তুমি যাকে ভালবাসবে তার সবটা নিয়ে ভালোবাসবে তার ভালো টাকে ভালোবাসবে আর খারাপটাকে বাসবে না তা তো হয় না বলো আমার কাছে এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় আমার কাছে এডজাস্টমেন্ট মানে হল সুন্দর করে বাঁচা তুমি কিছু দাও জীবন তোমাকে দু গুন করে ফিরিয়ে দেবে অন্যের সুখে নিজের সুখ দেখাবে ।