময় ব্যবহার করেন!
স্বপ্ন: বাস্তবের মতো অনুভূতি কেন হয়?
• মস্তিষ্ক আমাদের পাঁচটি ইন্দ্রিয় (দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ, স্বাদ) থেকে পাওয়া ডেটার মতোই তথ্য তৈরি করে।
• তাই অনেক সময় মনে হয় স্বপ্নটা ছিল একেবারে বাস্তবের মতো — আপনি শুনছেন, দেখছেন, অনুভব করছেন।
স্বপ্ন হলো এক ধরণের ‘লাইভ ব্রডকাস্ট’
আমাদের মস্তিষ্ক কোনো রেকর্ডিং চালায় না — বরং ঘুমের সময় বাস্তব সময়েই নতুন ‘সিন’ তৈরি করে চলে। এজন্য এটাকে বলা হয়: “Dreaming is a real-time brain process.”
আরও চমকপ্রদ তথ্য:
• স্বপ্নে সময়ের বোধ অনেকটা বাস্তবের মতোই হয়। আপনি যদি স্বপ্নে ৫ মিনিট হাঁটেন, বাস্তবেও সেই সময় ৫ মিনিটের কাছাকাছি হতে পারে।
• কিছু মানুষ lucid dreaming করতে পারে — মানে তারা স্বপ্ন দেখার সময় বুঝতে পারে যে তারা স্বপ্ন দেখছে, এমনকি স্বপ্নকে নিয়ন্ত্রণও করতে পারে!
মস্তিষ্কের রহস্য ও স্বপ্নের জগৎ এতটাই বিস্ময়কর, যে বিজ্ঞান এখনও সবকিছু ব্যাখ্যা করতে পারেনি!
তাই, আপনি যখন ঘুমিয়ে থাকেন, আপনার মস্তিষ্ক তখনও এক বিশাল জগতে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।
আপনি কি কখনও এমন স্বপ্ন দেখেছেন, যেটা একদম বাস্তব মনে হয়েছিল?
আপনি যখন চোখ বন্ধ করে স্বপ্ন দেখেন, তখনও আপনার মস্তিষ্ক বাস্তব অনুভূতির মতোই সক্রিয় থাকে!
স্বপ্ন দেখা কি শুধুই ঘুমের সময়কার কল্পনা? না, বিষয়টা তার চেয়েও গভীর ও রহস্যময়!
গবেষণায় দেখা গেছে, যখন আমরা REM (Rapid Eye Movement) ঘুমে থাকি, তখন আমাদের মস্তিষ্ক ঠিক একইভাবে কাজ করে, যেভাবে জেগে থাকা অবস্থায় করে। এমনকি, আপনি যদি স্বপ্নে দৌড়াচ্ছেন — আপনার মস্তিষ্কের সেই অংশ একটিভ থাকে, যেটা আপনি সত্যিই দৌড়ানোর সময় ব্যবহার করেন!
স্বপ্ন: বাস্তবের মতো অনুভূতি কেন হয়?
• মস্তিষ্ক আমাদের পাঁচটি ইন্দ্রিয় (দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ, স্বাদ) থেকে পাওয়া ডেটার মতোই তথ্য তৈরি করে।
• তাই অনেক সময় মনে হয় স্বপ্নটা ছিল একেবারে বাস্তবের মতো — আপনি শুনছেন, দেখছেন, অনুভব করছেন।
স্বপ্ন হলো এক ধরণের ‘লাইভ ব্রডকাস্ট’
আমাদের মস্তিষ্ক কোনো রেকর্ডিং চালায় না — বরং ঘুমের সময় বাস্তব সময়েই নতুন ‘সিন’ তৈরি করে চলে। এজন্য এটাকে বলা হয়: “Dreaming is a real-time brain process.”
আরও চমকপ্রদ তথ্য:
• স্বপ্নে সময়ের বোধ অনেকটা বাস্তবের মতোই হয়। আপনি যদি স্বপ্নে ৫ মিনিট হাঁটেন, বাস্তবেও সেই সময় ৫ মিনিটের কাছাকাছি হতে পারে।
• কিছু মানুষ lucid dreaming করতে পারে — মানে তারা স্বপ্ন দেখার সময় বুঝতে পারে যে তারা স্বপ্ন দেখছে, এমনকি স্বপ্নকে নিয়ন্ত্রণও করতে পারে!
মস্তিষ্কের রহস্য ও স্বপ্নের জগৎ এতটাই বিস্ময়কর, যে বিজ্ঞান এখনও সবকিছু ব্যাখ্যা করতে পারেনি!
তাই, আপনি যখন ঘুমিয়ে থাকেন, আপনার মস্তিষ্ক তখনও এক বিশাল জগতে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।
আপনি কি কখনও এমন স্বপ্ন দেখেছেন, যেটা একদম বাস্তব মনে হয়েছিল?
যখন তিমিরা ঘুমাতে চায়, তখন তারা গভীরভাবে শ্বাস নিয়ে প্রায় ১৫ মিটার পানির নিচে ডুব দেয় এবং একদম সোজা অবস্থানে দাঁড়িয়ে ঘুমায়।
তারা একসাথে ৫ বা ৬টি তিমি দলবদ্ধভাবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট শান্তভাবে ঘুমায়—সম্ভবত নিরাপত্তার জন্যই একসাথে থাকে। আগে কেউ জানত না যে তিমিরা এমনভাবে সোজা হয়ে ঘুমায়, ২০২০ সালের একটি গবেষণায় প্রথম এই আচরণ দেখা যায়। আর ২০২৩ সালে প্রথমবারের মতো প্রকৃতিতে এমন দৃশ্যের দুর্দান্ত ছবি তোলা হয়।
ফ্রান্সের ফটোগ্রাফার Stephane Granzotto যখন ভূমধ্যসাগরে তিমি নিয়ে তার বইয়ের জন্য কাজ করছিলেন, তখন তিনি হঠাৎ করেই এই ঘুমন্ত তিমিগুলোর দৃশ্য দেখতে পান।