এস আর মজুমদারের পরিচালনায় নাটক "মামা ভাগ্নে 420"
দেখতে চোখ রাখুন সিএমভি'র ইউটিউব চ্যানেলে।
#mamabhagne420
#farhanahmedjovan
#faruqueahmed
#keyapayel
#srmozumder
#cmv
#দখলনামাঃ দখল হস্তান্তরের সনদপত্র। সার্টিফিকেট জারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে, সরকার-পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র প্রদান করেন, তাকে দখলনামা বলে। সরকারের লোক সরেজমিনে গিয়ে ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন।