Sirazum Munir Toaha
Sirazum Munir Toaha

Sirazum Munir Toaha

@smtbdofficialpage

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😭

মুসলিম বিশ্বের অন্যতম অভিভাবক এর বিদায়। বিশ্ব মুসলিমের অপূরণীয় ক্ষতি। আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰

যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি। আজকের দিনটা মুসলমানদের জন্য একটা মর্মান্তিক দিন মুসলিম বিশ্ব আরেক বীরযোদ্ধাকে হারিয়েছে, আপনার এই মৃত্যু আমরা মনে রাখবো। কাপুরুষের এই পৃথিবীতে আপনার এই মহান মৃত্যু অমর হয়ে থাকবে। এই সময় আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়।😰

মুসলিম বিশ্বের এতো ভেড়া শাসকের মাঝে একজন নেকড়ে ছিলেন।
মহান আল্লাহ আপনাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন🤲

এটা কি শুধুই হেলিকপ্টার দুর্ঘটনা, নাকি ইজরাইল আমেরিকার ষড়যন্ত্র?

image

একজন পাকিস্তানি ভাই পবিত্র মসজিদুল হারামে 🕋 তিনি মাসের সবচেয়ে পরিশ্রমী ক্লিনার নির্বাচিত হন। তারা তাকে অর্থ পুরস্কৃত করতে চেয়েছিল কিন্তু সে নিতে অস্বীকার করে। পরিবর্তে, তিনি বলেছিলেন যে তিনি হিজর-ইসমাঈলে নামাজ পড়তে চান। তার জন্য স্পেশালি দরজা বন্ধ ছিল, হিজর-ইসমাঈল তাকে একা নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ।

image

জীবনে সবচেয়ে দ্রুতগতিতে বাস্তবায়ন হওয়া স্বপ্ন😜😜😜😁😁😁🤣🤣🤣

image

এটিই এপর্যন্ত ফসিল হিসেবে পাওয়া সবচেয়ে বৃহৎ আকৃতির মানব-পুরীষ। ভদ্র শব্দটি বোঝেননি তো? মল। গু। পুপ। নবম শতকের জনৈক অসুস্থ ভাইকিং-এর পুপ এটা। এবং এটি দুনিয়ার সবচেয়ে দামী গু। মুল্য— ৩৯,০০০ মার্কিন ডলার। আপনি কিনতে চাইলে— ৪২,৯০,০০০ টাকা। এই দুর্লভ দলাটির দৈর্ঘ্য— ৮ ইঞ্চি, ব্যাস— ২ ইঞ্চি।

১২০০ বছর বয়সী এই মলদণ্ডটি মানবেতিহাসের এযাবৎ সবচেয়ে পুরনো মলদণ্ড। এর অফিসিয়াল নাম— লয়েডস ব্যাংক কপ্রোলাইট (Lloyds Bank Coprolite). কপ্রোলাইট, আরেকখানা ভদ্র শব্দ, অর্থ— ফসিল-গু।

১৯৭২ সালে, উত্তরপশ্চিম ইংল্যান্ডের ইয়র্কে, লয়েডস ব্যাংকের টিএসবি শাখা বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে এই মহামূল্যবান পটিখণ্ডটির সন্ধান পায় শ্রমিকরা।

কিছুই ফেলনা নয়। বড়ো-সাইজের হাগবেন। বলা যায় না, কবে আবিষ্কৃত হয়ে যান!

image

এই যে প্যালেস্টাইনে আমার ভাই বোনেরা এত অত্যাচারীত হচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারছিনা। এই যে হারামে দুনিয়া ডুবে যাচ্ছে কিন্তু হারাম থেকে সরে আসতে পারছি না। এই যে গান বাজনা আর মদ্যপান বেহায়াপনা, বেপর্দা, অশ্লীলতার মহামারি কিন্তু নিজেকে হিফাজত করতে পারছিনা। আমরা জানি এই কাজ হারাম।এই কাজ করলে গুনাহ। আযাব আসবে। পরকালে শাস্তি পেতে হবে। তারপর ও গুনাহ থেকে বেঁচে থাকতে পারছিনা। এর থেকে আফসোসের আর কি হতে পারে! এর থেকে বেদনা আর লজ্জাজনক কিছুই একজন মুমিনের জন্য হতে পারে না। 💔

হায় আফসোস! এই জীবন যদি গাছের পাতা হয়ে জন্ম নিত কিংবা কোন ফুল 💔

image