Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    avancerad sökning
  • Logga in
  • Registrera

  • Dagläge
  • © 2025 Linkeei
    Handla om • Katalog • Kontakta oss • Utvecklare • Integritetspolicy • Villkor • Återbetalning • Linkeei App install

    Välj Språk

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Kolla på

Kolla på Rullar Filmer

evenemang

Bläddra bland evenemang Mina händelser

Blogg

Bläddra bland artiklar

Marknadsföra

Senaste produkterna

Sidor

Mina sidor Gillade sidor

Mer

Forum Utforska populära inlägg Spel Jobb Erbjudanden
Rullar Kolla på evenemang Marknadsföra Blogg Mina sidor Se allt

Upptäck inlägg

Posts

Användare

Sidor

Grupp

Blogg

Marknadsföra

evenemang

Spel

Forum

Filmer

Jobb

Magazine
Magazine
3 år

‘পাঠান’ দেখে দর্শকেরা কী বলছেন
***********************************************************************
আলোচনা ও বিতর্ক নিয়ে বুধবার মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিনেমাটির প্রথম শো দেখতে ভোর থেকেই হলের সামনে ভিড় করেন আগ্রহী দর্শকেরা। ভারতের বিভিন্ন জায়গা সকাল ছয়টা থেকে প্রথম শো শুরু হয়। তবে বেশির ভাগ সিনেমা হলে শো শুরু হয় সকাল নয়টা থেকে। সিনেমাটির প্রথম শোর বিরতিতেই একাধিক দর্শক অর্ধেক সিনেমা দেখেই সংক্ষিপ্ত রিভিউ দেন। কেউ ভারত ও দেশের বাইরে থেকে সিনেমাটি দেখে রিভিউ লেখেন। পাঠান দেখে এসব দর্শক কী বলছেন?

বলিউডে যেন হারিয়ে যেতে বলেছিল—এ কথা বলিউড-বিশ্লেষকদের। কারণ, গত বছর সাড়া জাগাতে পারেনি কোনো বলিউড সিনেমা। এর মধ্যেই বলিউডের জন্য সোনায় সোহাগা হয়ে এল ‘পাঠান’। শাহরুখের এই সিনেমা এখন ভারতের তুমুল আলোচনায়। বিচ্ছিন্ন কিছু বিতর্ক কিংবা বয়কটের মতো ঘটনা বৃহৎ দর্শকদের মাথা নেই। তাঁরা সিনেমাটি দেখতে চান। তার প্রমাণ দিয়েছেন ভারতের শাহরুখপ্রেমীরা। সিনেমাটি দেখতে শাহরুখ ভক্তরা কলকাতাসহ বেশ কিছু স্থানে মিছিল করেছেন।

‘পাঠান’ সিনেমার ট্রেলার দেখার পর থেকে আলোচনায় আসে সিনেমাটির মারপিটের দৃশ্য। আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মারপিটের দৃশ্যগুলোর প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা। চলচ্চিত্র সমালোচক সুচিন মেহরোত্রা বেলা ১১টার দিকে টুইটে ‘পাঠান’-এর প্রশংসা করে লিখেছেন, ভারতীয় সিনেমায় শাহরুখের অ্যাকশনে দৃশ্যগুলো অসাধারণ। বিশেষ করে ক্রেডিট লাইনের অ্যাকশনকে তিনি ‘মারভেল’-এর সিনেমার সঙ্গে তুলনা করেছেন।

শাহরুখের ‘পাঠান’ নিয়ে ভক্তদের আগে থেকেই প্রত্যাশা ছিল অনেক বেশি। সিনেমা দেখে কতটা পূরণ হলো? শাহরুখের ভক্ত টুইটে লিখেছেন, ‘শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য। “পাঠান”-এর সঙ্গে জিমের (জন আব্রাহাম) মারামারির দৃশ্য নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো। তবে শাহরুখ ও জনের দৃশ্যগুলো অ্যাভারেজ প্রত্যাশা ছিল। সেখানে তারা প্রত্যাশা পূরণ করেছে।’ আরেক ভক্তে লিখেছেন, ‘হাইভোল্টেজ অ্যাকশন সিনেমা। সঙ্গে দারুণ গল্প! পরিচালক সিদ্ধার্থ আনন্দ তাঁর সেরাটা দিয়েছেন। শাহরুখ খানের অভিনয় দারুণ। জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন—তাঁরাও দারুণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে মনে হলো, আবার বলিউডের ত্রাণকর্তা ফিরেছেন।’

