Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #software #xembongda #artificialintelligence
    Masusing Paghahanap
  • Mag log in
  • Magrehistro

  • Night mode
  • © 2025 Linkeei
    Tungkol sa • Direktoryo • Makipag-ugnayan sa amin • Mga developer • Patakaran sa Privacy • Mga Tuntunin ng Paggamit • Refund • Linkeei App install

    Pumili Wika

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Panoorin

Panoorin Mga reel Mga pelikula

Mga kaganapan

Mag-browse ng Mga Kaganapan Aking mga kaganapan

Blog

Mag-browse ng mga artikulo

Merkado

Pinakabagong produkto

Mga pahina

Aking Mga Pahina Mga Ni-like na Page

Higit pa

Forum Galugarin Mga Sikat na Post Mga laro Mga trabaho Mga alok
Mga reel Panoorin Mga kaganapan Merkado Blog Aking Mga Pahina Ipakita lahat

Matuklasan mga post

Posts

Mga gumagamit

Mga pahina

Grupo

Blog

Merkado

Mga kaganapan

Mga laro

Forum

Mga pelikula

Mga trabaho

Md Parvaj Mollick
Md Parvaj Mollick  
3 taon

#news
#nobokontho24

বরিশালে কার্গো থেকে নদীতে পড়ে প্রাণ গেল শ্রমিকের - Nobokontho24
Favicon 
nobokontho24.com

বরিশালে কার্গো থেকে নদীতে পড়ে প্রাণ গেল শ্রমিকের - Nobokontho24

বরিশালে কার্গো থেকে নদীতে পড়ে প্রাণ গেল শ্রমিকের
Gusto
Magkomento
Ibahagi
13 45
13 45
3 taon

In Escape from Tarkov, Interchange is a massive map that functions a shopping mall located at the intersection of two expressways. That map is getting a rework within the next patch, and the new version will take some being used to.

https://www.lolga.com/

image
Gusto
Magkomento
Ibahagi
Magazine
Magazine
3 taon

ওয়ালটন টেলিভিশনে যুক্ত হচ্ছে হারম্যানের সাউন্ড সিস্টেম
***********************************************************************
ওয়ালটন টেলিভিশনে যুক্ত হচ্ছে বিশ্বখ্যাত হারম্যানের সাউন্ড সিস্টেম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) হারম্যানের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এ চুক্তির ফলে ওয়ালটনের টেলিভিশনে হারম্যানের তৈরি বিশ্বমানের সাউন্ড সিস্টেম পাওয়া যাবে।

উল্লেখ্য, গাড়ির পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের জন্য উন্নতমানের সাউন্ড সিস্টেম তৈরি করে থাকে স্যামসাংয়ের সহযোগী প্রতিষ্ঠান হারম্যান। তাই বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি থেকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্যগুলোয় প্রতিষ্ঠানটির সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়।

সিইএসকে কেন্দ্র করে হারম্যান নিজেরাই আলাদা প্রদর্শনীর ব্যবস্থা করেছিল লাস ভেগাসের ভার্জিন হোটেলে। সাউন্ড সিস্টেমের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনে সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে হারম্যান। এ বিষয়ে হারম্যানের কারডন বিভাগের মহাব্যবস্থাপক জনি উইলিয়ামস জানান, প্রচলিত সাউন্ড সিস্টেমের বাইরেও বিভিন্ন পণ্যের শব্দের মান উন্নয়নে কাজ করছে হারম্যান।

চুক্তির বিষয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ প্রথম আলোকে বলেন, ‘ওয়ালটন টেলিভিশনের শব্দ প্রযুক্তি নিয়ে হারম্যানের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করব। সফটওয়্যার ও হার্ডওয়্যারের বাইরে একটা বড় অংশ থাকবে গবেষণাকেন্দ্রিক। আমি বিশ্বাস করি এতে গ্রাহকদের কাছে ওয়ালটন টেলিভিশন দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে। শব্দের এ প্রযুক্তি ভবিষ্যতে ওয়ালটনের অন্যান্য পণ্যেও ব্যবহারের চেষ্টা করব।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের টেলিভিশন বিভাগের প্রধান ব্যবসায় কর্মকর্তা মোস্তফা নাহিদ হোসেন, ওয়ালটন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তাসরিকুল ইসলাম এবং হারম্যানের বিক্রয় পরিচালক অলিভার বরড্যু।

