মানুষ সম্ভবত অতি সংবেদনশীল
অমানুষ তো প্রাণীর ন্যায়।
আমি মানুষ নিয়েই ভাবছি,
যে মানুষ প্রেম করে,
আদর করে, জড়িয়ে কাঁদে
সুযোগ পেলে লেপ্টে থাকে।
সেই সংবেদনশীল মানুষটি
বয়সের সাথে সাথে আবার
কেমন জানি দুরত্বে হারায়।
তুমুল অভিমানে মলিন চোখের
অভিশাপে যখন অমানুষ ভাবায়।
মানুষ হিসেবে শেষ পর্যন্ত থাকাটাই
যেন তোমার আমার সংসার।
#premdevota
#সৃষ্টি
mdamin molla
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?