‘পাঠান’-এর নির্মাণ, গল্প উপস্থাপনা ও ক্যামেরার কাজের প্রশংসা করেছেন অনেকে। এ ছাড়া অতিথি চরিত্রে সালমানের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক। টুইটারে ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল লিখেছেন, ‘সালমান ভাইয়ের “পাঠান”-এ এন্ট্রি আগুনের মতো। “পাঠান” ও “টাইগার”-র একসঙ্গে পর্দায় আসা মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হলো সিনেমা হল নিচে নেমে যাচ্ছে। ভারতের সিনেমা ইতিহাসে শাহরুখ–সালমানের এই দৃশ্য সেরা একটা দৃশ্য হয়ে থাকবে। থিয়েটারকে যেন স্টেডিয়ামে পরিণত করেছে। বাপ রে বাপ, কিয়া অ্যাকশন দিখায়া হায়...’

দেশের দর্শকেরা যখন সিনেমাটির প্রথম শো দেখায় ব্যস্ত, তখন বিভিন্ন দেশে প্রথম শো শেষে দর্শকেরা ব্যস্ত রিভিউ নিয়ে। নিউজিল্যান্ড থেকে সিনেমাটি দেখে অনেকেই টুইটারে পছন্দের দৃশ্যের ভিডিও শেয়ার করেছেন। সেখানে শাহরুখ ছাড়াও সালমানের খানের ১০ মিনিটের অতিথি চরিত্র, জন আব্রাহাম, দীপিকার অভিনয়ের প্রশংসা করেন অনেকে। তাঁদের বেশির ভাগের মন্তব্য, অবশেষে বলিউড ফিরছে। একজন লিখেছেন, ‘নিউজিল্যান্ড থেকে প্রথম শো দেখলাম। অনেক অ্যাকশন দৃশ্য। আপনি যদি শাহরুখভক্ত হন, তাহলে আপনার কাছে এগুলো অনেক ভালো লাগবে। সিনেমার অন্যতম একটা চমক সালমানের সঙ্গে শাহরুখ খানের অংশ। বলিউডের সেরা অ্যাকশন সিনেমা। দারুণ বিনোদন পেয়েছি। এতটা ভালো প্রত্যাশা করিনি। দীপিকার অভিনয় অসাধারণ। শেষ পর্যন্ত সিনেমাটি দেখেছি। অনেক চমক রয়েছে। ট্রেলারে এর ৫ ভাগ দেখায়নি।’

আরেকজন লিখেছেন, ‘“পাঠান”-কে আমি ১০-এ ১০ দেব। ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ প্রশংসার জোর দাবি রাখে। চার বছর পর শাহরুখ ফিরেছেন, এই সময়ে তাঁর কঠোর পরিশ্রম বৃথায় যাবে না। অনেকেই সিনেমাটি নিয়ে নেতিবাচক গুজব ছড়িয়েছিলেন, তাঁরা একবার গিয়ে সালমান খানের ১০ মিনিট অভিনয় দেখে আসুন, দেখুন এ কোন জন আব্রাহাম, এ কোনো শাহরুখ?’

তবে বেশ কিছু টুইটার ব্যবহারকারী সিনেমাটি নিয়ে কিছুটা বিরূপ মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, অনেক প্রত্যাশা নিয়ে সিনেমাটির প্রথম শো দেখতে গিয়েছিলেন, কিন্তু চিত্রনাট্য ও গল্প নিয়ে তাঁরা কিছুটা হতাশ। কেউ আবার সিনেমাটি দেখে মন্তব্য করেছেন, ‘পাঠান’ ‘মিশন ইম্পসিবল’ সিনেমার সস্তা ভার্সন। দেশকে বাঁচানোর জন্য ভালো অ্যাকশন দৃশ্যগুলোর পুনরাবৃত্তি ছিল। মোদ্দাকথা, খুব বেশি অ্যাকশন সিনেমা হয়ে গেছে। তাঁদের এসব মন্তব্যের নিচে শাহরুখভক্তদের পাল্টা মন্তব্য ছিল আক্রমণাত্মক। তাঁরা অনেকেই লিখেছেন, না দেখে এসব সমালোচনা।
সূত্র: হিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টু ডে, মিন্ট ও টুইটার।

