এবার জিমেইলে যোগ হচ্ছে নীল টিক
***********************************************************************
এবার গুগলের ই–মেইল সেবায় যুক্ত হতে যাচ্ছে নীল টিক। পরিচয় শনাক্তকরণের অংশ হিসেবে ই–মেইল প্রেরকের নামের পাশে এই নীল টিক চিহ্ন দেখাবে প্রতিষ্ঠানটি। এক ব্লগে গুগল জানিয়েছে, এ সুবিধা কোনো ই–মেইলের উৎস বৈধ, নাকি স্ক্যামাররা পাঠিয়েছেন, তা শনাক্তে ব্যবহারকারীকে সাহায্য করবে।
প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইলে শনাক্তকরণ সুবিধা নীল টিক চিহ্ন চালু হবে। শনাক্তকরণের নতুন এ সুবিধা জিমেইলে বর্তমানে থাকা ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশনের (বিআইএমআই) ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিআইএমআই সুবিধায় গৃহীত ই–মেইলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগো প্রদর্শনের সুযোগ থাকে। ফলে প্রাপকেরা এ সুবিধায় ই–মেইল ঠিকানার পাশে লোগো দেখে বার্তার বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন। যেসব প্রতিষ্ঠানের বিআইএমআই সুবিধা চালু রয়েছে, তারা স্বয়ংক্রিয়ভাবেই নীল টিক চিহ্ন পাবেন।
জিমেইলের নীল টিকের ওপর মাউস রাখলে সেখানে শনাক্তকরণ সম্পর্কে একটি বার্তা প্রদর্শিত হবে। এ বার্তায় ‘ই–মেইল প্রেরককে যাচাই করা হয়েছে’—নিয়ে এখন প্রযুক্তি জগতে টুইটার বেশ আলোচনার সৃষ্টি করেছে। তবে টিন্ডার, পিনটারেস্ট থেকে শুরু করে ইউটিউব সব প্রতিষ্ঠানেরই এ ধরনের শনাক্তকরণ সুবিধা চালু রয়েছে। এমনকি সম্প্রতি মেটা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ শনাক্তকরণ সুবিধা বিক্রির পরীক্ষামূলক কার্যক্রমও পরিচালনা করছে।
সূত্র: দি ভার্জ
Source: প্রথম আলো