Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Night mode
  • © 2025 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Magazine
Magazine
3 yrs

প্রিয় বাইকের যত্ন নেবেন যেভাবে
***********************************************************************
দিন দিন মোটরবাইক জনপ্রিয় বাহন হয়ে উঠছে। যাঁরা নিয়মিত বাইক চালান, তাঁদের কাছে বাইকের যত্ন নেওয়াটাও জরুরি। ঢাকার জেনুইন স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিসেসের মেকানিক নাঈম ইসলাম জানান, মোটরবাইকের কিছু যন্ত্রাংশ খুবই সংবেদনশীল। বিশেষ যত্ন না পেলে সেগুলো দ্রুত অকেজো হয়ে যায়। এ ছাড়া মোটরবাইক নিয়মিত পরিষ্কার করলে অনেক দিন চালানো যায়। পাশাপাশি বাইক রক্ষণাবেক্ষণের খরচও কমে যায়। নাঈম ইসলামের দেওয়া কিছু পরামর্শ দেখা যাক।

নিয়মিত সার্ভিসিং
মোটরবাইক ভালো রাখার জন্য নিয়মিত সার্ভিসিং করানো উচিত। কারণ, বাইক চালাতে চালাতে অনেক সময় বাইকের কিছু যন্ত্রাংশ খারাপ হয়ে যায়। দক্ষ মেকানিককে দেখালে বাইকের সমস্যাগুলো খুব সহজেই ধরা পড়বে। যন্ত্রাংশের ত্রুটি নিয়ে বাইক চালালে বেশি দিন ভালো থাকবে না। ধীরে ধীরে প্রিয় মোটরবাইকটিতে বেশি বেশি সমস্যা দেখা দেবে। তাই বাইক ভালো রাখার জন্য নিয়মিত সার্ভিসিং করানো উচিত। সম্ভব হলে প্রতিদিন সকালে যন্ত্রাংশগুলো পরীক্ষা করুন।

ইঞ্জিন অয়েল বদলানো
নিয়মিতভাবে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে ইঞ্জিনটি দীর্ঘদিন পর্যন্ত দুর্দান্ত চলবে। বাইকের ইঞ্জিন অয়েল খুবই গুরুত্বপূর্ণ। যদি সঠিক মানের বা সঠিক মাত্রার ইঞ্জিন অয়েল বাইকে না ঢালা হয়, সে ক্ষেত্রে ইঞ্জিনে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। বাইকের ভালো সার্ভিস পেতে হলে বাইকের ইঞ্জিন অয়েলের মান ও লেভেল নিয়মিত পরীক্ষা করা উচিত। ইঞ্জিন অয়েল নিজেই পরিবর্তন করে নেওয়া যায়। এ কাজের জন্য বাইকের সঙ্গে দেওয়া ব্যবহার নির্দেশিকা বা ইউজার ম্যানুয়ালটি ভালো করে পড়ে দেখুন। কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য উপযোগী, তা এই নির্দেশিকায় পাবেন।

এয়ার ফিল্টার পরিবর্তন
বাইকের এয়ার ফিল্টার একটা নির্দিষ্ট সময় পর পরিবর্তন করা উচিত। কারণ, এয়ার ফিল্টার ইঞ্জিনে প্রবেশের পথে বাইরের বাতাসকে বিশুদ্ধ করে দেয়। এয়ার ফিল্টার ঠিক না থাকলে বাতাসের সঙ্গে ইঞ্জিনে ময়লা, ধূলিকণা ঢুকে যেতে পারে। ধূলিকণা পিস্টনের মাথা এবং পিস্টনের রিংগুলোয় দাগ ফেলবে। ফলে ইঞ্জিনে উৎপাদিত শক্তির অপচয় ঘটবে। একই সঙ্গে ইঞ্জিনে অতিরিক্ত কার্বন তৈরি হবে। তাই নির্দিষ্ট কিলোমিটার চালানোর পর এয়ার ফিল্টার পরিবর্তন করে ফেলা উচিত।

