সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর অবদান অনস্বীকার্য, প্রায় বিশ্বের সমস্ত বড় বড় সভ্যতা গুলি গড়ে উঠেছিল নদ-নদীকে কেন্দ্র করে। কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর নদী আছে যেখানে নামার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই নদী বা জলাশয় গুলি আসলেই এক একটি মৃত্যুর ফাঁদ। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করবো এই রকমই ৫টি ভয়ঙ্কর নদী ও লেকের ব্যাপারে, যা হয়ত আপনি আগে শোনেননি।
Read more https://www.anuperona.com/amazing-river/
সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর অবদান অনস্বীকার্য, প্রায় বিশ্বের সমস্ত বড় বড় সভ্যতা গুলি গড়ে উঠেছিল নদ-নদীকে কেন্দ্র করে। কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর নদী আছে যেখানে নামার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই নদী বা জলাশয় গুলি আসলেই এক একটি মৃত্যুর ফাঁদ। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করবো এই রকমই ৫টি ভয়ঙ্কর নদী ও লেকের ব্যাপারে, যা হয়ত আপনি আগে শোনেননি।
Read more https://www.anuperona.com/amazing-river/
عن انس رضي الله تعالى عنه قال لم ىكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم وكانوا اذا رأوه لم يقوموا لما يعلمون من كرا هىته لذالك(رواه الترمذي وقال هذا حديسث حسن صحيح)
££ হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, সাহাবিগণের নিকট রাসূল (সাঃ) এর চেয়ে অধিক প্রিয় আর কোনো ব্যক্তি ছিলো না। তারা যখন রাসূল (সা কে দেখতে পেতেন, তখন তারা (তার সম্মানে) দাড়াতেন না। কেননা তারা জানতেন যে,রাসূল (সাঃ) এটা অপছন্দ করেন। (ইমাম তিরমিজি (রহঃ) হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, এ হাদিসটি হাসান ও সহিহ।)
££যে সাহাবাদের চেয়ে নবী প্রেমিক পৃথিবীতে এমন কোনো ব্যক্তি অতিতে ছিল না,বর্তমানেও নেই, আর ভবিষ্যতেও হবে না।
££যে সাহাবারা তাদের নিজের জান-মাল, পিতা-মাতা,স্ত্রী-সন্তান সব কিছু বিলিয়ে দিয়েছিলেন নবী (সাঃ) এর প্রেমে ইতিহাস তার জলন্ত সাক্ষী।
আর সেই সাহাবারা নবীর সম্মানে দাড়াতেন না,কারণ তারা জানতেন রাসূল (সাঃ) এটা অপছন্দ করেন।
££এখন প্রশ্ন হলো বাংলাদেশ থেকে তোমরা এতো নবী প্রেমিক কেমনে হইলা?
££যখন রাসূল (সাঃ) কে নিয়ে ইসলামকে নিয়ে কটুক্তি করা হয়,তখন নাকে তেল দিয়ে ঘুমাও আর মাঠে ময়দানে ত পাওয়াই যায় না।
££তবে হ্যা মিষ্টি খাওয়ার বেলায়, ঝিলাফী খাওয়ার বেলায়,বিরিয়ানি খাওয়ার বেলায় আগের কাতারে দেখা যায়।
££আবার ফতুয়া দেয় যারা মীলাদুন্নবী মানে না কিয়াম করে না, তারা নাস্তিক ফাসেক, এই তো গত কয়েদিন আগে এক বিবাহিতা আপু বল্লেন তুই মিলাদ পড়িস না তুই কিসের ইসলাম আর মুসলমান।
££এতো ভাব নেয়,যেনো জান্নাত-জাহান্নামের সার্টিফিকেট আল্লাহ তাদের হাতে দিয়ে দিছেন,কথায় কথায় ও কাফের,সে কাফের,বন্ধ করুন এসব ভন্ডামী।
££প্রসিদ্ব মতনুযায়ী রাসূল (সাঃ) এর জন্ম এবং মৃত্যু একই দিনে, অর্থাৎ ১২ রবিউল আউয়াল মাসের সোমবারে।
££তাহলে তোমরা কোনটা পালন করো?
££ জন্মদিনে ত তিনি রোজা রাখতেন,তোমরা কি করো ঢাক ঢুল বাজিয়ে মিষ্টি খেয়ে জন্মদিন পালন করো।
££তোমাদের দিবস পালন আর রাসূল (সাঃ) এর দিবস পালন কি এক??????
££মহান আল্লাহ আপনাকে আমাকে সঠিক জ্ঞান দান করুন করুক, আমিন।