Source: প্রথম আলো

image
Gusto
Magkomento
Ibahagi
Magazine
Magazine
3 taon

উচ্ছিষ্ট খাবার থেকেই জৈব সার তৈরি করে দেবে এই যন্ত্র
***********************************************************************
শখের বসে ছাদে বা ঘরের খালি জায়গায় বাগান করেন অনেকে। কেউ আবার ঘরের মধ্যেই গড়ে তুলছেন শখের বাগান। ঘরে, বারান্দায়, ছাদে কিংবা বাগানে থাকা গাছের উর্বরতা শক্তি বাড়াতে প্রয়োজনীয় জৈব সার তৈরি করে দেবে রিনকল প্রাইম ফুড ওয়াস্ট কম্পোজিটর।

উচ্ছিষ্ট খাবার থেকে জৈব সার তৈরি করতে সক্ষম যন্ত্রটি ব্যবহারের পদ্ধতি বেশ সহজ। ময়লার ঝুড়িতে উচ্ছিষ্ট খাবার বা তরকারির অংশ ফেলে না দিয়ে যন্ত্রটিতে রাখলেই সেগুলো গুঁড়ো হয়ে দ্রুত কম্পোস্ট জৈব সার তৈরি হয়ে যাবে। ফলে বাড়তি খরচ না করে প্রয়োজনীয় জৈব সার পাওয়া যাবে।

উচ্ছিষ্ট খাবারের ধরন অনুযায়ী ৬ থেকে ৪৪ ঘণ্টার মধ্যে জৈব সার তৈরি করতে সক্ষম যন্ত্রটি তৈরি করেছে রিনকল। এর দাম ৪৯৯ মার্কিন ডলার।

সূত্র: ম্যাশেবল

Source: প্রথম আলো

image
Gusto
Magkomento
Ibahagi
Magazine
Magazine
3 taon

ভুয়া তথ্যের খোঁজে কমিউনিটি নোটসের পরিধি বাড়াল টুইটার
***********************************************************************
ভুয়া তথ্যের সন্ধান পেতে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কমিউনিটি নোটস সুবিধা চালু করেছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এ সুবিধা চালুর ফলে দেশগুলো থেকে ব্যবহারকারীরা টুইটারে আদান-প্রদান করা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে টুইটার। এতে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যাবে।

টুইটারের তথ্যমতে, কমিউনিটি নোটস সুবিধা কাজে লাগিয়ে নিবন্ধিত ব্যক্তিরা মিথ্যা বা ভুয়া তথ্যনির্ভর যেকোনো পোস্টের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। তথ্যের সত্যতা যাচাইয়ের পর পোস্টটি মুছে দেওয়া হবে। ফলে টুইটারে ভুয়া বা মিথ্যা তথ্যনির্ভর পোস্ট দেখা যাবে না। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিটি নোটস সুবিধা চালু করা হবে।

টুইটার জানিয়েছে, কমিউনিটি নোটস সুবিধা চাইলেই সবাই ব্যবহার করতে পারবেন না। টুইটারের নীতিমালা ভঙ্গ না করা এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলোয় এ সুবিধা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের মুঠোফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনের পাশাপাশি কম্পিউটারে এ সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: টেক ক্র্যান্চ

Source: প্রথম আলো

image
Gusto
Magkomento
Ibahagi
Magazine
Magazine
3 taon

হোয়াটসঅ্যাপের এই ৬ সুবিধা জানেন তো
***********************************************************************
বন্ধু, পরিবার–পরিজনসহ পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের সুযোগ থাকায় অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। নিয়মিত বার্তা বা ছবি আদান-প্রদান, ভয়েস ও ভিডিও কল করলেও যোগাযোগের এই অ্যাপটির বেশ কিছু সুবিধা অনেকেই জানেন না। হোয়াটসঅ্যাপের উল্লেখযোগ্য ৬টি সুবিধা জেনে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ চ্যাট পিন করা
প্রতিদিন অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে থাকেন। এসব বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তাগুলো পরবর্তী সময়ে দ্রুত খুঁজে পাওয়া বেশ কষ্টকর। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে যেকোনো চ্যাট পিন করে রাখা যায়। পিন করা চ্যাট ওপরে দেখা যাওয়ায় সহজেই খুঁজে পাওয়া সম্ভব। ফলে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ চ্যাট পুনরায় পড়ার সুযোগ মিলে থাকে। চ্যাট পিন করার জন্য নির্দিষ্ট বার্তা কিছুক্ষণ চেপে ধরে ওপরে থাকা পিন আইকনে ট্যাপ করতে হবে। প্রয়োজন শেষে বার্তা থেকে পিনটি তুলেও দেওয়া যাবে। এ জন্য পিন করা বার্তা চেপে ধরে ওপরে থাকা আন পিন আইকনে ট্যাপ করতে হবে।

দ্রুত ভয়েস মেসেজ শোনা
হোয়াটসঅ্যাপে অনেকেই ভয়েস মেসেজ পাঠিয়ে থাকেন। তবে ভয়েস মেসেজের আকার বড় হলে গুরুত্বপূর্ণ তথ্য শোনার জন্য বেশ সময় প্রয়োজন হয়। তবে চাইলেই ভয়েস ম্যাসেজের গতি বাড়িয়ে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য শোনা সম্ভব। এ সুবিধা কাজে লাগিয়ে ভয়েস নোট দেড় গুণ থেকে দুই গুণ বেশি গতিতে শোনা যায়। ভয়েস মেসেজের গতি বাড়ানোর জন্য প্লে বাটনে থেকে ১.৫ এক্স বা ২ এক্স নির্বাচন করতে হবে।

ভয়েস রেকর্ডিং লক
আকারে বড় ভয়েস মেসেজ পাঠানোর সময় পুরো সময় রেকর্ডিং বাটন চেপে ধরা বেশ কষ্টকর। অনেকে আবার ভয়েস মেসেজ রেকর্ডের সময় মনের ভুলে রেকর্ডিং বাটন থেকে হাত সরিয়ে ফেলেন। ফলে পুরো ভয়েস মেসেজ রেকর্ড হয় না। তবে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং বাটন না চেপেই ভয়েস মেসেজ রেকর্ড করা যায়। এ জন্য ভয়েস মেসেজ রেকর্ড করার সময় মাইক্রোফোন বাটনে ট্যাপ করে লক বাটন নির্বাচন করতে হবে।

হোয়াটসঅ্যাপের বার্তা ই-মেইলে সংরক্ষণ
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গ্রুপে আদান-প্রদান করা বার্তাগুলো চাইলেই নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় পাঠিয়ে সংরক্ষণ করা সম্ভব। এ জন্য হোয়াটসঅ্যাপের যে বার্তা ই-মেইল করতে হবে সেটি নির্বাচন করে তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এবার মোর অপশন নির্বাচন করে এক্সপোর্ট চ্যাটে ট্যাপ করে ই-মেইল চ্যাট নির্বাচন করতে হবে।

বার্তা সংরক্ষণ করা
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে নির্দিষ্ট ব্যক্তির পাঠানো বার্তা সহজেই সংরক্ষণ করা যায়। যে বার্তাটি সংরক্ষণ করতে হবে, সেটি ট্যাপ করে ধরে রেখে ওপরে থাকা আর্কাইভ আইকন নির্বাচন করলেই সেটি চ্যাট আর্কাইভে সংরক্ষণ করা হবে।

পরবর্তী সময়ে বার্তাটি সংরক্ষণ করতে না চাইলে আর্কাইভ অপশনে ট্যাপ করে বার্তাটি নির্বাচনের পর আন-আর্কাইভ আইকন নির্বাচন করতে হবে।

অবস্থানের তথ্য জানানো
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলেই নির্দিষ্ট ব্যক্তিকে নিজের অবস্থানের তথ্য জানাতে পারেন। এ জন্য মেসেজ অপশনে ডান দিকে থাকা পেপারক্লিপ আইকন থেকে ‘লোকেশন’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনে ক্লিক করে সেই অবস্থানে কতক্ষণ থাকবেন তা নির্বাচন করতে হবে।

Source: প্রথম আলো

image
Gusto
Magkomento
Ibahagi
Magazine
Magazine
3 taon

তিন হলে পুরস্কার পাওয়া সিনেমা ‘সাঁতাও’
***********************************************************************
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগের সেরা সিনেমা ‘সাঁতাও’ মুক্তিতে অনিশ্চয়তা কেটেছে। আগামী শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, রংপুরের শাপলা ও চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানালেন নির্মাতা খন্দকার সুমন।

ঢাকা চলচ্চিত্র উৎসবে ২০ জানুয়ারি ‘সাঁতাও’–এর প্রিমিয়ারে দর্শক মহলে প্রশংসিত হয়েছিল সিনেমাটি। তবে সিনেমাটি কোনো হলই চালাতে না চাওয়ায় আক্ষেপ জানিয়েছিলেন নির্মাতা খন্দকার সুমন।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তিন হলে সিনেমাটির মুক্তির খবর দিলেন নির্মাতা। দর্শক বাড়লে হল সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন নির্মাতা সুমন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমার বাংলাদেশ প্রিমিয়ারে দর্শকের ভিড় দেখা গেছে। উৎসবে সিনেমার দুটি প্রদর্শনী হয়েছে।

এর আগে গত বছরের শেষভাগে গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র ৫৩তম আসরে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
গণ-অর্থায়নে নির্মিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

পুতুল ও ফজলুল হক ছাড়া ‘সাঁতাও’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পালসহ অনেকে।

Source: প্রথম আলো

image
Gusto
Magkomento
Ibahagi
Magazine
Magazine
3 taon

বাপ্পার সুরে রিজভী ও কনার নতুন গান
***********************************************************************
মূলত শখের বশেই গান করেন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদ। গানটা তাঁর পেশা না হলেও নেশা। এই তরুণ প্রথমে আলোচনায় আসেন ‘চোখেরই পলকে’, ‘যদি তুমি’, ‘রোদ্দুর ভেঙে’ গানগুলো দিয়ে। ২০১২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’। এরপর আরও বেশ কিছু গান-ভিডিও প্রকাশ করেছেন তিনি। কুড়িয়েছেন শ্রোতার প্রশংসা। রিজভীর গাওয়া আলোচিত গানগুলোর বেশির ভাগই দ্বৈত। সেই ধারাবাহিকতায় এবার তিনি একসঙ্গে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী দিলশাদ নাহার কনার সঙ্গে। এর মধ্যে একটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
গানগুলোর দুটি লিখেছেন রবিউল ইসলাম, একটি লিখেছেন শাহান কবন্ধ। দুটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান, নাজির মাহমুদ ও মুশফিক লিটু। সম্প্রতি গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোর সব কটিই প্রেম–ভালোবাসার কথামালায় সাজানো।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গানগুলো নিয়ে রিজভী ওয়াহিদ বলেন, ‘অনেক দিন ধরেই কনার সঙ্গে গান তিনটি নিয়ে কাজ চলছিল। সম্প্রতি রেকর্ডিং সম্পন্ন হওয়ায় ভালো লাগছে।

তিনটি গানই ভালোবাসার, ভালো লাগার কথায় সাজানো। কথা-সুর-সংগীতায়োজনেও ভালোবাসার আবহ পাবেন শ্রোতারা।’ অন্যদিকে কনা বলেন, ‘রিজভী ওয়াহিদ ভাই সংগীতপাগল একজন মানুষ। নানা ব্যস্ততার মধ্যেও তাঁর গান করার বিষয়টি আমার ভালো লাগে। তাঁর সঙ্গে খুব সুন্দর, শ্রুতিমধুর তিনটি গানে কণ্ঠ দিয়েছি। কথাগুলো তৈরি করেছেন গুণী মানুষেরা। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

রিজভী ওয়াহিদ আরও জানান, তিনটি গানেরই মনোরম ভিডিও করা হবে। তারপর চলতি বছরে পর্যায়ক্রমে গান-ভিডিওগুলো ইউটিউবে প্রকাশ করা হবে।