পরিষ্কার করা
অনেক সময় রাস্তায় ধুলাবালুর সঙ্গে কাদা-পানিও থাকে। এর ফলে বাইক চালাতে গেলে বাইকের বিভিন্ন জায়গায় ধুলাবালু আটকে যায়। কাদা শুকিয়ে লেগে থাকে। এসব কারণে বাইকের ইঞ্জিনের ক্ষতি হয় বেশি। ধুলাবালু আর ময়লা-আবর্জনা জমে গেলে মোটরবাইক সাধারণত পানি দিয়ে পরিষ্কার করা উচিত। পানির সঙ্গে শ্যাম্পু মিলিয়েও পরিষ্কার করা যায়। বাইক পরিষ্কার করার সময় এমন জায়গা বেছে নেবেন, যাতে বাইকে মাটি না লাগে। ডাবল স্ট্যান্ড করে পরিষ্কার করলে বাইকের সব অংশ সুন্দরভাবে ধোয়ামোছা করা যায়।

ঢেকে রাখা ও ছায়ায় রাখা
কর্মস্থলে এসে দীর্ঘ সময় থাকলে বা কাজ শেষে বাসায় গেলে বাইকটি অবশ্যই ঢেকে রাখতে হবে। দিনের বেলা ছায়ায় রাখা উচিত। বাইক ঢেকে রাখলে বাইকে ধুলাবালু পড়বে না। আর ছায়ায় থাকলে বাইক ঠান্ডা থাকে। অতিরিক্ত রোদে বাইক রাখলে বাইকের অনেক যন্ত্রাংশে সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া শীতের কুয়াশা থেকে বাইককে রক্ষা করার জন্য বাইক ঢেকে রাখলে ভালো হয়।

চেইন ও ব্যাটারির যত্ন
বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো চেইন। চেইন পরিষ্কার রাখলে বাইকের গতি ভালো পাওয়া যায়। শীতকালে চেইনে ব্যবহৃত তেল ও ময়লার মিশ্রণ জমে শক্ত হয়ে যেতে পারে, যা গরমের সময়ের চেয়ে দ্রুত হয়ে থাকে। তাই এ সময় চেইনের যত্ন একটু বেশি প্রয়োজন হতে পারে। মোটরসাইকেলের ব্যাটারি ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাটারিতে সব সময় পর্যাপ্ত চার্জ রাখতে হবে। কিকস্টার্ট থাকুক বা না থাকুক, ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ রয়েছে কি না, তা অবশ্যই দেখে নিন। যদি না থাকে, তাহলে কোনো মেকানিকের কাছ থেকে সেটি চার্জ করানোর ব্যবস্থা করুন।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

চালু হলো ইউটিউবের ‘গো লাইভ টুগেদার’
***********************************************************************
আধেয় বা কনটেন্ট নির্মাতাদের জন্য ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব। স্মার্টফোন থেকেই একজন অতিথিকে নিয়ে এ সুবিধাটি ব্যবহার করে ইউটিউবে লাইভে ভিডিও প্রকাশ করতে পারবেন নির্মাতারা। নির্মাতাদের জন্য ইউটিউবের হালানাগাদ করা এই সুবিধা ব্যবহার করে অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। এখন এটি শুধু স্মার্টফোন থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে কম্পিউটারের জন্যও ফিচারটি চালু করতে কাজ করছে ইউটিউব।

টিম ইউটিউব টুইটার অ্যাকাউন্টের বার্তায় বলা হয়, সহজে ‘কো-স্ট্রিম’ চালুর জন্য এসেছে গো লাইভ টুগেদার। এতে অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০–এর বেশি গ্রাহক হলেই যেকোনো নির্মাতা কো-স্ট্রিম আয়োজন করতে পারবেন। তবে যেকোনো একজন ব্যক্তি অতিথি হতে পারবেন।

অ্যানড্রয়েড এবং আইফোনে ইউটিউবের এই হালনাগাদ করা ফিচারটি চালু হয়েছে। স্মার্টফোনের অ্যাপে ক্রিয়েটর সেকশনে গো লাইভ বাটন থেকে এ ফিচারটি ব্যবহার করা যাবে। অ্যাপের নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করে গো লাইভ টুগেদার থেকে কো–স্ট্রিমিং চালু করতে পারবেন নির্মাতারা। শুধু স্মার্টফোন দিয়ে এ ফিচার ব্যবহারের সুযোগ থাকলেও কম্পিউটার দিয়ে লাইভের সময় আগেই নির্ধারণ করা যাবে।

