প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে, তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাবার অনেক দিন পর।সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে-
“যারে হাত দিয়ে মালা দিতে পার নাই, কেন মনে রাখ তারে্।।
ভুলে যাও তারে ভুলে যাও একেবারে্।।”
কিন্তু নজরুল কি সত্যিই ভুলতে পেরেছিলেন নার্গিসকে? পনেরো বছর পর একটি আবেগময় চিঠি লিখেন নার্গিসের কাছে, যা হৃদয় ছুঁয়ে যায়, যে চিঠিখানা বিশ্বের সেরা ভালবাসার তথা প্রেমপত্রের একটি। নজরুল নার্গিসকে কতটুকু ভালবাসতেন! সেটা এই চিঠিতেই সেই ভালবাসার রূপ শাশ্বত হয়ে ফুটে উঠেছে।একজন মানুষ কি তার প্রিয়তমাকে এর চেয়ে বেশি ভালবাসতে পারেন! নজরুল দৌলতপুরে বসেই ১৬০টি গান এবং ১২০টি কবিতা রচনা করেন।
Read more https://www.anuperona.com/immo....rtal-love-letter-wri
গোল্ডেন মিল্ক সহজে কিভাবে তৈরি করবেন? এত কম টাকায় কিভাবে সম্ভব!!!
বহুল পরীক্ষিত সেক্স হরমোন তৈরিতে শক্তিশালি ভূমিকা রাখে!!
কিভাবে বানাবেন?
১.প্রথমে ১গ্লাস দুধ চুলায় দিয়ে ফুটিয়ে নিবেন।
২.ফুটতে থাকা অবস্থায় ১টা এলাচ এবং দারচিনি দিবেন।
৩.দু-তিন চামচ মধু যুক্ত করবেন, দুধ চুলায় থাকতেই।
৪.দুইটা বা তিনটা ডিম ভেঙে,চামচ দিয়ে একটু মিক্সড করে নিবেন।
৫.এরপর আস্তে আস্তে চামচের সাহায্যে গরম দুধে দিয়ে দিবেন। কিংবা একটা বোতলের মুখ সামান্য ছিদ্র করে ডিমটা ভিডিওর মতো করে ডিম দুধের মিশ্রণ ঘটাতে পারেন।
৬.সবশেষে সামর্থ্য থাকলে বাদামগুলো যোগ করতে পারেন।
৭.ডায়াবেটিস এর পেশেন্ট হলে মধু এড়িয়ে যাবেন।
৮.এটা সীমিত টাকার মধ্যে খেতে পারবেন এবং আমি শুধু বড়লোকদের ডাক্তার নই। সকলের জন্যই কিছু করার চেষ্টা করি।
৯.নারী পুরুষ উভয়ই খেতে পারবেন।
১০.সপ্তাহে ২-৩দিন খেতে পারবেন।
১১.সববয়সী মানুষ খেতে পারবেন।Copied
এক চালক এক গরুরগাড়িতে কিছু মাল বোঝায় করে গ্রাম হতে রেলস্টেশনে যাচ্ছিল। গরুরগাড়ির এই গরুদুটি অতি কষ্টে সেই বোঝা নিয়ে যাচ্ছিল। তারা নিরবে পথ অতিবাহিত করছিল। কিন্তু গরুরগাড়ির চাকাগুলো ভীষন ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছিল।
Read more https://www.anuperona.com/driv....er-and-wheel/?swcfpc
দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিএফটিআই কোর্স চালু করবে
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২১ (বাসস) : দেশে যুগোপযোগি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার উপর একাডেমিক কোর্স চালু করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় প্রতিষ্ঠান দু’টি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও মাস্টার্স প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম এবং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো শিক্ষামূলক কোর্সসমূহ যৌথভাবে পরিচালনা করবে। বিএফটিআইয়ের পক্ষে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্ষ প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন তামারা হাসান আবেদ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশে দক্ষ জনশক্তির অভাব থাকায় বিদেশ থেকে জনশক্তি এনে চাহিদা পূরণ করতে হচ্ছে। এতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তবে দক্ষ জনশক্তি তৈরিতে বিএফটিআইয়ের উদ্যোগ আশার আলো দেখাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেয়া হচ্ছে । তিনি ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বাণিজ্যে দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।
বাণিজ্যমন্ত্রী বিএফটিআই এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বিএফটিআইকে বাণিজ্য মন্ত্রণালয়ের সেন্টার অফ এক্সিলেন্স অন ট্রেড অ্যান্ড কমার্স এবং একটি থিঙ্ক-ট্যাঙ্ক হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায় প্রস্তাবিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বাণিজ্য পেশাজীবীদের আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার ব্যবহারিক দিকগুলোতে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএফটিআইয়ের ত্রৈমাসিক নিউজলেটারের (ট্রেড ফর চেঞ্জ) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব। দলবল নিয়ে যাব- হৈচৈ করা যাবে। আমার বাচ্চারা কখনও গ্রাম দেখেনি- তারা খুশি হবে। পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে তাও স্বচক্ষে দেখবে।
আমার বেশির ভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম।
Read more https://www.anuperona.com/shad....ow-companion-humayun
সালমান শাহের মৃত্যু : চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২১ (বাসস) : চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত।
পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যাকান্ডর শিকার হননি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন।’
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে পিআইবির দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করা হয়। এদিন চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দেন সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ। একইসঙ্গে সালমান শাহের মা নীলা চৌধুরীর ভার্চুয়ালি জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। আদালত মামলার বাদি উপস্থিত না থাকায় আবেদনটি খারিজ করে দেন।
সালমান শাহেন মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে ৬শ’ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। এরআগের দিন ২৪ ফেব্রুয়ারি আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যাকান্ডর শিকার হননি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেন।’
পিবিআই প্রধান বলেন, তদন্তকালে ঘটনার সময় উপস্থিত ও ঘটনায় সংশ্লিষ্ট ৪৪ জনের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করা হয়। ১০ জনের সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি ঘটনার সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়। এসব বিষয় পর্যালোচনায় দেখা যাচ্ছে, চিত্রনায়ক সালমান শাহ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে সালমান শাহের আত্মহত্যার পাঁচটি কারণ উল্লেখ করা হয়। সেগুলো হলো- চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা। চলচ্চিত্রে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে থাকাকালে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। ওই ঘটনায় তখন অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী (প্রয়াত)।
‘ছেলেকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে ১৯৯৭ সালের ২৪ জুলাইয়ে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকান্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত।
Tajendra Tripura
Delete Comment
Are you sure that you want to delete this comment ?