"তিতলির ফিরে আসা"
🎬 শিহাব শাহীন
আমাদের সমাজে মেয়েরা নানাভাবে হ্যারেসমেন্ট হওয়ার পর ভিক্টিম হয়। আর যদি একজন মেয়ে হয় ডিভোর্সি তাহলে এই সমাজ যেনো তাকে একটু সবার চাইতে অন্য ভাবেই দেখে।কোনো দোষ না থাকা সত্ত্বে ও তাকে বারবার দোষারোপ করা এই সমাজের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে যেনো।তখন ডিভোর্সি মেয়েটা কে সংসারের বোঝা ও মনে করে অনেকে। সমাজের লোকজন তাকে আত্মহত্যার কথা ভাবায়। চারদিকে এতো কুৎসা, বঞ্চনা শুনতে শুনতে একটা সময় এসে নেগেটিভ মেন্টালিটির তৈরি হয়ে যায় তার নিজের অজান্তেই।
শিহাব শাহীনের "তিতলির ফিরে আসা"য় ঠিক এরকম কিছুই দেখানো হয়েছে। পুরো নাটক জুড়েই দেখানো হয়েছে একজন ডিভোর্সি মেয়ে সবজায়গায় কিভাবে হেনস্তার ভিক্টিম হয়। সুন্দর ম্যাসেজ ছিলো নাটকটিতে। সবার আভিনয় ছিলো নজরকাড়া। Mehazabien-নিশো'কে সবসময় যেভাবে স্ক্রিনে দেখা যায় এবার একদমই ভিন্ন। গল্পে ভাই-বোনের চরিত্রে দেখা গেল নিশো, মেহজাবীনকে। সংলাপগুলো ভালো লেগেছে। সবাই তাদের জায়গা থেকে অত্যন্ত ভালো অভিনয় করেছেন। পরিবারকে নিয়ে দেখার মতো সুন্দর একটি পারিবারিক নাটক❤️।
ভালোবাসা দিবসে পরিবারের সদস্যদের সাথে বসে উপভোগ করতে পারেন নাটকটি।❤️