গুপ্তচর: জন্ম থেকে গুজব শুনতে শুনতে কোনটা মিথ্যা আর কোনটা রিয়েল বুঝে গেছি। এইগুলা ব্যাপার না।
সিআইএ: হু আর ইউ রিয়েললি? তোমার রহস্য উদঘাটন না করতে পারলে আমি আফসোসেই মরে যাবো।
গুপ্তচর: আমি সাধারণ বাংলাদেশি। যাকে তোমরা গুপ্তচর ভেবে ভুল করেছো।
সিআইএ: ফিল আপ দিস ফর্ম, ভেরি কুইকলি।
গুপ্তচর: কিসের ফর্ম এটা?
সিআইএ: তোমাকে আজ থেকে সিআইএ’র ট্রেইনার হিসেবে নিয়োগ দিতে চাই। এমন লোকই তো আমরা খুঁজেছিলাম। আই স্যালিউট ইউ, বস!
বাসে খালি সিটে বসা নিয়ে দুই নারী ঝগড়া করছিল। কন্ডাক্টর কোনো যুক্তিতেই তাদের দমাতে পারছিল না। শেষে একটা সহজ বুদ্ধি এলো তার মাথায়-
কন্ডাক্টর: দুই আপারেই কইতাছি, আপনাগোর মধ্যে যিনি বয়সে বড় তিনি বসে যাবেন সিটে!
এ কথার পর হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঝগড়া বন্ধ! দুই নারীর কেউই আর বসলেন না সিটে। মুখে কথা নেই, সারা রাস্তা তারা দাঁড়িয়ে পার করলেন।