২০২০ সালে রিজভী ওয়াহিদ কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার সঙ্গে গেয়েছেন ‘গাঙচিল মন’ শিরোনামের একটি গান। এর আগে প্রয়াত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছিলেন রিজভী। আহমেদ ইমতিয়াজের মৃত্যুর কয়েক দিন আগে তৈরি করা দুটি গানে কণ্ঠ দেন সিঁথি সাহা ও রিজভী ওয়াহিদ।

গত ২২ জানুয়ারি ছিল বরেণ্য এই সুরকারের প্রয়াণদিবস। স্মৃতিচারণা করে রিজভী বলেন, ‘বুলবুল ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা আমার চরম সৌভাগ্যের। সবাই তাঁর থেকে আশীর্বাদ নিতে পারে না। আমি পেরেছি। যা আমার সংগীতজীবনে চলার বড় অনুপ্রেরণা। প্রায় পাঁচ বছর আমি পাশে বসে তাঁর কাজ দেখেছি। অনেক কিছু শিখেছি তাঁর কাছ থেকে। প্রকাশের পর গানটির প্রতি শ্রোতা-দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ।’

গান দুটি হলো ‘পাখি’ ও ‘ও হাওয়া’। দুটি গানই লিখেছেন বুলবুল। সুর-সংগীতও করেন তিনি। বলিউডের জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্রর সঙ্গে দ্বৈত গান করেছেন রিজভী।

Source: প্রথম আলো

image
Gusto
Magkomento
Ibahagi
Magazine
Magazine
3 taon

নীতিমালাসংক্রান্ত জটিলতায় আটকে গেল ‘পাঠান’
***********************************************************************
আগামীকাল বুধবার ভারতসহ প্রায় শতাধিক দেশে মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’। এরই মধ্যে অগ্রিম টিকিটে রেকর্ড গড়েছে ছবিটি। কয়েক দিন ধরে বাংলাদেশেও ছবিটি মুক্তির কথা শোনা যাচ্ছিল। কিন্তু নীতিমালাসংক্রান্ত জটিলতায় আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ছবিটি।
সাফটা চুক্তির আওতায় আমদানি-রপ্তানি নীতিমালায় ছবিটি আনতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসংক্রান্ত নীতিমালা কমিটি মিটিংয়ে বসে। কিন্তু মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে নীতিমালার তিনটি ধারা বিচার–বিশ্লেষণ করে ছবিটি মুক্তি দেওয়া না দেওয়ার ব্যাখ্যা চেয়েছে।

ছবি মুক্তির বিষয়ে এখন বাণিজ্য মন্ত্রণালয় আইনজীবীর মাধ্যমে বিচার–বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম জানান দু-এক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হবে।
সিনেমা আমদানি-রপ্তানি কমিটির এক সদস্য ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘নিয়ম মেনে “পাঠান” বাংলাদেশের হলে চলবে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সিনেমার আদান–প্রদানের এই নীতিমালায় সমস্যা দেখা দিয়েছে। নীতিমালার ৩৬–এর (ক) ও (খ)–এর ব্যাখ্যায় বলা হচ্ছে, উপমহাদেশের যেকোনো ভাষার সিনেমা আমদানি করা যাবে না। কিন্তু (গ)–এর ব্যাখ্যায় আবার বলা হচ্ছে—বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র সাফটাভুক্ত দেশসমূহে রপ্তানির বিপরীতে সমানসংখ্যক চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে সংশ্লিষ্ট দেশ হইতে আমদানি করা যাবে।

(গ)–এর ধারায় ‘পাঠান’ আমদানির জন্য আবেদন করা হয়েছে। কিন্তু নীতিমালায় একই অনুচ্ছেদে দুই রকম ব্যাখ্যা দেখা যাচ্ছে। আমদানি-রপ্তানি নীতিমালা প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তাই তাদের কাছে এই ধারার সঠিক ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে মিটিংয়ে।’