সূত্র: গ্যাজেটস নাউ

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

টুইটারে আয়ের নতুন সুযোগ আসছে, তবে..
***********************************************************************
বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে কনটেন্ট নির্মাতাদের অর্থ দেবে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের যেসব কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হবে, সেগুলো থেকে আয়ের নির্দিষ্ট অংশ কনটেন্ট নির্মাতাদের দেবে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে ফেসবুক, ইউটিউব, টিকটকের আদলে টুইটারেও বিভিন্ন কনটেন্ট পোস্ট করে আয় করা যাবে। তবে সবাই নন, অর্থের বিনিময়ে নীল বা ব্লু টিক ব্যবহারকারীরাই কেবল এ সুযোগ পাবেন।

এক টুইটে (টুইটারের বার্তা) টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগ করবে। এ সুবিধা পেতে হলে অ্যাকাউন্টটি অবশ্যই নীল টিকযুক্ত হতে হবে।

এক টুইটে (টুইটারের বার্তা) টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগ করবে। এ সুবিধা পেতে হলে অ্যাকাউন্টটি অবশ্যই নীল টিকযুক্ত হতে হবে।

উল্লেখ্য,কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে ব্লু টিক সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যুক্ত করতে খরচ হয় ১১ ডলার। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সৌদি আরব, ফ্রান্স, পর্তুগাল, ইতালি ও স্পেনে বসবাসকারীরা টুইটারের নীল টিক সুবিধা ব্যবহার করতে পারেন।

সম্প্রতি বিজ্ঞাপন গবেষণা সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্স (এসএমআই) জানিয়েছে, গত ডিসেম্বরে আগের বছরের তুলনায় টুইটারে বিজ্ঞাপন কমেছে প্রায় ৭১ শতাংশ। গত নভেম্বরে কমেছে প্রায় ৫৫ শতাংশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

অ্যামাজন-গুগল-মাইক্রোসফট কত কর্মী ছাঁটাই করেছে এক মাসে
***********************************************************************
দীর্ঘ ১৩ বছর পর সিকুয়েল এনে বক্স অফিসে রীতিমতো ‘তাণ্ডব’ চালিয়েছেন জেমস ক্যামেরুন। গত ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অ্যাভাটারের সিকুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। শুধু যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে আয় করেছে ৬২৭ দশমিক ৯ মিলিয়ন ডলার। আর এর মধ্য দিয়ে প্রবেশ করল যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সবচেয়ে বেশি আয়কারী সিনেমার তালিকার সেরা দশে।

এত দিন ৬২৩ দশমিক ৪ মিলিয়ন ডলার আয় করে দশম স্থানে ছিল ‘দ্য অ্যাভেঞ্জার্স’। অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এখন নিশ্বাস ফেলছে তালিকার নবম স্থানে আছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’র ঘাড়ে। ছবিটার আয় ৬৫৩ মিলিয়ন ডলার। ৬৫৯ মিলিয়ন ডলার আয় করে অষ্টম স্থানে আছে ‘টাইটানিক’ এবং সপ্তম স্থানে আছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’র আয় ৬৭৮ মিলিয়ন ডলার।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ যেই ‘অ্যাভাটার’ সিনেমার সিকুয়েল, সেই ‘অ্যাভাটার’ ৭৮৫ মিলিয়ন ডলার আয় করে এই তালিকার চতুর্থ স্থান দখল করেছে। তবে ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ২ দশমিক ৯২ বিলিয়ন ডলার আয় করেছে। পিছিয়ে নেই সিকুয়েলটিও। ২ দশমিক ১৩৩ বিলিয়ন ডলার আয় করে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’–এর পর এই ছবিটিই সবচেয়ে দ্রুত দুই বিলিয়নের ঘর অতিক্রম করেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আয় করা সিনেমার নাম ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। সিনেমাটি আয় করেছে ৯৩৬ মিলিয়ন ডলার।

৩৫০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি ৯৫তম অস্কারে সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে। এখন দর্শকের অপেক্ষা এর পরবর্তী সিনেমার জন্য। সিকুয়েল আসতে ১৩ বছর লাগলেও এর ‘অ্যাভাটার ৩’ আসবে আগামী বছর ডিসেম্বরে।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সেরা দশে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
***********************************************************************
দীর্ঘ ১৩ বছর পর সিকুয়েল এনে বক্স অফিসে রীতিমতো ‘তাণ্ডব’ চালিয়েছেন জেমস ক্যামেরুন। গত ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অ্যাভাটারের সিকুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। শুধু যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে আয় করেছে ৬২৭ দশমিক ৯ মিলিয়ন ডলার। আর এর মধ্য দিয়ে প্রবেশ করল যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সবচেয়ে বেশি আয়কারী সিনেমার তালিকার সেরা দশে।

