অ্যান্ড্রয়েডের জন্যও সেটিংসে সার্চ বার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ
***********************************************************************
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মুঠোফোন ব্যবহারকারীদের জন্য সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে বিভিন্ন তথ্য খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। আইফোনে ইতিমধ্যে এ সুবিধা চালু রয়েছে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন এ সুবিধা চালুর জন্য এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিকভাবে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য এ সুবিধা চালু করা হবে।
জানা গেছে, চালু হতে যাওয়া সার্চ বারে কোনো বিষয়ে তথ্য খোঁজ করলে ব্যবহারকারীদের উপযোগী বিভিন্ন উত্তর দেখাবে হোয়াটসঅ্যাপ। ফলে অ্যাপটির বিভিন্ন সুবিধা জানার পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে দ্রুত তথ্য পাওয়া যাবে। শিগগিরই এ সুবিধা চালু হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Source: প্রথম আলো
টিকটক নিষিদ্ধের বিপক্ষে ইলন মাস্ক, তবে...
***********************************************************************
খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার পরিচালনায় নিজের নেওয়া পদক্ষেপের সাফাই গাইলেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিরল ও দীর্ঘ সাক্ষাৎকারে টুইটার পরিচালনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন মাস্ক। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনকুবের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দপ্তরে বসে প্রায় এক ঘণ্টা বিবিসির প্রযুক্তিবিষয়ক প্রতিনিধি জেমস ক্লেটনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ইলন মাস্কের ওই সাক্ষাৎকার থেকে জানা ছয়টি বিষয় নিচে দেওয়া হলো:
ঘৃণা ভাষ্য প্রচার বৃদ্ধির অভিযোগ অস্বীকার
ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর এতে ঘৃণা ভাষ্যের প্রচার বেড়ে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে টুইটারের ভেতরের কিছু কর্মী বিবিসিকে বলেছিল, কর্মী ছাঁটাই ও মাস্কের কিছু পরিবর্তনের কারণে ব্যবহারকারীকে ট্রল, রাষ্ট্রীয় সহায়তায় ভুয়া তথ্য ছড়ানো ও শিশুদের প্রতি যৌন আচরণ প্রতিরোধের সক্ষমতা এখন টুইটারের নেই। টুইটারকে নিরাপদ রাখতে গত মার্চে চার লাখ অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। এসব ব্যাপারে মাস্কের জবাব এমন—তিনি দায়িত্ব নেওয়ার আগে ও পরে ব্যবহারকারীর তথ্যে প্রবেশাধিকার নেই। আর ভুয়া তথ্য ও ঘৃণ্য ভাষ্যের বিষয় সম্পর্কে তাঁর নিজস্ব বোঝাপড়া আছে।
গত নির্বাচনে বাইডেনকে ভোট দিয়েছেন
যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্ক ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছেন। সাক্ষাৎকারের এক অংশে তিনি টুইটার ব্যবহারে ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে নিজের যুক্তি তুলে ধরেন। সহিংসতায় উসকানির অভিযোগে ট্রাম্পকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ভুল তথ্য ছড়ানো কমেছে
ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর ভুয়া বট অ্যাকাউন্টগুলো মুছে ফেলার তার প্রচেষ্টা সফল হয়েছে ও প্ল্যাটফর্মটিতে ভুল তথ্য ছড়ানো কমেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আমার অভিজ্ঞতা হলো আগের তুলনায় টুইটারে এখন ভুল তথ্য কম।
টিকটক নিষিদ্ধের বিরোধিতা
মাস্ক টিকটক ব্যবহার করেন না। তবে তিনি অ্যাপটি নিষিদ্ধের বিপক্ষে। নিরাপত্তা উদ্বেগ থেকে চীনা মালিকানাধীন অ্যাপটি নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আর কিছু দেশ এরই মধ্যে সরকারি কর্মকর্তাদের ফোনে এই অ্যাপ নিষিদ্ধ করেছে। মাস্ক বলেন, আমি সাধারণত কোনো কিছু নিষিদ্ধের বিপক্ষে। তবে তিনি এ–ও বলেছেন, টিকটক নিষিদ্ধ হলে টুইটারের সুবিধা হবে। কারণ, তখন টুইটারে ব্যবহারকারীর সময় ব্যয় বৃদ্ধি পাবে।
