নেভারল্যান্ড
https://www.vromonkal.com/2022..../12/neverland-dhaka. #ঢাকা #ভ্রমণ #ভ্রমণকাল
বাংলাদেশ মোবাইল ফোন হ্যান্ডসেটের তথ্য
এক সময় বাংলাদেশ সম্পূর্ণ মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানি নির্ভর দেশ ছিল । সেই জায়গা থেকে এখন দেশের অধিকাংশ হ্যান্ডসেট দেশে উৎপাদন ও অ্যাসাম্বল করা হচ্ছে ।
বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন হ্যান্ডসেটের তথ্য নিচে দেওয়া হল। আমি এখানে এক মাসের হিসাব লিখে দিয়েছে । নিচের ছবিতে এপ্রিল ২০২২ থেকে নভেম্বর ২০২২ পর্যন্ত হিসাব দেওয়া আছে ।
প্রতি মাসের হিসাব (লক্ষ) হিসেবে দেওয়া আছে । নভেম্বর ২০২২ উৎপাদন হয়েছে ২জি ফোন ১১.২৫ লক্ষ, ৩জি ফোন ০.০০লক্ষ, ৪জি ফোন ০৫.৯৬ লক্ষ, ৫জি ফোন ০.০০ লক্ষ উৎপাদন হয়েছে বাংলাদেশে ।
ফিচার ফোন (বাটন ফোন) ৬৫.৩৪% । স্মার্ট ফোন ৩৪.৬৬% উৎপাদন হয়েছে । এছাড়া নিচের ছবিতে অন্য মাসের হিসাব দেওয়া আছে চাইলেয় দেখতে পারেন । তথ্যের উৎস (বিটিআরসি) ওয়েবসাইট ।
এরকম আরও তথ্যের উৎস জানতে ও প্রযুক্তি বিষয়ে টিপস ও ট্রিকস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
ডা. হরিপদ একজন দাঁতের চিকিৎসক। এক সন্ধ্যায় দেখা গেল চেম্বারের বাইরে দাঁড়িয়ে আনন্দে লাফাচ্ছেন তিনি।
ছুটে এলো হরিপদের ব্যক্তিগত সহকারী, ‘স্যার, কোনো সমস্যা?’
হরিপদ: সমস্যা হলে কি আমি আনন্দে নাচি বেকুব?
সহকারী: সেটাই তো বলছি স্যার, ভেতরে রোগী বসিয়ে রেখে আপনি বাইরে দাঁড়িয়ে নাচানাচি করছেন কেন?
হরিপদ: ভেতরে যে রোগী বসে আছে, সে কে জানো?
সহকারী: না তো! কে স্যার?
হরিপদ: একজন পুলিশ সার্জেন্ট, যে গতকাল দ্রুত গাড়ি চালানোর অপরাধে আমার ৬০০ টাকা জরিমানা করেছে। আজকে তাকে পেয়েছি!