এ দিকে জানা গেছে ‘পাঠান’ আমদানির বিষয়ে মিটিং শুরু হলে কমিটির বেশ কয়েকজন নীতিমালার (ক) ও (খ) ধারা দেখিয়ে বিরোধিতা করেন।

আবার কেউ কেউ নীতিমালার (গ) ধারা দেখিয়ে ‘পাঠান’ আমদানির পক্ষে মতামত দেন। আবেদনকারী প্রযোজক নাম প্রকাশ না করার স্বার্থে বলেন, ‘শুনলাম ‘পাঠান’ বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত হয়নি। নীতিমালাসংক্রান্ত জটিলতায় বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘পাঠান’ আমদানি করার আবেদন করা হয়। তার আগে ২০১৯ সালে শাকিব খান অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি রপ্তানি করে রেখেছে ওই প্রযোজক। জানা গেছে মুম্বাইয়ের আন্তর্জাতিক একটি পরিবেশক সংস্থা ওয়ান ওয়ার্ল্ড মুভিজের মাধ্যমে বাংলাদেশে ‘পাঠান’ আমদানি হওয়ার কথা।

Source: প্রথম আলো

image
Gusto
Magkomento
Ibahagi
Magazine
Magazine
3 taon

অস্কারের মনোনয়নে ভারতের জয়জয়কার
***********************************************************************
ভারতের প্রথম কোনো গান হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়ে ইতিহাস গড়েছিল ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’। এর দুই সপ্তাহের ব্যবধানে এল আরেক সুখবর। অস্কারের ৯৫তম আসরে সেরা গান বিভাগে মনোনয়ন পেয়েছে আলোচিত গানটি। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এনটিআর জুনিয়র ও রাম চরণ। গত বছর মুক্তির পর ভারতের চেয়ে বিদেশে আরও বেশি সমাদৃত হয় এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’।
বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়নের তালিকা ঘোষণা করা হয়েছে।
‘নাটু নাটু’ ছাড়াও এবার অস্কারে তথ্যচিত্র ফিচার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল দ্যাট ব্রিদস’ এবং স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’।

ভারত থেকে তথ্যচিত্র বিভাগে আগে কখনো একসঙ্গে দুটি চলচ্চিত্র মনোনয়ন পায়নি। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়ার পর থেকে তথ্যচিত্র দুটি নিয়ে আলোচনা চলছিল। ‘অল দ্য ব্রিদস’ এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন আই’ (ল’অয়েল ডি’অর) বিভাগে পুরস্কৃত হয়।

প্রবাসী বাঙালি পরিচালক শৌনক তাঁর ছবিটি তৈরি করেছেন দিল্লির পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বাতাস এবং ক্রমবর্ধমান সহিংসতার অন্ধকারের মধ্যে পাখিদের টিকে থাকার গল্প নিয়ে। এই ছবির কেন্দ্রে মোহাম্মদ সাউদ আর নাদিম শেহজাদ দুই ভাই। দিল্লির ওয়াজিরাবাদে তাঁদের বাড়ি। যেখানে বেজমেন্টে তাঁরা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য একটি হাসপাতাল। বিশেষ করে বিলুপ্তপ্রায় কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তাঁরা। সেই সূত্রে নতুন মোড় নেয় গল্পে।

Source: প্রথম আলো

image
Gusto
Magkomento
Ibahagi
Showing 12391 out of 19522
  • 12387
  • 12388
  • 12389
  • 12390
  • 12391
  • 12392
  • 12393
  • 12394
  • 12395
  • 12396
  • 12397
  • 12398
  • 12399
  • 12400
  • 12401
  • 12402
  • 12403
  • 12404
  • 12405
  • 12406

I-edit ang Alok

Magdagdag ng tier








Pumili ng larawan
Tanggalin ang iyong tier
Sigurado ka bang gusto mong tanggalin ang tier na ito?

Mga pagsusuri

Upang maibenta ang iyong nilalaman at mga post, magsimula sa pamamagitan ng paglikha ng ilang mga pakete. Monetization

Magbayad sa pamamagitan ng Wallet

Alerto sa Pagbabayad

Bibili ka na ng mga item, gusto mo bang magpatuloy?

Humiling ng Refund