৪৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনবেন না
সাক্ষাৎকারের শুরুতেই তিনি বলেন, এখন যদি কেউ তাঁর কেনা মূল্যে টুইটার কেনার প্রস্তাব দেন, তবে তিনি সে প্রস্তাব ফিরিয়ে দেবেন। তিনি দাবি করেন, তিনি যখন টুইটার কেনেন, তখন প্রতিষ্ঠানটি অলাভজনক ছিল এবং মাত্র কয়েক মাস চলবে এমন পরিস্থিতিতে ছিল।
বিবিসিকে দেওয়া লেবেল পরিবর্তন
সম্প্রতি বিবিসিকে ‘সরকারি তহবিলে পরিচালিত’ সংবাদমাধ্যম হিসেবে চিহ্নিত করে টুইটার। তবে ব্রিটিশ গণমাধ্যমটি এ ব্যাপারে আপত্তি তোলে। সাক্ষাৎকারে ইলন মাস্ক এটা পরিবর্তন করে তাদের ‘জনগণের অর্থে পরিচালিত’ হিসেবে চিহ্নিত করার প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টা পর নতুন লেবেল দেখা যায়।
সূত্র: বিবিসি
Source: প্রথম আলো
খাগড়াছড়িতে শিশুদের প্রোগ্রামিং শেখাতে আমিরের উদ্যোগ
***********************************************************************
৫ থেকে ১৪ বছরের প্রায় অর্ধশত শিশু। বেশির ভাগ শিশু চাকমা ও মারমা সম্প্রদায়ের। কেউ কেউ বসে আছে কম্পিউটারের সামনে। ছোট ছোট হাতের আঙুলগুলো খেলা করছে কম্পিউটার কি–বোর্ডে। আবার কেউ শ্রেণিকক্ষে বসে ইংরেজি শেখার ক্লাস করছে। ১১ এপ্রিল এমন দৃশ্য দেখা গেল খাগড়াছড়ির তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্র এডুলাইফ আইটি ইনস্টিটিউটে। খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়া মহিলা কলেজ রোডের গীতা ভবনে এ প্রশিক্ষণকেন্দ্র। স্কুলপড়ুয়া ৫৬ শিশুকে ৫ ব্যাচে ভাগ করে শুক্র ও শনিবার কম্পিউটার প্রোগ্রামিং ও ইংরেজি শেখানো হয়।
এডুলাইফের প্রধান নির্বাহী কর্মকতা আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিভাবকদের কাছ থেকে যেমন সাড়া পেয়েছি, তেমনি ছাত্রছাত্রীরাও তাদের অগ্রগতির স্বাক্ষর রাখছে। পশ্চাৎপদ এলাকা হিসেবে খাগড়াছড়িতে এডুলাইফই প্রথম এ ধরনের একটি কর্মসূচি হাতে নিয়েছে।’
চালু হওয়ার দুই মাসের মধ্যে কিডস প্রোগ্রামের ছোট কোমলমতি ছাত্রছাত্রীরা এখন কম্পিউটারে টাইপ করা শুরু করেছে। অন্যদিকে ইংরেজিতে জড়তা কাটিয়ে কথা বলার পাশাপাশী প্রাথমিক পর্যায়ের প্রোগ্রামিং ভাষাগুলোতে দক্ষ হয়ে উঠছে।
আমির জানান, ‘এটা আমাদের জন্য ছিল চ্যালেঞ্জের এক কাজ। কারণ, অভিভাবকদের প্রোগ্রামিং শেখানোর ব্যাপার বোঝাতে কষ্ট হয়েছে। অনেক জায়গা থেকে ফিরে আসতে হয়েছে। তাঁদের এভাবে বোঝানো হয়েছে, আপনার শিশুকে নাচ শেখান, গান শেখান, অভিনয় শেখান—পাশাপাশি যদি ইংরেজি, কম্পিউটার ও প্রোগ্রামিং শেখান; তাহলে এটি আপনার সন্তানের কাজে আসবে। তখন অভিভাবকেরা সাড়া দিয়েছেন।’
কম্পিউটার ও ইংরেজি শেখানোর এ কোর্স সফল করতে বয়স অনুযায়ী ব্যাচ সাজানো হয়েছে। ৫ থেকে ৯ বছর বয়সীদের জন্য জুনিয়র ব্যাচ এবং ১০ থেকে ১৪ বছর বয়সীদের জন্য সিনিয়র ব্যাচ।
আমির হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় উদ্যোগের মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা সবাই জানি, ফ্রিল্যান্সিংসহ অন্যান্য বিষয়ে কর্মসংস্থান, যোগাযোগ ও তথ্য আদান–প্রদানের অন্যতম মাধ্যম হচ্ছে ইংরেজিতে দক্ষতা অর্জন। আমি যদি কম্পিউটার শিখতে যাই, চাকরির ইন্টারভিউতে যাই কিংবা কোনো ব্যবসা করি; তাতে ইংরেজি জানা, বোঝা ও বলা খুবই গুরুত্বপূর্ণ।’
আমির হোসেন ২০১৫ সালে খাগড়াছড়িতে এডুলাইফ আইটি ইনস্টিউট প্রতিষ্ঠা করেন। ৩৫ বছর বয়সী আমির হোসেন ছিলেন হোমিও চিকিৎসক। পরে মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে তথ্যপ্রযুক্তির আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন। এখন ২২ জন কর্মী নিয়ে খাগড়াছড়িতে বসে তিনি বিদেশের কাজ করে যাচ্ছেন।
