প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে, তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাবার অনেক দিন পর।সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে-
“যারে হাত দিয়ে মালা দিতে পার নাই, কেন মনে রাখ তারে্।।
ভুলে যাও তারে ভুলে যাও একেবারে্।।”
কিন্তু নজরুল কি সত্যিই ভুলতে পেরেছিলেন নার্গিসকে? পনেরো বছর পর একটি আবেগময় চিঠি লিখেন নার্গিসের কাছে, যা হৃদয় ছুঁয়ে যায়, যে চিঠিখানা বিশ্বের সেরা ভালবাসার তথা প্রেমপত্রের একটি। নজরুল নার্গিসকে কতটুকু ভালবাসতেন! সেটা এই চিঠিতেই সেই ভালবাসার রূপ শাশ্বত হয়ে ফুটে উঠেছে।একজন মানুষ কি তার প্রিয়তমাকে এর চেয়ে বেশি ভালবাসতে পারেন! নজরুল দৌলতপুরে বসেই ১৬০টি গান এবং ১২০টি কবিতা রচনা করেন।
Read more https://www.anuperona.com/immo....rtal-love-letter-wri
গোল্ডেন মিল্ক সহজে কিভাবে তৈরি করবেন? এত কম টাকায় কিভাবে সম্ভব!!!
বহুল পরীক্ষিত সেক্স হরমোন তৈরিতে শক্তিশালি ভূমিকা রাখে!!
কিভাবে বানাবেন?
১.প্রথমে ১গ্লাস দুধ চুলায় দিয়ে ফুটিয়ে নিবেন।
২.ফুটতে থাকা অবস্থায় ১টা এলাচ এবং দারচিনি দিবেন।
৩.দু-তিন চামচ মধু যুক্ত করবেন, দুধ চুলায় থাকতেই।
৪.দুইটা বা তিনটা ডিম ভেঙে,চামচ দিয়ে একটু মিক্সড করে নিবেন।
৫.এরপর আস্তে আস্তে চামচের সাহায্যে গরম দুধে দিয়ে দিবেন। কিংবা একটা বোতলের মুখ সামান্য ছিদ্র করে ডিমটা ভিডিওর মতো করে ডিম দুধের মিশ্রণ ঘটাতে পারেন।
৬.সবশেষে সামর্থ্য থাকলে বাদামগুলো যোগ করতে পারেন।
৭.ডায়াবেটিস এর পেশেন্ট হলে মধু এড়িয়ে যাবেন।
৮.এটা সীমিত টাকার মধ্যে খেতে পারবেন এবং আমি শুধু বড়লোকদের ডাক্তার নই। সকলের জন্যই কিছু করার চেষ্টা করি।
৯.নারী পুরুষ উভয়ই খেতে পারবেন।
১০.সপ্তাহে ২-৩দিন খেতে পারবেন।
১১.সববয়সী মানুষ খেতে পারবেন।Copied
এক চালক এক গরুরগাড়িতে কিছু মাল বোঝায় করে গ্রাম হতে রেলস্টেশনে যাচ্ছিল। গরুরগাড়ির এই গরুদুটি অতি কষ্টে সেই বোঝা নিয়ে যাচ্ছিল। তারা নিরবে পথ অতিবাহিত করছিল। কিন্তু গরুরগাড়ির চাকাগুলো ভীষন ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছিল।
Read more https://www.anuperona.com/driv....er-and-wheel/?swcfpc