এত দিন ৬২৩ দশমিক ৪ মিলিয়ন ডলার আয় করে দশম স্থানে ছিল ‘দ্য অ্যাভেঞ্জার্স’। অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এখন নিশ্বাস ফেলছে তালিকার নবম স্থানে আছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’র ঘাড়ে। ছবিটার আয় ৬৫৩ মিলিয়ন ডলার। ৬৫৯ মিলিয়ন ডলার আয় করে অষ্টম স্থানে আছে ‘টাইটানিক’ এবং সপ্তম স্থানে আছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’র আয় ৬৭৮ মিলিয়ন ডলার।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ যেই ‘অ্যাভাটার’ সিনেমার সিকুয়েল, সেই ‘অ্যাভাটার’ ৭৮৫ মিলিয়ন ডলার আয় করে এই তালিকার চতুর্থ স্থান দখল করেছে। তবে ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ২ দশমিক ৯২ বিলিয়ন ডলার আয় করেছে। পিছিয়ে নেই সিকুয়েলটিও। ২ দশমিক ১৩৩ বিলিয়ন ডলার আয় করে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’–এর পর এই ছবিটিই সবচেয়ে দ্রুত দুই বিলিয়নের ঘর অতিক্রম করেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আয় করা সিনেমার নাম ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। সিনেমাটি আয় করেছে ৯৩৬ মিলিয়ন ডলার।

৩৫০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি ৯৫তম অস্কারে সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে। এখন দর্শকের অপেক্ষা এর পরবর্তী সিনেমার জন্য। সিকুয়েল আসতে ১৩ বছর লাগলেও এর ‘অ্যাভাটার ৩’ আসবে আগামী বছর ডিসেম্বরে।

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

তাঁর দুনিয়াটা বদলেছে
***********************************************************************
উত্তর প্রদেশের ছোট শহর সহরানপুরের মেয়ে আনুশকা কৌশিক। তবে আজ মুম্বাইয়ের বুকে একটু একটু করে তিনি তাঁর জমি পাকাপোক্ত করছেন। বড় পর্দায় সে অর্থে পরিচিত নন এই নায়িকা। তবে ওটিটির দুনিয়ায় দিব্যি রাজত্ব করছেন আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অনুসারীসংখ্যা অবাক করার মতো। সম্প্রতি আনুশকা জানিয়েছেন, ছোট শহর থেকে কীভাবে এসে মায়ানগরীর গ্ল্যামারজগতে নিজের নাম লিখিয়েছেন।

ছোট শহর থেকে উঠে আসা প্রসঙ্গে আনুশকা বলেছেন, ‘আমি মনে করি, মানুষ চাইলে কি না করতে পারে। অজগ্রাম থেকেও মানুষ সাফল্যের চূড়ায় উঠতে পারে। ছোটবেলা থেকেই আমি অভিনয়শিল্পী হতে চেয়েছিলাম। স্কুলে অভিনয় করতাম। ছোটবেলায় ধ্রুপদি নাচ শিখেছিলাম। নাচ আমাকে অভিনেতা হতে সাহায্য করবে, এই ভেবে আরও নাচ শিখেছিলাম।’

মায়ের ইচ্ছার বিরুদ্ধেই অভিনয়জগতে এসেছিলেন এই বিটাউন নায়িকা। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমার অভিনয়জগতে আসা নিয়ে মা খুবই ভয় পেতেন। আসলে পরিবারকে রাজি করানো খুবই কঠিন কাজ ছিল। মা আর আমি এক বাড়িতে থেকেও একে অপরের সঙ্গে কথা বলতাম না। আর তার কারণ অভিনয়। আমার পোশাক থেকে শুরু করে নানান বিষয় মায়ের খারাপ লাগত। এখনো তিনি রেগে যান। আমি বুঝতে পারি যে আমার জন্য দুনিয়াটা পুরোপুরি বদলে গেছে। কিন্তু মায়ের জন্য দুনিয়াটা সেই একই আছে।’