আমির হোসেন বলেন, ‘ছাত্রজীবনের শুরু থেকে যদি ইংরেজিতে কথা বলা ও যোগাযোগ এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, তবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়ে যায়। পেশাজীবনের শুরু ভালো হয়। পাশাপাশি যদি আগে থেকে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় যেমন প্রোগ্রামিং শেখা যায়, তবে ফ্রিল্যান্সার হিসেবে সহজে কাজ করা যায়। এ জন্য আমরা পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েদের এ সুযোগ দিতে চাচ্ছি। যাদের আর্থিক সংগতি কম, তাদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
শিশুদের এ কর্মসূচির পোশাকি নাম ‘এডুলাইফ কিডস—আফটার স্কুল’। এক বছর মেয়াদি এ কর্মসূচিতে শিশুরা স্পোকেন ইংলিশ, কম্পিউটার, গণিত ও কোডিং শিখতে পারছে।
Source: প্রথম আলো
মায়ের কথা সত্য প্রমাণ করলেন সালমান
***********************************************************************
অবশেষে হিন্দি ছবির জগতে পা রাখতে চলেছেন শেহনাজ গিল। বলিউড সুপারস্টার সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির অন্যতম মূল চরিত্রে আছেন এই পাঞ্জাবি কন্যা। গত সোমবার মুম্বাইয়ে হয়ে গেল এ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে সালমান খান ছাড়া উপস্থিত ছিলেন ছবির নায়িকা পূজা হেগড়ে, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, জসসি গিল, পালক তিওয়ারি প্রমুখ।
সালমান খানের সঙ্গে কাজ করতে কতটা নার্ভাস ছিলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেহনাজ বলেন, ‘এমনিতে আমি কখনো নার্ভাস হই না। নার্ভাস হওয়া আমার ধাতে নেই। তবে সালমান স্যার সামনে থাকলে কী হয়, তা তো সবারই জানা।’
আর সবার আগে নিজেকে ভালোবাসা জরুরি বলে মনে করি। আর তারপর সালমান স্যার আর বাকি সবাইকে ভালোবাসি (সশব্দ হেসে)। এই মঞ্চে এত বড় বড় মানুষের মধ্যে দাঁড়াতে পেরে দারুণ লাগছে। আর তাঁরা প্রত্যেকে জীবনে সফল। সালমান স্যারের পেছনের সারিতে দাঁড়াতে পেরে আমি গর্বিত। তাঁর সঙ্গে কাজ করে আমি দারুণ খুশি। আর এই সবকিছুর জন্য সালমান স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই।’
ক্যারিয়ারের শুরুর দিকের একটা ঘটনা শেয়ার করে এই পাঞ্জাবি কন্যা বলেন, ‘আমার জীবনের প্রথম মিউজিক ভিডিওর কথা আমার মনে আছে। আমাকে সেই মিউজিক ভিডিও থেকে বাদ দেওয়া হয়েছিল। বাচ্চা বলে আমাকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন আমি খুব কেঁদেছিলাম। আমার মা তখন আমায় সান্ত্বনা দিয়ে বলেছিলেন, একদিন আমি সালমান খানের ছবিতে কাজ করব। সালমান স্যার আমাকে এই সুযোগ দিয়ে প্রমাণ করলেন যে মায়ের কথা সত্য হয়। তাই আজ আমি এখানে দাঁড়িয়ে।’
‘বিগ বস ১৩’ থেকে শেহনাজের ক্যারিয়ার নতুন দিকে মোড় নেয়। এই ‘বিতর্কিত’ রিয়েলিটির শোর আসর থেকেই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের বন্ধুত্ব শুরু। অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রেম চলছে।
সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে দারুণভাবে ভেঙে পড়েন শেহনাজ। তারপর ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। আর এখন তো তাঁর ক্যারিয়ার দুরন্তগতিতে ছুটছে। কিন্তু বললে ভুল হবে না, শেহনাজের হাসিখুশি মুখের আড়ালে আজও অনেক বেদনা লুকিয়ে আছে। আর তাই ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সালমান শেহনাজকে যখন ‘আগে বাড়ো’ বলেন, জবাবে স্মিত হেসে বলিউডের এই নবাগতা বলেন, ‘আমি তা–ই করছি।’
সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার ইতিমধ্যে নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে। অ্যাকশনধর্মী এই ছবিতে সালমান আর পূজার রোমান্স যে বাড়তি আলোচনার জন্ম দেবে, ট্রেলারেই তার ইঙ্গিত মিলেছে। ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে দক্ষিণের দুই তারকা ভেঙ্কটেশ আর জগপতি বাবুকে দেখা যাবে। ছবিটি ঈদে আসতে চলেছে।
Source: প্রথম আলো