Sirazum Munir Toaha
Sirazum Munir Toaha

Sirazum Munir Toaha

@smtbdofficialpage

হিন্দু মা ও ছেলের কিছু কথোপকথন:
ছেলে= মা তাজমহল সুন্দর তাজমহল আমরা বানিয়েছি তাই না?
মা= জ্বী না, যিনি বানিয়েছিলেন উনার নাম বাদশা শাহজাহান, উনি মুসলিম ছিলেন।
ছেলে=আচ্ছা তাহলে কুতুব মিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি?
মা= জ্বী না । উনিও মুসলিম ছিলেন। উনার নাম কুতুবুদ্দিন আইবেক।
ছেলে =তাহলে লালকেল্লা নিশ্চয়ই আমরা বানিয়েছি?
মা = না। ওটাও মুসলিম শাসকরা বানিয়েছে।
ছেলে = তাহলে পুরাতন কেল্লা আমরা বানিয়েছি?
মা= না। পুরাতন কেল্লা মুসলিমরা বানিয়েছে ।
ছেলে =তাহলে চারমিনার নিশ্চয়ই আমরা বানিয়েছি
মা= না। চারমিনার মুসলিম শাসকরা বানিয়েছে।
ছেলে = মা আমি শুনেছি ভারত প্রথম মিসাইল তৈরি করেছিল , মিসাইল হিন্দু শাষকরা বানিয়েছে তাই না?
মা= না । ভারতে প্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন টিপু সুলতান। উনিও মুসলিম।
ছেলে= মা আমি শুনেছি ভারতের সবচেয়ে বড় ও পুরাতন রোড গ্ৰান্ড ট্রাঙ্ক রোড। প্রায় ৩০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
আচ্ছা মা সেটা তো আমরা বানিয়েছি ?
মা=না । গ্ৰান্ড ট্রাঙ্ক রোড আমরা বানাইনি।
গ্ৰান্ড ট্রাঙ্ক রোড একজন মুসলিম শাসক বানিয়েছে , উনার নাম শেরশাহ।
ছেলে = তাহলে মোঙ্গলদের সাথে যুদ্ধ আমরা করেছি তাই না ?
মা = না। আলাউদ্দিন খলজি মোঙ্গলদের সাথে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে আলাউদ্দিন খলজি যদি পরাজিত হতো, তাহলে আজ ভারত ধ্বংস হয়ে যেতো।
ছেলে = আচ্ছা তাহলে মুঘল সাম্রাজ্য আমাদের ছিল, তাই না?
মা = না। মুঘল সাম্রাজ্য মুসলিমদের সাম্রাজ্য ছিল।
ছেলে = আচ্ছা জয় হিন্দ, এই শব্দটি আমরা প্রথম তৈরি করেছিলাম , তাই না?
মা = না । ওটাও একজন মুসলিম প্রথম বলেছিল।
ছেলে = আচ্ছা মা , সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা , এই শব্দটি আমরা প্রথম বলেছিলাম , তাই না?
মা = না, ওটা একজন মুসলিম কবি লিখেছিলেন। উনার নাম ইকবাল।
ছেলে = আচ্ছা তাহলে ভারতের পতাকা আমরা বানিয়েছি, তাই না?
মা = হ্যাঁ , তবে বলতে গেলে না। ভারতের পতাকা পিঙ্গলি ভেনকায়া তৈরি করলেও,
উনার তৈরি করা পতাকাকে স্বীকৃতি দেওয়া হয়নি ।
ভারতের পতাকার Latest Update করেছিলেন একজন মুসলিম মেয়ে। উনার নাম সুরিয়া তৌওবজি, উনার বাড়ি হায়দ্রাবাদে।
ছেলে =তাহলে প্রথম Satellite launch করেছিলাম আমরাই,তাই না মা?
মা = জ্বী না। ভারত অনেক বার Satellite launch করেছিল, কিন্তু প্রতিবারই Failed হয়েছে।
তারপর APJ. Abdul Kalam ১ম সফলভাবে Satellite launch করেছিল।
উনি না থাকলে আজ ভারত Satellite launch করতে পারতো না।
ছেলে = তাহলে Nuclear weapons নিশ্চয়ই আমরা বানিয়েছি?
মা = না। Nuclear weapons একজন মুসলিম আবিষ্কার করেছে।
উনার নাম APJ Abdul Kalam।
উনি Nuclear weapons তৈরি না করলে আজকে চীন ও পাকিস্তান মিলে আমাদের আদর করতো ।
ছেলে = ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড় আন্দোলন প্রথম আমরা করেছিলাম তাই না?
মা = না। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিল টিপু সুলতান ।
তাইলে আমরা কি করছি??
গোমুত্র পান করছি আর মুসলমানদের জানমালের উপর হামলা করছি?
অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের দুনিয়া থেকে বের হয়ে সত্যেকে জানুন।

image
১ টা ছেলের জীবন গেলো
৩ টা ছেলে আসামী হলো ক্যারিয়ার নষ্ট করলো
মেয়ে ২ টার কিছুই হলো না!

আলহামদুলিল্লাহ
রিযিকের মালিক মহান আল্লাহ
ভাতের বদলে বিরিয়ানি
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

image
কেউ সাদ পন্থী
কেউ জোবায়ের পন্থী
অথচ হওয়া উচিত ছিল
মোহাম্মদ (সাঃ) পন্থী
প্রাচীন কালে ডিসেম্বর মাসে
কাউকে ফোন করলেই
একজনের ভাষণ শুনতে পাওয়া যেত!