আত্মবিস্মৃত বাঙালির দিকে আড়চোখে বা চশমার ফাঁক দিয়ে তাকিয়েছি আর তির্যকভাবে কোথাও শ্লেষ, আবার কোথাও বিষাদ মিশিয়ে পরিবেশন করছি আমার সমকালীন ভাবনাগুলোকে....
Improvisation শব্দটি অপব্যবহারে প্রস্তুতি হীনতার প্রতিশব্দ হয়ে নাট্যচিন্তাকে Improverish করে দীনতায় ঢেকে দিচ্ছে। ব্যস্ততার অজুহাত গ্রহণযোগ্য নয়। মুক্ত চিন্তা মুক্ত অভিনয় যথেচ্ছার নয় কী ?