আনুশকা জানান, তিনি যে ধরনের পোশাক পরেন, শুরুতে তা সহরানপুরের মানুষও পছন্দ করতেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু আমার পোশাক নয়, রোমান্টিক দৃশ্যে আমার অভিনয় করা নিয়েও তাদের আপত্তি ছিল। তারা বলত, শর্মাজির মেয়ে কী করে এ রকম দৃশ্যে অভিনয় করতে পারে। সবার চিন্তাভাবনায় বদল আসতে সময় লেগেছে। সত্যি বলতে আগে মানুষের বাজে মন্তব্যে খারাপ লাগত, কাঁদতাম। কিন্তু এখন তা আর হয় না। এ সবকিছু থেকে আমি বের হয়ে এসেছি।’

ক্র্যাশ কোর্স ও ঘর ওয়াপসি–খ্যাত অভিনেত্রী আনুশকাকে আগামী দিনে বেশ কিছু ভালো প্রকল্পে দেখা যাবে। তিনি আগামী প্রকল্প সম্পর্কে বলেছেন, ‘আমি তিমাংগশু ধুলিয়া স্যারের গর্মীর শুটিং শেষ করলাম। এর কাহিনি ছাত্ররাজনীতিকে ঘিরে। আরবাজ খানের পাটনা শুক্লা ছবিতেও আছি। শিক্ষাব্যবস্থায় দুর্নীতি নিয়ে এই ছবি। এ ছাড়া আরও একটি ওয়েব সিরিজ ঝুলিতে আছে।’

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

বিয়ে করলেন ‘চাক দে ইন্ডিয়া’র সেই কমল, ভক্তরা ফিরে গেলেন ১৬ বছর আগে
***********************************************************************
নব্বইয়ের দশকে রোমান্টিক নায়ক হিসেবে শাহরুখ খানের ইমেজ হিন্দি সিনেমার দর্শকের কাছে পাকাপোক্ত হয়ে যায়। ২০০০ সালের পর থেকে নানা ধরনের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে শুরু করেন অভিনেতা। ২০০৪ সালে ‘স্বদেশ’, এর পর ২০০৭–এ করেন ‘চাক দে ইন্ডিয়া’। ছবিতে হকি কোচ কবীর খানকে এখনো মনে রেখেছেন ভক্তরা। শুধু কী কবীর খান, ছবির বিদ্যা শর্মা, প্রীতি সাবারওয়াল, কমল ছাউলতা চরিত্রগুলো হয়ে ওঠে দর্শকের ‘কাছের মানুষ’। তাঁদেরই একজন কমল ছাউলতা চরিত্রের অভিনয়শিল্পী ছিত্তর্ষি রাওয়াত বিয়ে করলেন। তাঁর বিয়েতে হাজির ছিলেন ‘চাক দে ইন্ডিয়া’র সহকর্মীরাও।

ছিত্তর্ষি রাওয়াত ভারতের উত্তরাখন্ডের মেয়ে। ছিলেন পেশাদার হকি খেলোয়াড়, নিজের রাজ্যের জাতীয় পর্যায়ের হকি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খেলার সঙ্গে উপস্থাপনা করতেন। হকি নিয়ে সিনেমা হচ্ছে, পেশাদার হকি খেলোয়াড় সঙ্গে বিনোদন দুনিয়ায় কাজ করেন; ছিত্তর্ষির তাই সুযোগ পেতে সময় লাগেনি। এরপর তো ইতিহাস ‘চাক দে ইন্ডিয়া’ দিয়েই রাতারাতি পরিচিতি পান।

সেই ছিত্তর্ষি রাওয়াত এবার বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিক ধ্রুবদিত্য ভাগ্যনানিকে। গত শনিবার ছত্তিশগড়ের বিলাসপুর গাঁটছড়া বাঁধেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নতুন জীবন শুরুর কথা জানান ছিত্তর্ষি।

বিয়েতে সোনালি-লাল লেহেঙ্গা পরেছিলেন ছিত্তর্ষি, পরনে ছিল ঐহিত্যবাহী অলংকার। ধ্রুবদিত্যের পরনে ছিল শেরওয়ানি। বিয়ের আগে বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ছিত্তর্ষি বলেছিলেন, ধুমধাম করে বিয়ে করার পরিকল্পনা ছিল না তাঁদের। চেয়েছিলেন নিজের শহর দেরাদুনে গিয়ে কোর্ট ম্যারেজ সেরে নিতে। ‘বিয়েতে খরচ করার ইচ্ছা ছিল না, দুজনেই ভেবেছিলাম পয়সা বাঁচিয়ে পরে ঘুরতে বের হব। কিন্তু দুজনের পরিবার ভোট দিল, তারই ফল এই আয়োজন,’ বলেন ছিত্তর্ষি।=

