আমি কোনো বাহানা না করে যদি বলি, তোমার হাতটা ধরার অধিকার আমায় দেবে?
আমি আঙুলের ভাজে আঙুল রেখে, তোমার পাশে থাকবো।
.🥀🖤
তুমি কি তখন কৈফিয়ত চাইবে!
আমি কেন ভালোবাসতে চাই,
কেন আমি তোমার কাছাকাছি থাকতে চাই'!🖤🥀
.
নাকি ভালোবাসার নিয়ম ভঙ্গ করে বলবে,
হাতটা ধরে রাখতে পারবে সারাজীবন!🌸
.
এই যে আমি এত জেদী,বদমেজাজি, কথায় কথায় তোমায় জড়িয়ে ধরে কেঁদে দিবো।
লোক সম্মুখে হাত ধরার বায়না করবো এসব মানতে পারবে!
অভিমান করবে না তো তখন'!🖤🥀
.
তুমি হেসে বললে, সব মানুষ বদলে যায় না। কেউ কেউ চায় তার একজন নিজের মানুষ থাকুক।
আমিও চাই তোমার খোলা চুলগুলো আমার কপালে লাগুক। আমি চাই তোমার চোখের কাজল আমার পাঞ্জাবি ভিজুক।
.🥀
একটু যদি মেনে না নেয়। তবে তোমায় ভালোবেসে চাওয়াটা যে আমার পাপ হবে।
তোমাকে নিজের কাছে রাখতে, আমি না হয়, শান্ত, নরম, সরল প্রমিক হলাম।
ক্ষতি কি বলো!🥀🖤
প্রেমের জন্য ক্রীতদাস হলেও আমার আফসোস হবে না।
বরং ভালোই লাগবে, ভালোবেসে মানুষ কত কি করে।🖤🥀
আচ্ছা বিয়ের নিয়মটা যদি এমন হতো.!'💙
ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে.!'🥰
বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসায় এই থাকবে। আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে.!'🧡
সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে কিন্তু কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সোয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন.!'🥰
দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাঁচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলো মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে.!'💚
তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি- অথবা ব্যবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসায় তার বউকে নিয়ে আসবে.!'💝
এতে করে বাঁচবে সমাজ, হবেনা ধর্ষণ, হবেনা কোনো যিনা, হবে না কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার বোঝা উচিত.!'🥰🌻
নীরা, সংগ্রহ !🌸
Saiful Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?