মামা: কিরে এ প্লাস পেয়েছিস?
পল্টু: না মামা, আমি তো ফেল করেছি।
মামা: এ কথা তুই হেসে হেসে বলছিস?
পল্টু: পাশের বাসায় ইসরাতও ফেল করেছে তাই।
মামা: মানে কী?
পল্টু: ওর বাবা বলেছিল, ও ফেল করলে ওকে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দেবে।
মামা: হুম, তো রিকশাওয়ালার সঙ্গে তোর কী সম্পর্ক!
পল্টু: আমার বাবা বলেছিল, ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে।
কালাম একটি ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে বলছেন-
কালাম: আমি ১০ লাখ টাকা ঋণ নিতে চাই।
কর্মকর্তা: কী উদ্দেশ্যে ঋণ নেবেন?
কালাম: এই টাকা দিয়ে আমি গাড়ি কিনব।
কর্মকর্তা: ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাংক আপনার গাড়ি নিয়ে নেবে।
কালাম: ইস! আগে বলবেন না? আগে জানলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!
প্রেমিক-প্রেমিকার মধ্য তুমুল ঝগড়া চলছে।
এক পর্যায়ে প্রেমিকা তার প্রেমিককে বললো-
প্রেমিকা: আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জীবনেও শান্তি পাবে না, সারা জীবন কষ্টে কষ্টে কাটবে।
এই শুনে প্রেমিক বলল-
প্রেমিক: তুমি কি সত্যি সত্যি আমাকে চলে যেতে বলছ নাকি তোমাকে বিয়ে করার কথা বলছ?