Source: প্রথম আলো

image
Tycka om
Kommentar
Dela med sig
Magazine
Magazine
3 år

৫০ কোটির বাড়ি, বিয়েতে আর কী উপহার পেলেন রাহুল-আথিয়া
***********************************************************************
দীর্ঘদিন প্রেমের পর অবশেষে গত সোমবার গাঁটছড়া বেঁধেছেন ক্রিকেটার ও অভিনেত্রী জুটি কে এল রাহুল ও আথিয়া শেঠি। আথিয়া বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে। তাঁদের বিয়েতে শুধু বিনোদনজগতের তারকারাই নয়, উপহার নিয়ে উপস্থিত হয়েছিলেন ক্রিকেটাঙ্গনের তারকারাও।

সামনে রাহুলের খেলার লম্বা সূচি আর আথিয়ার কাজের ব্যস্ততা। তাই তো রাহুল-আথিয়া জুটির বিয়েটা হয়েছে একেবারেই সাদামাটাভাবে। পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে মাত্র ১০০ জনের উপস্থিতি ছিল এই বিয়েতে। কাজের ব্যস্ততা কমলে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তাঁরা। স্বল্প পরিসরে বিয়ের অনুষ্ঠান করলেও তাঁদের বিয়ে উপহারের মধ্যে ছিল অনেক চমক। বাড়ি, গাড়ি, নেকলেস—ঘড়ি কী ছিল না!

বিয়েতে মেয়েকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বাবা সুনীল শেঠি, যার মূল্য ৫০ কোটি রুপি। শুধু তাই নয়, বলিউডের ‘ভাইজান’খ্যাত সালমান খান উপহার দিয়েছেন অডি গাড়ি। সুনীলের ঘনিষ্ঠ বন্ধু সালমান। তাই তো বন্ধুর মেয়ের বিয়েতে উপহার দিলেন ১ কোটি ৬৪ লাখ রুপি মূল্যের গাড়ি। এ ছাড়া সুনীল শেঠির আরেক বন্ধু জ্যাকি শ্রফও আথিয়াকে দিয়েছেন ৩০ লাখ রুপি দামের ঘড়ি।

আথিয়ার বন্ধুরাও দিয়েছেন উপহার। তাঁর বাল্যবন্ধু অর্জুন কাপুরের দেওয়া হীরার ব্রেসলেটের মূল্য প্রায় দেড় কোটি রুপি। ভারত জাতীয় ক্রিকেট দলের রাহুলের সতীর্থরাও উপহার দিয়েছেন। বিরাট কোহলি উপহার হিসেবে দিয়েছেন বিএমডব্লিউ গাড়ি। যার মূল্য ২ কোটি ১৭ লাখ রুপি। রাহুলকে বিয়ের উপহার হিসেবে ৮০ লাখ রুপির একটি কাওয়াসাকি নিনজা বাইক দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

২০১৯ সালে প্রকাশ্যে আসে এই জুটির প্রেমের খবর। গত সোমবার সুনীল শেঠির খান্ডালার বাংলোতে তাঁদের বিয়ে হয়। রাহুল-আথিয়ার কাজের ব্যস্ততার কারণে এখন সাদামাটাভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলেও আইপিএল শেষে আগামী মে মাসে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে রাহুলের ক্রিকেট–সঙ্গীদের পাশাপাশি যোগ দেবেন আথিয়ার বলিউড–সঙ্গীরাও।

Source: প্রথম আলো

image
Tycka om
Kommentar
Dela med sig
Magazine
Magazine
3 år

পাঠান দেখে, মাইকেল জ্যাকসনের সঙ্গে যেভাবে শাহরুখের মিল পেলেন ঢাকার নায়ক
***********************************************************************
ভারতজুড়ে এখন সিনেমা হলগুলোতে উৎসব চলছে। শাহরুখের সিনেমা ‘পাঠান’ দেখতে দলে দলে দর্শক ভিড় করছেন সিনেমা হলগুলোতে। যে কারণে বেশির ভাগ সিনেমা হলের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। টিকিট পাওয়া গেলেও ৫–৬ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে ব্ল্যাকে। তারপরও দর্শকদের উৎসাহে কোনো ভাটা নেই। সেই উৎসবমুখর পরিবেশে কলকাতার কোয়েস্ট মলে ব্ল্যাকে টিকিট কেটে পাঠান দেখেছেন ঢালিউড চিত্রনায়ক নিরব। জানালেন তাঁর অভিজ্ঞতা।

