প্রাণ/ঘাতী রোগ টিটেনাস 🥲!
টিটেনাস একটি প্রাণ/ঘাতী রোগ, যা Clostridium tetani নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। এই ব্যাকটেরিয়া সাধারণত মাটি, ধুলো, লালা, এবং প্রাণীর মলমূত্রে থাকে এবং শরীরে যেকোনো কা/টা বা খোঁ/চা লাগার মাধ্যমে শরীরে প্রবেশ করে। বিশেষ করে, জং ধরা পেরেক বা নোংরা কিছু দিয়ে আঘাত পেলে এই রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।
রোগটি শুরুতে সাধারণ মনে হলেও দ্রুতই মারাত্মক রূপ নেয়। এটি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, যার ফলে পেশীগুলো শক্ত হয়ে যায় এবং শরীর বাঁকা হয়ে যায়। এমন দুর্ঘটনা ঘটলে কোনোভাবেই অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শে ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস ভ্যাকসিন নিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন। প্রতিরোধই এই রোগের সর্বোত্তম সমাধন।