মেঘের বাড়ি । পর্ব -০৩
----------------------------------------
রানা কিছু জানতে পেরেছিস?"
" হ ভাবি এমন একটা খবর আছে৷ যেটা শুনলে তুমি খুশিতে নেচে উঠবে৷"
" কি খবর দ্রুত বল রানা৷ আমার আর তর সয় না৷"
রানা তিন ঢোকে পানি খেয়ে বলতে লাগলো,"
ভাবি সোহেল ভাইয়ের শাশুড়ি আর তার মাইয়ার নামে তো ওই গ্রামে নানান বাজে কথা রটে আছে৷".
আখি একটু বিরক্ত হয়ে বললো, রানা যা কয়তাছো খুইলা কও৷ হেয়ালি কইরো না৷"" কয়তাছি ভাবি৷ আমি ওই গ্রামে যাইয়া ভাবির নাম তো জানি না তয় হের ভাইয়ের নাম নাজমুলের নাম জ্বিগায়তে কেউ চিনলো না তহন হের মার নাম কয়তে সবাই চিনলো৷
https://www.lovestorybangla.xy....z/2022/10/blog-post_
মেঘের বাড়ি । পর্ব -০১
--------------------------------------------
আমি আর ও বাড়ি ফিরে যাবো না আম্মা৷" মেঘের কথা শুনে রুমে থাকা প্রত্যেকটা মানুষ যে হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেঘের দিকে৷
বিয়ের তিন দিনের মাথায় মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসে মেঘের পাঁচ ভাই আর দুই বোন৷
প্রত্যেকে ভিষণ হাসি খুশি ছিলো
কিন্তু এই হাসি খুশির মূহূর্তটা যে বেশিক্ষণ স্থায়ী নয় সেটা ঘূনাক্ষরেও কেউ জানতে পারেনি৷
মেঘের মা তার মেয়ের মুখের কথা শুনে পাথর হয়ে বসে রইলেন৷
একটা শব্দও মুখ থেকে বের করলেন না৷ হয়তো মাত্রারিক্ত শক থেকে তিনি চুপ হয়ে রইলেন৷
https://www.lovestorybangla.xy....z/2022/10/blog-post_