‘চাক দে ইন্ডিয়া’ টিমের একজনের বিয়ে, তাঁদের দলের আর কেউ হাজির থাকবেন তা–ই কি হয়! ছিত্তর্ষির বিয়েতে ছিলেন ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করা শিল্পা শুক্লা, বিদ্যা মালভেড়, তানিয়া আবরোল, শুভি মেহতা ও সীমা আজমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাক দে ইন্ডিয়া’ টিমের পুনর্মিলনীর ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

‘চাক দে ইন্ডিয়া’র পর বড় কোনো হিট উপহার দিতে না পারলেও এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন ছিত্তর্ষি। তাঁকে দেখা গেছে ‘ফ্যাশন’, ‘লাক’, ‘ইয়ে দুরিয়া’ ইত্যাদি সিনেমায়।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

পুরো সিনেমায় মাহফুজের মাথায় কানটুপি কেন? শেষে হবে রহস্য উন্মোচন
***********************************************************************
অর্পা আর মনার প্রেমকাহিনি নিয়ে পরিচালক চয়নিকা নির্মাণ করেছেন ‘প্রহেলিকা’। দুদিনের মধ্যে প্রকাশিত হবে সিনেমাটির রোমান্টিক গান ‘মেঘের নৌকা’। শনিবার ঢাকা ক্লাবে গানটির মুক্তির আগে আয়োজিত উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী এবং মনা ও অর্পা চরিত্রে অভিনয় করা মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। এ সময় তাঁরা জানান এই রোমান্টিক গানের এবং সিনেমা নির্মাণের পেছনের অনেক গল্প।

আসিফ ইকবালের লেখা ‘মেঘের নৌকা’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। সিলেট, সেন্ট মার্টিন ও ছেঁড়াদ্বীপসহ দেশের একাধিক স্থানে এই গানের দৃশ্য ধারণ করা হয়েছে।

‘প্রহেলিকা’ ছবিতে অর্পা আর মনার এই রোমান্টিক গানের পুরো দৃশ্যেই দেখা গেছে মাহফুজ আহমেদের মাথায় বিভিন্ন রঙের কানটুপি।

ঢাকা ক্লাবেও মাহফুজ উপস্থিত হয়েছিলেন কানটুপি পরে। এই কানটুপির রহস্য কী? জানতে চাইলে অভিনেতা রহস্য উন্মোচন করেননি। শুধু বলেছেন, এটাই এই সিনেমার রহস্য। আপনারা সিনেমা দেখতে গেলে বুঝতে পারবেন কী কারণে পুরো দৃশ্যেই তাঁকে কানটুপিতে দেখা গেছে। এ ছাড়া সিনেমাতেও কানটুপি পরেই অভিনয় করেছেন মাহফুজ। সিনেমার গল্পও রহস্যে ঘেরা। এই রহস্যও উন্মোচন করেননি নির্মাতারা।

‘প্রহেলিকা’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। এই সিনেমার জন্য কমিয়েছিলেন ওজনও। এত দিন পর কেন ‘প্রহেলিকা’তে অভিনয় করেছেন তিনি?

এ প্রসঙ্গে মাহফুজ বলেন, বাধ্য হয়ে এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। কে তাঁকে বাধ্য করেছে, জানতে চাইলে তিনি জানান, ‘ব্যক্তি মাহফুজ অভিনেতা মাহফুজকে বাধ্য করেছেন এই গল্পে অভিনয় করতে। কারণ, “প্রহেলিকা”র গল্প তাঁকে টেনেছে। সিনেমাটির গল্প এত সুন্দর যে অভিনয় করতে বাধ্য হয়েছি।’

