শত উক্তিতে বঙ্গবন্ধু শিরোনামে ভিডিওসহ প্রামাণ্য চিত্র নির্মানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সুপারিশ
ঢাকা, ১ নভেম্বর, ২০২১ (বাসস) : আমার দেখা নয়া চীন গ্রন্থের উপর ১৫ পর্বের প্রামাণ্য চিত্রসহ শত উক্তিতে বঙ্গবন্ধু শিরোনামে ভিডিও চিত্র নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
আজ কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, অপরাজিতা হক, শবনম জাহান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।
সভায় ২০২১-২০২২ অর্থ বছরে সংসদ বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রপাতি ক্রয় এবং নতুন অনুষ্ঠান নির্মান ও পরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে ব্যবহারের লক্ষ্যে ৩টি ক্যামেরা ও বাইরে ব্যবহারের জন্য ১টি ক্যামেরা এবং ২টি এডিট প্যানেল ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সুপারিশ করা হয়।
শুরুতে কমিটির পক্ষ থেকে কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (বিএন্ডআইটি) উইংয়ের মহাপরিচালক, সংসদ সচিবালয় এবং বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।