শৈশব থেকে নিরবের পছন্দের নায়ক শাহরুখ খান। এর আগে প্রিয় নায়কের কোনো ছবি প্রথম দিন সিনেমা হলে দেখার সুযোগ হয়নি। এবার তিনি কাজে ছিলেন কলকাতায়। এই সুযোগে গতকাল রাত সাড়ে ১১টায় ১০ জন মিলে ‘পাঠান’ দেখেছেন। সিনেমাটি কেমন লেগেছে, এমন প্রশ্নে নিরব বলেন, ‘এককথায় ফাটাফাটি। আমার কাছে অস্থির লেগেছে। দর্শকদের সঙ্গে প্রথম দিন সিনেমাটি দেখাটা অন্য রকম অনুভূতি ছিল। হলজুড়ে একটা উৎসবের মতো পরিবেশ ছিল। সিনেমার মতো এটাও ছিল দেখার মতো।’

নিরব আরও বলেন, ‘শাহরুখ খানের সিনেমা দেখার উৎসবটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। শুরু থেকেই চমক। প্রথমেই শাহরুখ খানের চোখ দিয়ে সিনেমার গল্প শুরু হয়। তারপর ঠোঁট দেখা যায়। প্রতিটা ফ্রেমে দর্শকের হইহল্লা মনে করিয়ে দিচ্ছিল মাইকেল জ্যাকসনের কথা। ম্যাইকেল জ্যাকসনের মঞ্চে আসার অনেক ভিডিও দেখেছি। তাঁর দর্শকদের সামনে আসার আলাদা একটি স্টাইল ছিল। দেখা যেত, একটা মূর্তি দাঁড়িয়ে আছে। কেউই বুঝত না এটা জ্যাকসন। ৩–৪ মিনিট পর যখন মাইকেল জ্যাকসন নড়াচড়া করতেন, তখন দর্শকেরা যেভাবে ফেটে পরতেন, ঠিকই একইভাবে দর্শকেরা গতকাল শাহরুখকে নিয়েছেন, একই রকম উত্তেজনা ছিল। দর্শক আবেগে কান্না–হাসিতে ফেটে পড়েছেন। সিনেমা হলের পরিবেশটা এমনই হওয়া উচিত।’

নিরবের প্রত্যাশা শতভাগ পূরণ করেছে ‘পাঠান’। সিনেমার গল্প বলার ধরন, নির্মাণ, ক্যামেরার কাজ—সবই তাঁকে মুগ্ধ করেছে। নিরব বলেন, ‘বিশেষ কোনো অংশের কথা বলব না। প্রায় প্রতিটা দৃশ্যই দারুণ জমেছিল। গল্পের টুইস্ট হয়তো অনেকেই ধরতে পারবে। কিন্তু পুরোটা শেষ না করে কেউ উঠবে না। আর “পাঠান” সংলাপগুলো বিপুল করতালি পেয়েছে। প্রথম সংলাপটাই এমন, একজন ইংরেজিতে বলছেন, “হু আর ইউ”। শাহরুখ বলছেন, “উহু উহু হিন্দিমে”—এমন বহু মুহূর্তে হলের দর্শক হইচই শুরু করে দিয়েছিলেন। তাঁরা সিনেমার দেশপ্রেমটা তুলে ধরেন। দর্শকদের এই ভালোবাসার রিঅ্যাকশ হলে বসে না দেখলে বোঝানো কঠিন। সালমানের সঙ্গে দৃশ্যটি অসাধারণ লেগেছে। বোঝা যায়, সিনেমায় ডিরেক্টর, চিত্রনাট্যকার আর্টিস্টরা কতটা গভীরভাবে ইনভল্ব ছিলেন। শাহরুখ, দীপিকা, জন আব্রাহামসহ সবার অভিনয় দারুণ।’

অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল সিনেমার অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আলোচনায় থাকলেও সালমান খানের কোনো লুক এত দিন প্রকাশ পায়নি। অবশেষে ‘পাঠান’-এ সালমান খানের উপস্থিতি বাজিমাত করেছে। টাইগার লুকে তাঁকে দেখা গেছে ‘পাঠান’ ছবিতে।

