Jam tangan
Acara
Blog
Pasar
halaman
Lagi
Posts
Pengguna
Kelompok
permainan
Forum
Film
Pekerjaan
আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।। তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা, ডুবে যায় যে তোমার বেলা তোমার আশায় পাইলাম না ঐ সুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায় ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।। জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, দেখতাম না আর তোর মায়া মুখ।
প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।। জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, বানতাম না আর তোর আশায় বুক।
বলনা কেন তুমি বহুদূর, কেন আমি একা হৃদয়ে ভাঙচুর জানো না তুমি হীনা এ আমার, স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি, আড়ালে আড়ালে, কোথায় হারালে ফিরে তুমি আর আসবেনা বুঝি।
তবু আমি তোমার অপেক্ষায় দেখবো নতুন দিনের আলো। বেঁচে থাকার আশ্রয় তুমি তোমাকেই শুধু বাসি ভালো।
কত রাত কেটে গেছে আধারে , নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে? কত ঘুম মিশে গেছে অজানায় জানে শুধু দু‘চোখ ভুল সে স্বভাবে।
Muat lebih banyak
Anda akan membeli item, apakah Anda ingin melanjutkan?