👑 মুকুট বিহীন সুলতান 👑
"আজ ৬ই অক্টোবর,ইতিহাসের এক কলঙ্কময় দিন"🥺
শাহজাদা মুস্তাফার ৪৬৮ তম শাহাদাত বার্ষিকী।🖤🖤
এই দিনে উসমানীয় সাম্রাজ্যসহ পুরো পৃথিবী শোকে কাতর হয়ে পড়েছিল,
৪৬৮ বছর আগে ষড়যন্ত্রকারীদের নিকট পরাজিত হয়ে কোনিয়ার ময়দানে নিজের বাবার (সুলতান সুলেমান-the magnificent) আদেশে জীবন হারিয়েছিলেন শাহজাদা মুস্তাফা
সেই সব শাহজাদারাই ইতিহাসে অমর হয়,যারা সিংহাসনে বসে যোগ্যতার সাথে সাম্রাজ্য পরিচালনা করে,
কিন্তু তিনি ইতিহাসের এমন একজন শাহজাদা,যিনি জীবন হারিয়েও অমর হয়ে রয়েছেন তুর্কিদের কাছে তুর্কিদের কাছে তিনি 👑"হৃদয়ের সুলতান"👑
উসমানীয় সাম্রাজ্যের অসংখ্য শাহজাদা জীবন হারিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,কিন্তু তার মত জনপ্রিয় আর ক্ষমতাবান কেউ ছিলনা
সাম্রাজ্যের ক্ষমতার খেলায় কেউই নিষ্পাপ নয় ক্ষমতা হস্তগত করতে সবাই চেষ্টা করে। কিন্তু তিনি যে অপরাধে মৃত্যুদণ্ড পেয়েছিলেন,সেই অপরাধের ব্যাপারে তিনি সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন।
তিনি এতটাই মহান ছিলেন যে ষড়যন্ত্রকারী হুররাম সুলতান পর্যন্ত একদিন আফসোস করে বলেছিলেনঃ-মুস্তাফা তুমি যদি শুধু আমার ছেলে হতে...!🙂
"শাহজাদা মুস্তাফাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, সমস্যা এটা না। সমস্যা হলো, শাহজাদার মাত্রাতিরিক্ত ক্ষমতাসীন হওয়া। জাঁহাপনার চেয়েও বেশী ক্ষমতাসীন হওয়াকে জাঁহাপনা কখনো মেনে নিবেন না।
"শাহজাদারা ভুলে যায় জাঁহাপনা শুধু তাদের বাবা নন। পুরো পৃথিবীর শাসনকর্তা"
জীবনের শেষ চিঠিতে নিজের বাবাকে তিনি বলেছিলেনঃ-
"আমার নাম আপনার মতো ইতিহাসে এইভাবে স্বর্ণাক্ষরে লিখা থাকবেনা । কেউ আমার বিজয়গাঁথা লিখবে না,পৃথিবীর শাসনকর্তা হিসেবে সিংহাসনে বসা হল না "
বরং আমার নাম লিখা থাকবে একজন বিশ্বাসঘাতক আর বিদ্রোহী শাহজাদা হিসেবে।
"তাদেরকে লিখতে দিন লিখতে দিন যে আমি আল্লাহর অপছন্দের বান্দা ছিলাম কিন্তু এমন একদিন আসবে যেদিন সত্যটা প্রকাশ হয়ে যাবে,অনেক বছর পরে।
এভাবে সবাই জানবে আসলে কি ঘটেছিল তখন সবাই বুঝবে আমার উপর কতটা অবিচার করা হয়েছিল"
যেই বাবা তাকে মৃত্যদণ্ড দিয়েছেন তাকে বলেছিলেনঃ-
"ক্ষমতার জন্য নিজের বাবাকে হত্যা করার চেয়ে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়"
ইসলামের ইতিহাসের এই অকোতোভয় বীরের সংক্ষিপ্ত জীবনীঃ-
জন্মঃ-১৫১৫মানিসা,ওসমানীয় সাম্রাজ্য।
মৃত্যুঃ-৬ই অক্টোবর,১৫৫৩. কোনিয়া,উসমানীয় সাম্রাজ্য।
সমাধিঃ-মুরাদায়ে কমপ্লেক্স,বুরসা।
দাম্পত্য জীবনঃ-মেহেরুন্নেসা সুলতান 💙
রাজবংশঃ-উসমানীয় রাজবংশ❣️
পিতাঃ-প্রথম সুলেমান
মাতাঃ-মাহিদেবরান সুলতান🖤
কর্মজীবনঃ-উসমানীয় সাম্রাজ্যের মানিসার গভর্ণর(১৫৩৩-১৫৪১),
আমাসিয়ার গভর্ণর(১৫৪১-১৫৪৯),
কোনিয়ার গভর্ণর(১৫৪৯-১৫৫৩)ছিলেন।
শাহাদাত বরণঃ-সুলতান সুলেমান কোনিয়ার সৈন্য শিবিরের শাহী তাবুতে শাহজাদার ফাঁসি কার্যকর করেন😢
-
সংগৃহীত
https://www.prothomalo.com/edu....cation/higher-educat
Md Harun Miah
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Arif Shikder
Delete Comment
Are you sure that you want to delete this comment ?