সালমানের অংশগুলোর প্রশংসা করে নিরব বলেন, ‘সিনেমার একদম শেষে শাহরুখ ও সালমান খানের সংলাপ আছে।

সেটার কনভারসেশন দেখে দর্শকেরা কী যে মাতামাতি। অংশটা ছিল এমন, পাশাপাশি দুজন বসে আছেন, শাহরুখ সালমানকে বলছেন, “আর পারছি নারে, ভাবছি ৩০ বছর তো হয়ে গেল, এখন আমাদের থামা উচিত”। সালমান বলছেন, “কিন্তু আমাদের জায়গা কে নিবে?” শাহরুখ বলছেন, “ওই ছেলেটা পারবে না?” সালমান কিছুটা দোটানা নিয়ে বলেন, “না, পারবে না, আমাদেরই কিছু একটা করতে হবে।” শাহরুখ বলছেন, “দেশের জন্য এটা লজ্জাজনক ব্যাপার, তরুণদের ওপর ভরসা করে লাভ নেই”, দুজন বসে কথা বলছিলেন, শাহরুখ খান হাত বাড়িয়ে দিয়ে সালমানকে বলেন, “ধর, আমাকে ওঠা।” অংশটায় ইনডারেক্টলি বলিউডের তাদের রাজত্বের কথা বলা হয়েছে। বা তাঁরা একসঙ্গে পর্দায় এসেছেন, সেটার কথাও হতে পারে। এই অংশে দারুণ মজা পেয়েছে দর্শক।’

দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। তাঁর সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকদের বাড়তি আগ্রহ ছিল। সেই আগ্রহ ভাটা হতে দেয়নি ‘পাঠান’। সিনেমা মুক্তির প্রথম দিনেই ভারতে ৫২ দশমিক ৫ কোটি টাকার ব্যবসা করেছে। আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে ‘পাঠান’ এর আয় শত কোটি পেরিয়ে। ধারণা করা হচ্ছে, আজ ভারতের প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি প্রথম দিনের চেয়েও বেশি টাকা আয় করবে। এমনকি এটা প্রথম সপ্তাহেই আয়ে ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে—এমনটাই ধারণা করছেন সিনেমা বিশ্লেষক ও সমালোচকেরা।

Source: প্রথম আলো

image
Tycka om
Kommentar
Dela med sig
Magazine
Magazine
3 år

‘জাহান’–এর কল্পনা ও বাস্তবতার গল্প
***********************************************************************
শান্ত স্বভাবের মেয়ে জাহান। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে প্রায়ই কল্পনা আর বাস্তব গুলিয়ে ফেলে জাহান। শিহাব চেষ্টা করে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে, কিন্তু পারে না। একদিন হুট করেই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে জাহান। পারবে কি শিহাব জাহানকে রক্ষা করতে? জানতে হলে দেখতে হবে ‘জাহান’। এই ড্রামা থ্রিলারটি আজ রাত আটটা থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে। চরকি ফ্লিকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আতিক জামান।

মানসিক সমস্যায় অনেকেই ভোগেন, এসব নিয়ে বাইরে অনেক নাটক–সিনেমাও হয়েছে। কিন্তু আমাদের এখানে এসব নিয়ে তেমন একটা কাজ হয়নি। সেদিক থেকে ‘জাহান’ ব্যতিক্রম। পরিচালক আতিক জামানের সঙ্গে চরকির এটাই প্রথম কাজ। পরিচালক জানান, গল্পটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করতে হয়েছে। লোকেশনে আনতে হয়েছে বৈচিত্র্য। কারণ, পুরো গল্পটি একটি বাসায় ঘটেছে। আতিক বলেন, ‘এক বাসার মধ্যে গল্প বলাটা চ্যালেঞ্জিং। এভাবে দর্শক ধরে রাখা কঠিন। সেখানে আমরা বাসায় যেমন বৈচিত্র্য এনেছি, তেমনি গল্পে অনেক টুইস্ট রাখা হয়েছে। পারিবারিক গল্প মনে হলেও এখানে থ্রিলারের বিষয়বস্তুও রয়েছে। যা দর্শকদের নতুন এক মানবিক পরিস্থিতির মুখোমুখি করবে।’

এই জাহান চরিত্রটি করেছেন নাজিয়া হক অর্ষা। চরকির সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’ দিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেতা। এবার চরকি ফ্লিক দিয়ে ফিরছেন। ‘জাহান’-এ নতুন লুকে আসছেন অর্ষা। এই অভিনেত্রী জানান, ‘গল্পটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। পুরো সময় দর্শকের চোখ যেহেতু আমার দিকেই থাকবে, সে কারণে আমাদের সময় নিয়ে প্রস্তুতিও নিতে হয়েছে।’ কাজের অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। জাহান চরিত্রটার ইনার সাইড ডার্ক আবার কিছুটা ইনোসেন্ট। অনেক কিছু জাহান ইনোসেন্টলি করে ফেলে, তবে কনসাস হলে তা ব্যালেন্স করতে পারে না। দর্শকদের কাছে সেভাবে কোনো প্রত্যাশা নেই, তবে চাই সবাই যেন কনটেন্টটা দেখে। তারপর প্রতিক্রিয়া প্রকাশ করুক।’

গল্পে অর্ষার স্বামী শিহাব চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য এটা নূর ইমরানের প্রথম কাজ। তিনি বলেন, ‘বর্তমান সময় হলো ওটিটির। আর ওটিটির জন্য আমার প্রথম কাজ তাই শুটিংয়ের সময় অন্যরকম একটা এক্সসাইটমেন্ট কাজ করেছে। দর্শক দেখলে তারপর বুঝব কাজটা কেমন হয়েছে। গল্প নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে দর্শক ভিন্ন কিছুর স্বাদ পাবে, তাদের ভালো সময় কাটবে।’ শুটিং ও গল্পের বিষয়ে তিনি বলেন, ‘আমি একজন রিঅ্যাকশন–নির্ভর অভিনেতা। আমার বিপরীতে যে অভিনয়শিল্পী থাকেন, তার রিঅ্যাকশন খুব জরুরি। সেদিক থেকে অর্ষা খুবই দারুণ। আমি প্রতিনিয়ত তার কাছ থেকে অনেক কিছু শিখি। আর এই গল্প মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মিত। আশা করছি, কনটেন্টটা দেখে দর্শক পছন্দ করবে।’

অর্ষা, নূর ইমরান ছাড়াও ‘জাহান’-এ অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নাঈমা তাসনীম, ইমেল হক, সাক্ষর কুণ্ডু দ্বীপ প্রমুখ। সিনেমাটোগ্রাফিতে ছিলেন তানভীর আহসান আর জাহিদ নিরব করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক।

Source: প্রথম আলো

image
Tycka om
Kommentar
Dela med sig
sofia rozer
sofia rozer
3 år

Accounting is the analysis, interpretation, and communication of financial information to stakeholders such as investors, creditors, and management. Bookkeeping, on the other hand, is the systematic recording, classification, and summarization of financial transactions. QuickBooks LLC simplifies the accounting and bookkeeping processes while also delivering a comprehensive financial management solution for small and medium-sized firms.
https://quickbooksllc.com/accounting-bookkeeping

Tycka om
Kommentar
Dela med sig
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 år

image
Tycka om
Kommentar
Dela med sig
avatar

The Shamrat

 
Yes
Tycka om
· Svar · 1674734379

Ta bort kommentar

Är du säker på att du vill ta bort den här kommentaren?

Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 år

image
Tycka om
Kommentar
Dela med sig
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 år

image
Tycka om
Kommentar
Dela med sig
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 år

image
Tycka om
Kommentar
Dela med sig
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 år

image
Tycka om
Kommentar
Dela med sig
Showing 12466 out of 19614
  • 12462
  • 12463
  • 12464
  • 12465
  • 12466
  • 12467
  • 12468
  • 12469
  • 12470
  • 12471
  • 12472
  • 12473
  • 12474
  • 12475
  • 12476
  • 12477
  • 12478
  • 12479
  • 12480
  • 12481

Redigera erbjudande

Lägg till nivå








Välj en bild
Ta bort din nivå
Är du säker på att du vill ta bort den här nivån?

Recensioner

För att sälja ditt innehåll och dina inlägg, börja med att skapa några paket. Intäktsgenerering

Betala med plånbok

Betalningslarm

Du är på väg att köpa varorna, vill du fortsätta?

Begära återbetalning