**ভালোবাসার কষ্টের চাঁদ**
আকাশে ঝুলছে চাঁদটি নীরবে,
মাঝে মাঝে মেঘে ঢাকা,
তুমি ছিলে পাশে, ছিলে আমার,
কিন্তু কেন আজ এতো ফাঁকা?
ভালোবাসা ছিল একসময়,
যা পূর্ণ করেছিল হৃদয়,
আজ কেন সেই চাঁদটি
আমার চোখের জলই খুঁজে পায়?
চাঁদ জানে আমার ব্যথা,
জানে আমার অন্তরের হাহাকার,
তবুও সে হাসে নিরবধি,
কিন্তু আমার দিন কাটে অন্ধকার।
তুমি কি জানো?
তোমার স্মৃতি জুড়ে আমি বেঁচে আছি,
চাঁদের কষ্টে, তার আলোয়,
আমি একা একা খুঁজে ফিরি তোমাকে।
কবে হবে সেই দিন,
যখন চাঁদের কষ্ট থাকবে না আর?
তুমি কি আসবে ফের,
আমার আকাশের তিমিরে চাঁদ হয়ে?
**- অজ্ঞাত**
এই কবিতাটিও ভালোবাসার কষ্ট এবং তাতে থাকা নির্জনতার প্রতিফলন।
"ভালোবাসার কষ্টের চাঁদ" শিরোনামে একটি কবিতা হতে পারে যা ভালোবাসার মর্মযাতনা এবং তার সাথে জড়িত অনুভূতিগুলো তুলে ধরে। এখানে এমন একটি কবিতা দেওয়া হলো:
**ভালোবাসার কষ্টের চাঁদ**
নীল আকাশে জ্বলছে আজ,
ভালোবাসার কষ্টের চাঁদ,
হৃদয় মাঝে জ্বালিয়ে আলো,
নিভছে সে অবিরাম।
স্বপ্নগুলো ভেঙে গেছে,
আঁধার পথে হারিয়ে,
চাঁদের আলোয় মিলছে না,
যে ভালোবাসা হারিয়ে।
জোনাকিরা হাসে কেবল,
তোমার চোখের অশ্রু দেখে,
ভালোবাসার কষ্টের ছোঁয়া,
তাদেরও ম্লান করে দেয়।
তবুও চাঁদটা আকাশে,
থাকবে চিরকাল,
যেমন থাকে ভালোবাসা,
মনে রেখে যায় বেদনায়।
তুমি যদি পারো, একবার,
ছুঁয়ে দেখো সেই চাঁদ,
তোমার হৃদয়ের গভীরে,
পাবে তার কষ্টের রাগ।
**- অজ্ঞাত**
এই কবিতায় ভালোবাসার কষ্ট ও বেদনার অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে।
sing organic oils and cosmetics
There’s nothing like a relaxing, pain-relieving, luxurious body massage to help you relax, relieve pain, or simply escape from the stresses of everyday life.”
Healing with ‘touch’ has been practised by ancient civilizations for millennia.
https://jumeirahbestspa.com/us....ing-organic-oils-and