অভিনয় চালিয়ে যাওয়ার প্রসঙ্গেও একই কথা বলেন মাহফুজ। ভালো গল্প পেলে ব্যক্তি মাহফুজই অভিনেতা মাহফুজকে আবারও বাধ্য করবেন। এত দিন পর ক্যামেরার সামনে এসেছেন। তারপর বর্তমান সময়ের আলোচিত নায়িকা বুবলীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়। শুটিংয়ে জড়তা কাজ করছিল কি না, জানতে চাইলে মাহফুজ জানান, ‘শুধু বুবলী নয়, এত দিন পর যে কারও সঙ্গেই অভিনয়ে ফিরলে একটু জড়তা কাজ করতই। তবে সাঁতার একবার শিখলে তা তো আর ভোলে না মানুষ। আমি তো একজন অভিনয়শিল্পীই।’ এ সময় তিনি বুবলীকে তাঁর সবচেয়ে প্রিয় সহ–অভিনেতা হিসেবে উল্লেখ করেন।

চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ-বুবলী ছাড়া এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 yrs

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

যে ভুল এখনো ভুলতে পারেননি
***********************************************************************
তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা থেকে এমি—হেন পুরস্কার নেই জেতেননি তিনি। অভিনয় করেছেন প্রশংসিত ও পুরস্কৃত অনেক সিনেমায়। তবে এত দিনেও ক্যারিয়ারের শুরুর দিকে করা একটি ভুলের কথা ভুলতে পারেননি রিজ উইদারস্পুন।

১০ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে রিজের নতুন সিনেমা ‘ইয়োর প্লেস অর মাইন’। ছবিটির প্রচারে এসে অতীতের ভুল নিয়ে কথা বললেন এ অভিনেত্রী, যে ভুলের সঙ্গে জড়িয়ে আছে রবার্ট ডি নিরোর নাম!

স্মৃতির সরণি বেয়ে ১৯৯১ সালে ফিরে যান রিজ উইদারস্পুন, যখন মার্টিন স্করসেজি ও রবাট ডি নিরো পরিচালক-অভিনেতা জুটির ‘কেপ ফিয়ার’ সিনেমার অডিশন দিয়েছিলেন তিনি। সেই স্মৃতি মনে করে ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানে রিজ বলেন, ‘ছবিটিতে আমি অভিনয়ের সুযোগ পাইনি। কারণ, অডিশনের সময় প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তখন রবার্ট ডি নিরো সম্পর্কে জানতাম না। অডিশন দিতে গেলে অভ্যর্থনাকারী আমাকে বলেন, “তিনি (ডি নিরো) আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিনেতা।”’

অডিশনের সময় কতটা নার্ভাস ছিলেন, তা জানিয়ে রিজ আরও বলেন, ‘এমনিতেই অডিশন নিয়ে নার্ভাস ছিলাম, ডি নিরোকে নিয়ে অভ্যর্থনাকারীর মন্তব্য শুনে আরও ঘাবড়ে যাই। তখন আমার মোটে ১৪ বছর বয়স, “গুডফেলাজ”, “দ্য গডফাদার” কোনোটিই দেখা হয়নি; ফলে আরও নার্ভাস হয়ে পড়েছিলাম।’ সেদিন অডিশনে নার্ভাস থাকায় কোনো কথাই বলতে পারেননি রিজ, স্বভাবতই ছবিটি থেকে বাদ পড়েন।

তবে এই গল্পের এখানেই শেষ নয়। এরপর কী হয়েছিল, সেটিও জানিয়েছেন ৪৬ বছর বয়সী অভিনেত্রী, ‘আমি তো ভেবেছিলাম, তিনি (রবাট ডি নিরো) সেদিনের ঘটনা ভুলে যাবেন, অডিশনে যে এতটা খারাপ করেছিলাম, কারও মনে থাকবে না। কিন্তু তিনি পরে বলেছিলেন, “তোমাকে চিনতে পেরেছি।” আমি তো খুব চমকে যাই। তিনি ভেঙে বলেন, “তুমি তো সে–ই, অডিশনে যে একটা শব্দও বলতে পারেনি।”’

রোমান্টিক-কমেডি ঘরানার ছবি ‘ইয়োর প্লেস অর মাইন’–এ রিজের সঙ্গে অভিনয় করেছেন অ্যাস্টন কুচার। অভিনেত্রী ছাড়াও ছবিটির অন্যতম প্রযোজকও রিজ।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Showing 12375 out of 19613
  • 12371
  • 12372
  • 12373
  • 12374
  • 12375
  • 12376
  • 12377
  • 12378
  • 12379
  • 12380
  • 12381
  • 12382
  • 12383
  • 12384
  • 12385
  • 12386
  • 12387
  • 12388
  • 12389
  • 12390

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund