Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #best #xembongda #seo
    جستجوی پیشرفته
  • وارد شدن
  • ثبت نام

  • حالت شب
  • © 2026 Linkeei
    در باره • فهرست راهنما • با ما تماس بگیرید • توسعه دهندگان • سیاست حفظ حریم خصوصی • شرایط استفاده • بازپرداخت • Linkeei App install

    انتخاب کنید زبان

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

تماشا کردن

تماشا کردن قرقره ها فیلم ها

مناسبت ها

مرور رویدادها رویدادهای من

وبلاگ

مقالات را مرور کنید

بازار

آخرین محصولات

صفحات

صفحات من صفحات لایک شده

بیشتر

انجمن کاوش کنید پست های محبوب بازی ها شغل ها ارائه می دهد
قرقره ها تماشا کردن مناسبت ها بازار وبلاگ صفحات من همه را ببین

کشف کردن نوشته ها

Posts

کاربران

صفحات

گروه

وبلاگ

بازار

مناسبت ها

بازی ها

انجمن

فیلم ها

شغل ها

Ariyan Ahmed
Ariyan Ahmed
3 سال

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

আইওএস হালনাগাদের পর কি আইফোনের ব্যাটারি গরম হচ্ছে
***********************************************************************
নিরাপত্তার ত্রুটি দূর করার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করতে নিয়মিত অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে থাকে অ্যাপল। এরই ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে আইফোনের জন্য আইওএস ১৬.৪.১ সংস্করণ উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। কিন্তু নতুন সংস্করণ ব্যবহারের পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

বেশ কয়েকজন ভুক্তভোগী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আইওএস ১৬.৪.১ সংস্করণ ব্যবহারের পর থেকে আইফোনের ব্যাটারি দ্রুত কমে যাচ্ছে। ফলে পুরো চার্জ করার পরও মাত্র কয়েক ঘণ্টা আইফোন ব্যবহার করা যাচ্ছে। শুধু তা-ই নয়, ব্যাটারি বেশি খরচ হওয়ায় গরম হয়ে যাচ্ছে আইফোন।

একজন ভুক্তভোগী দাবি করেছেন, মাত্র ৪৬ মিনিট ব্যবহার করায় আইফোনের ব্যাটারির চার্জ ২২ শতাংশ কমে গেছে। প্রায় একই ধরনের অভিজ্ঞতা তুলে ধরে অপর এক ভুক্তভোগী জানিয়েছেন, মাত্র আধা ঘণ্টা আইফোন ব্যবহার করতে প্রায় ৩০ শতাংশ ব্যাটারির চার্জ খরচ হয়। তবে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল। অনেকের ধারণা, আইওএস ১৬.৪.১ সংস্করণের ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে।

অ্যাপলের তথ্যমতে, আইওএসের হালনাগাদ সংস্করণটিতে ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র ত্রুটি দূর করার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা আগের তুলনায় শক্তিশালী করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় নিরাপদে এবং স্বচ্ছন্দে আইফোন ব্যবহার করতে পারবেন।

সূত্র: ডেইলি মেইল

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

ফেসবুক ও ইনস্টাগ্রামে সাইবার বুলিং বন্ধে কাজ করছে মেটা
***********************************************************************
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে ফেসুবক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে সবচেয়ে বেশি। তরুণেরা যাতে নিরাপদ পরিবেশে আরও সুন্দরভাবে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারেন, সে জন্য ফেসবুকের মূল প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর বয়সীরা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হয়, সে বিষয়েও কাজ করছে মেটা। এ বিষয়গুলো জানাতে আজ মঙ্গলবার সকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে মেটা।

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়ায় ফেসবুকের সেফটি সিকিউরিটি ম্যানেজার প্রিয়াঙ্কা বালা বলেন, ‘মানসিক স্বাস্থ্য, শিশু মনস্তত্ত্ব, ডিজিটাল লিটারেসিসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে আমরা বিভিন্ন ফিচার ও টুল তৈরি করেছি। ফলে সবার জন্য নিরাপদে ও দায়িত্বশীলভাবে অনলাইনে যুক্ত হওয়া সহজ হয়।’
প্রিয়াঙ্কা জানান, ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার আগে ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৩ হতে হবে। সর্বনিম্ন বয়সসীমার নিচে কোনো ব্যক্তির অ্যাকাউন্টের খোঁজ পেলে সঙ্গে সঙ্গে মুছে দেবে (ডিলিট) দেবে কর্তৃপক্ষ। তবে বয়সসীমা যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্পষ্ট কোনো ধারণা দেয়নি প্রতিষ্ঠানটি।

প্রিয়াঙ্কা বালা তাঁর আলোচনায় তুলে ধরেন, যদি ১৮ বছরের কম বয়সী কেউ তার বয়স ১৮ বছরের বেশিতে পরিবর্তন করতে চায়, তাকে নিজের পরিচয়পত্র আপলোড করে অথবা ভিডিও সেলফি রেকর্ড করে নিজের বয়স যাচাই করিয়ে নিতে হবে। একই সঙ্গে মা-বাবারা ‘ফ্যামিলি সেন্টার অ্যাকসেস’ করে নিজের কিশোর-কিশোরী সন্তানের সঙ্গে টুল সেটআপ করে নিতে পারেন। ফলে তাঁরা ইনস্টাগ্রামে সন্তানের কার্যক্রম তদারক করতে পারেন।

২০২১ সাল থেকে ১৬ বছরের নিচে যে কেউ ইনস্টাগ্রামে যোগ দিলে তার অ্যাকাউন্ট ‘প্রাইভেট অ্যাকাউন্ট’–এ পরিণত হয়। অপ্রাপ্তবয়স্করা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুললে তাদের অ্যাকাউন্টে ‘ফ্রেন্ডস’ অপশন দেওয়া থাকে। তাদের অ্যাকাউন্টে ‘পাবলিক’ অপশনটি থাকে না। ফলে তারা কোনো ছবি বা পোস্ট দিলে, সেগুলো সবাই দেখতে পাবে না। শুধু তাদের প্রোফাইলে যুক্ত থাকা বন্ধুরা দেখতে পাবে। অপ্রাপ্তবয়স্ক কেউ ‘পাবলিক’ অপশন দিয়ে কিছু শেয়ার করতে চায়, তাকে সেটিংসে গিয়ে অপশনটি চালু করতে হবে। একই সঙ্গে তাদের ‘পাবলিক’ হিসেবে শেয়ার করার অর্থও জানিয়ে দেয় ফেসবুক।

সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা বালা বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি থেকে কিশোর-কিশোরীদের কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞাপনদাতারা শুধু বয়স ও স্থান (লোকেশন) ব্যবহার করতে পারছেন। টার্গেটিং অপশনের তালিকা থেকে আমরা জেন্ডার (লিঙ্গ) সরিয়ে দিয়েছি। গত বছর ইন্টারেস্ট ও অন্যান্য অপশনও সরিয়ে দিয়েছি। বয়স ও স্থানের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কিশোর-কিশোরীরা তাদের বয়সের উপযুক্ত বিজ্ঞাপন দেখতে পাচ্ছে। এর মাধ্যমে তাদের অবস্থানস্থলের আশপাশে প্রাপ্ত পণ্য ও সেবার বিজ্ঞাপন তাদের কাছে পৌঁছানোও নিশ্চিত করা যায়। এ ছাড়া কিশোর-কিশোরীদের আগের এনগেজমেন্ট, লাইক দেওয়া ইনস্টাগ্রাম পোস্ট বা ফেসবুক পেজ, তাদের দেখা বিজ্ঞাপনের ওপর কোনো প্রভাব ফেলে না।’

ফেসবুক ও ইনস্টাগ্রামে সাইবার বুলিং বা হয়রানি বন্ধেও মেটা কাজ করছে। কিশোর–কিশোরীদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন ‘কিশোর আলো’র সঙ্গে মিলে মেটা সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছে বলে জানান প্রিয়াঙ্কা বাল্লা। সম্মেলনে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা থেকে মেটার বেশ কয়েকজন কর্মী যুক্ত ছিলেন।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

খাপে থাকা অবস্থায় ফোন চার্জ করবেন না
***********************************************************************
মুঠোফোনের বাইরের অংশকে সুরক্ষিত রাখতে খাপ বা কেস ব্যবহার করা হয়। তবে বাইরের অংশকে রক্ষাকারী কেস আবার ফোনের অভ্যন্তরীণ ক্ষতির কারণ হতে পারে।

প্লাস্টিক, রাবার এবং সিলিকন দিয়ে তৈরি কেস ফোনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং তরল পদার্থ থেকে যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করে। এ ধরনের উপকরণ দিয়ে কেস ফোনের চারপাশে তাপ ধরে রাখে। চামড়া এবং প্রক্রিয়াজাত নকল চামড়া দিয়ে তৈরি কেসও ফোনের চারপাশে তাপ ধরে রাখে।

শীতল আবহাওয়ায় ফোনের চারপাশে তাপ ধরে রাখায় তেমন কোনো ক্ষতি হয় না। তবে এটি ব্যাটারির কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে। অ্যাপলের ফোন ব্যবহার নির্দেশিকা অনুসারে, ফোন চার্জ করার সময় যদি অন্য কোনো বস্তুর কারণে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তবে ব্যাটারির ক্ষতি হতে পারে।

অ্যাপলের তথ্য অনুসারে, আইফোন, অ্যাপল ওয়াচ, আইপ্যাডসহ আইওএস অপারেটিং সিস্টেমে চালিত যন্ত্রগুলো ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো কাজ করে। ফোনে চার্জ সঞ্চালনের সময় এ আদর্শ তাপমাত্রা কমে বা বাড়ে। তাই এর বাইরে অন্য বস্তুর কারণে বাড়তি উৎপন্ন তাপ ব্যাটারির ক্ষতি করে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের যন্ত্র এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রা, অর্থাৎ ১৬ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎকৃষ্ট কাজ করে। ‘দ্য পিসি ডক্টরস—ফিক্স ইট ইওরসেলফ’ বইয়ের লেখক অ্যাড্রিয়ান কিংসলে তার আইফোন ১৩ প্রো ম্যাক্স দিয়ে ফোন চার্জ দেওয়ার একটি পরীক্ষা চালান। ৬২ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস) পরিবেষ্টিত তাপমাত্রাসহ একটি ঘরের ভেতরে থাকাকালে বিভিন্ন ফোন কেস দিয়ে ফোন চার্জ করে তিনি এ পরীক্ষা চালান।

পরীক্ষায় দেখা যায়, যেকোনো কেস ব্যবহার করলেও ৫ ওয়াট চার্জার দিয়ে ফোন চার্জ দিলে আদর্শ তাপমাত্রা বজায় থাকে। ইউএসবি সি পোর্ট দিয়ে ফোন চার্জ করার সময় কাজ করলে ফোনের তাপমাত্রা বেড়ে গিয়ে গরম হয়ে যায়। সাধারণত রাবারের কেসের চেয়ে সিলিকন কেস ব্যবহারে ফোন অপেক্ষাকৃত কম গরম হয়।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

টুইটারে চালু হচ্ছে অডিও-ভিডিও কল করার সুবিধা
***********************************************************************
টুইটারে টুইট (টুইটারে দেওয়া বার্তা) করার পাশাপাশি বন্ধু বা পরিচিতদের সঙ্গে কথাও বলা যাবে। নতুন এ সুবিধা দিতে শিগগিরই খুদে ব্লগ লেখার সাইটটিতে অডিও-ভিডিও কল–সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। শুধু তা–ই নয়, টুইটারের ডিরেক্ট মেসেজ (ডিএম) সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তাগুলো এনক্রিপ্টেড (বিশেষ ধরনের কোড) আকারে আদান-প্রদানের সুযোগ চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এক টুইটে ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারে শিগগিরই অডিও-ভিডিও কল–সুবিধা চালু হবে। ফলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা টুইটার ব্যবহারকারীর সঙ্গে নিজেদের ফোন নম্বর গোপন রেখে কথা বলা যাবে। প্রাথমিকভাবে টুইটারের ডিরেক্ট মেসেজে এনক্রিপ্টেড সুবিধা পাওয়া যাবে। আজ বুধবার থেকে পর্যায়ক্রমে এ সুবিধা উন্মুক্ত করা হবে।

ডিরেক্ট মেসেজের মতো অডিও-ভিডিও কলে এনক্রিপ্টেড সুবিধা যুক্ত করা হবে কি না, তা জানাননি ইলন মাস্ক। ফলে অডিও-ভিডিও কলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুধু তা–ই নয়, অর্থের বিনিময়ে নিবন্ধিত অ্যাকাউন্ট নাকি সব ধরনের অ্যাকাউন্টে অডিও-ভিডিও কল–সুবিধা ব্যবহার করা যাবে, তা–ও জানাননি তিনি।

টুইটারে অডিও-ভিডিও কল–সুবিধা চালু হলে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মতোই বন্ধু বা পরিচিতদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। ফলে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গ্যাজেটস নাউ

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال ·Youtube

গুগল আইও সম্মেলন শুরু হচ্ছে আজ, অনলাইনে দেখবেন যেভাবে
***********************************************************************
গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০২৩’ শুরু হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এ সম্মেলন। নিজেদের সবচেয়ে বড় এ সম্মেলনে নানা পণ্য ও সেবার ঘোষণা দিয়ে থাকে গুগল। এবারের আইও সম্মেলনেও বড় ধরনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক দিনের এ সম্মেলনে বরাবরের মতোই ভবিষ্যতের প্রযুক্তি ও পণ্যের ধারণা তুলে ধরবে গুগল। ফলে সম্মেলনের খুঁটিনাটি তথ্য জানতে সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীরা অপেক্ষা করছেন। সম্মেলনের শুরুতেই বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এরপর ডেভেলপারদের জন্য বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে।

সম্মেলনে নির্বাচিত ডেভেলপারদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও অংশ নেবেন। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বরাবরের মতো এবারও অনলাইনে সম্মেলন সরাসরি সম্প্রচার করবে গুগল। ফলে সরাসরি উপস্থিত না হয়েও ভার্চ্যুয়ালি গুগল আইও সম্মেলনের খুঁটিনাটি সব তথ্য জানা যাবে।

যেভাবে অনলাইনে দেখা যাবে
ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করে সম্মেলন সরাসরি দেখার সুযোগ মিলবে। ওয়েবসাইটের পাশাপাশি গুগলের ইউটিউব চ্যানেলেও ( সম্মেলন সরাসরি দেখা যাবে। সম্মেলনের ধারণ করা ভিডিও পরবর্তী সময়েও দেখার সুযোগ মিলবে।

সূত্র: গ্যাজেটস নাউ

Source: প্রথম আলো

پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

ভাজা মুরগি খেয়ে বিপাকে রাশমিকা
***********************************************************************
খাবার খেয়ে জনরোষে পরেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কী এমন খেয়েছেন যে অনুরাগীরা তাঁর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন? রাশমিকার ভক্ত, অনুসারীরা জানতেন মাছ, মাংস খান না তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে রাশমিকা নিজেই জানিয়েছিলেন, তিনি নিরামিষাশী।

সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্র সামনে আসে। যেখানে রাশমিকাকে ভাজা মুরগি খেতে দেখা যায়। আর এতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। বিজ্ঞাপনটা ভাইরাল হতেই বিদ্রূপের মুখে পড়েছেন রাশমিকা।

এক অনুসারী তো বলেই ফেললেন, ‘রাশমিকা কথায় কথায় মিথ্যা বলে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘এরা টাকার জন্য যা ইচ্ছা তা করতে পারে।’

অনেকেই প্রশ্ন তুলেছেন, রাশমিকা যে নিজেকে নিরামিষাশী বলেছিলেন তা কি মিথ্যা? ভক্তরা নেতিবাচক মন্তব্য করলেও অনেকেই রাশমিকার পাশে দাঁড়িয়েছেন।

তাঁকে উপদেশ দিয়ে এক ভক্ত লেখেন, ‘হয়তোবা এটা নকল। তবে রাশমিকা যখন নিজেকে নিরামিষাশী বলেছেন তখন এই বিজ্ঞাপন করা উচিত হয়নি।’ আরেকজন লিখেছেন, ‘যাঁরা বিজ্ঞাপনে কাজ করেন, তাঁরা শুধু অভিনয়টাই করেন।’

তাঁর বিজ্ঞাপনচিত্রটি নিয়ে যত সমালোচনাই হোক, আপাতত চুপ আছেন রাশমিকা। তাঁকে সর্বশেষ বিজয়ের বিপরীতে ‘ভারিসু’ সিনেমায় দেখা গিয়েছিল। সামনে তাঁর বড় প্রজেক্ট। আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’–এ অভিনয় করছেন তিনি।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

সালমান খানকে হত্যার হুমকি দেওয়া মেডিকেল শিক্ষার্থী সম্পর্কে যা জানা গেল
***********************************************************************
অনেক দিন ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় পুলিশ ভাইজানের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। তবুও হুমকি আসা কমেনি। গত মার্চেও সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়া হয়। মুম্বাই পুলিশ এই ই–মেইল প্রেরণকারীকে শনাক্ত করেছে।

গত ১৮ মার্চ সালমান খানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জলকারের কাছে মোহিত গর্গ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একটি ই-মেইল এসেছে।

ই-মেইলে লেখা আছে, ‘তোর বস মানে সালমানের সঙ্গে কথা বলতে চাই। ওকে হিসাব–নিকাশের নিষ্পত্তি করতে হলে কথা বলতে বলিস। সময় থাকতে থাকতে জানিয়ে দিলাম। মুখোমুখি কথা বলবে কি না, সেটাও জানিয়ে দিস। সময় পার হয়ে গেলে কিন্তু আর ভাবব না। পরেরবার শুধু ভয়ংকর রূপ দেখবে।’

মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ই-মেইল প্রেরণকারী ভারতীয় এক শিক্ষার্থী।

তিনি যুক্তরাজ্যে মেডিকেলে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। ভারতের হরিয়ানার বাসিন্দা এই যুবক পড়াশোনা শেষ করে চলতি বছরের শেষে ভারতে আসার কথা। এ ছাড়া এই যুবকের বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি মুম্বাই পুলিশ।

নাম প্রকাশ না করা এই যুবককে ভারতে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মুম্বাই পুলিশ লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছে। একাধিকবার হত্যার হুমকি পাওয়ায় বর্তমানে মুম্বাই পুলিশের কাছ থেকে কড়া নিরাপত্তা পাচ্ছেন সালমান। এই নিরাপত্তা নিয়ে কয়েক দিন আগেই সালমান বলেছিলেন, আশপাশে এত বন্দুকধারী যে মাঝেমধ্যে নিজেরই ভয় লাগে।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

সূফী আরবোভাইরাসে ফিরেছেন?
***********************************************************************
রক ব্যান্ড আরবোভাইরাসে ব্যান্ডটির সাবেক মূল গায়ক সূফী ম্যাভরিকের ফেরার খবর ছড়িয়েছে ফেসবুকে। আজ বুধবার সকালে আরবোভাইরাসের ফেসবুক পেজে জানানো হয়, ব্যান্ডে ফিরেছেন সূফী।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ব্যান্ডটির গিটারিস্ট সুহার্তো শেরিফ আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, সূফী আরবোভাইরাসে ফিরছেন না; পেজটি হ্যাক করে কে বা কারা ঘোষণাটি দিয়েছেন। পেজ উদ্ধারে কাজ চলছে।

সুহার্তো শেরিফ পেজ হ্যাক হওয়ার কথা বললেও সূফী ম্যাভরিক আজ বিকেলে প্রথম আলোকে জানান, তিনি আরবোভাইরাসে ফিরছেন। শিগগিরই বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। সুহার্তো শেরিফ ও সূফীর পরস্পরবিরোধী বক্তব্যের মধ্য দিয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে।

মাস ছয়েক আগে আরবোভাইরাসের সঙ্গে দেড় যুগের পথচলায় ইতি টানেন সূফী ম্যাভরিক। ২০০১ সালে আরবোভাইরাস গঠিত হওয়ার পর ২০০২ সালে ব্যান্ডে যোগ দিয়েছিলেন সূফী। মতপার্থক্যের জেরে গত বছরের সেপ্টেম্বরে ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন তিনি।

সূফী আরবোভাইরাস ছাড়ার পর নতুন গায়ক নিয়েছে ব্যান্ডটি, একটি গানও প্রকাশ করেছে। আরেক গানের কাজ চলছে। একাধিক কনসার্টেও পাওয়া গেছে ব্যান্ডটিকে।
গত শুক্রবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘রক অ্যান্ড রিদম ৩.০; ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টেও গান পরিবেশন করেছে আরবোভাইরাস। পরিবেশনার অংশ হিসেবে গিটার ভেঙে আলোচিত হয়েছে ব্যান্ডটি।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

১৩ মে পরিণীতির বাগদান, দাওয়াত পেয়েছেন ১৫০ জন
***********************************************************************
বিটাউনে আবার সানাই বাজার অপেক্ষা। বলিউড নায়িকা পরিণীতি চোপড়া আর আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার চার হাত এক হতে চলেছে। তবে তার আগে ঘটা করে তাঁদের বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই অনুষ্ঠানকে ঘিরে কিছু জানা গেছে নানা সূত্রে।

অনেকে হয়তো ইতিমধ্যে শুনেছেন পরিণীতি আর রাঘবের প্রেমের কাহিনি। এই জুটিকে কখনো রেস্তোরাঁয়, কখনো বিমানবন্দরে, আবার কখনোবা ক্রিকেট ম্যাচে একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তাঁরা একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন।

এদিন বিমানবন্দরে পরিণীতি আর রাঘবকে একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। এদিন পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি আর পালাজ্জো, চোখে কালো রোদচশমা।

এদিকে রাঘবকে কালো রঙের শার্ট-প্যান্টে দারুণ সুদর্শন লাগছিল। মুম্বাই থেকে এই জুটি দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন। কারণ, এই শহরেই নাকি বসতে চলেছে তাঁদের বাগদানের আসর।

সেন্ট্রাল দিল্লিতে ১৩ মে আয়োজন। জানা গেছে, ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে পরিণীতি আর রাঘবের বাগদান পর্বে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।

বাগদানের দিন সকালে ধর্মীয় রীতি পালন করা হবে। এরপর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। এরপর নৈশভোজ শুরু হবে।

শোনা যাচ্ছে, এ বছর অক্টোবর মাসের শেষের দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন। পরিণীতি আর রাঘবের বিয়েকে ঘিরে তাঁদের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। এক ছবির সেটে পরিণীতি আর রাঘবের প্রথম দেখা হয়েছিল। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Showing 13012 out of 21272
  • 13008
  • 13009
  • 13010
  • 13011
  • 13012
  • 13013
  • 13014
  • 13015
  • 13016
  • 13017
  • 13018
  • 13019
  • 13020
  • 13021
  • 13022
  • 13023
  • 13024
  • 13025
  • 13026
  • 13027

ویرایش پیشنهاد

افزودن ردیف








یک تصویر را انتخاب کنید
لایه خود را حذف کنید
آیا مطمئن هستید که می خواهید این ردیف را حذف کنید؟

بررسی ها

برای فروش محتوا و پست های خود، با ایجاد چند بسته شروع کنید. کسب درآمد

پرداخت با کیف پول

هشدار پرداخت

شما در حال خرید اقلام هستید، آیا می خواهید ادامه دهید؟

درخواست بازپرداخت