জাপানের সড়ক প্রকৌশলীরা সড়ক তৈরির সময়ে এই গাছটিকে বাধা হিসেবে পান। তবে তারা গাছটিকে কেটে সহজ উপায়ে বাধা দূর করার কাজটি করেন নি। বরং এই বিশাল ছায়াদানকারী বন্ধুটিকে তারা অন্যত্র সরিয়ে সসম্মানে বেঁচে থাকার সুযোগ দেন। গাছের শিকড় যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যে ব্যবস্থা গ্রহণ করেন।
একটি গাছ কাটতে মূহুর্তের ব্যাপার।কিন্তু ছোট্ট চারা মহীরূহ হয়ে বেড়ে উঠতে অনেক সময় লাগে। গাছের উপকারিতা শুধু বইয়ের পাতায়, অন্তর্জালে পড়লাম আর সেখানেই তা রয়ে গেল তা যেন না হয়। বাস্তবেও সেটা উপলব্ধি করে গাছ রক্ষায় সচেষ্ট হওয়াটাই প্রকৃত শিক্ষার পরিচয়।