কিয়ারার গালে বরুণের চুমু, খেপলেন সিদ্ধার্থ
***********************************************************************
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের গুঞ্জন। অবশেষে এই গুঞ্জন সত্য করে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। কিন্তু বিয়ের আগেই তাঁদের মধ্যে শুরু হয়েছে মনোমালিন্য। আর এর কারণ বলিউডের আরেক অভিনেতা। তিনি হলেন বরুণ ধাওয়ান। শুটিংয়ে কিয়ারাকে চুমু খেয়েছেন বরুণ। এতেই নাকি ক্ষিপ্ত হয়েছেন সিদ্ধার্থ।
অভিনয়জগতে গল্পের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন। এটা এখন আর তেমন কোনো বড় বিষয় নয়। তাহলে সিদ্ধার্থ খেপলেন কেন? জানা গেছে, চিত্রনাট্যে চুমুর কোনো দৃশ্য ছিল না। ঘনিষ্ঠ দৃশ্য শুটের সময় চিত্রনাট্যের বাইরে গিয়ে কিয়ারার গালে চুমু খেয়ে বসেন বরুণ। ঘটনাটি ঘটে একটি সাময়িকীর ফটোশুটের শুটিংয়ে। এ জন্য কিয়ারাও প্রস্তুত ছিলেন না।
শুরুতে অস্বস্তিতে ভুগলেও পরে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন কিয়ারা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চুমুর বিষয়টা কিয়ারা সহজে নিলেও সিদ্ধার্থ সহজভাবে নিতে পারেননি। এ নিয়ে কিয়ারার সঙ্গে কথা-কাটাকাটিও হয়। তবে তাঁদের বিয়েতে এর কোনো প্রভাব পড়েনি। বিষয়টি তাঁরা নিজেরা মীমাংসা করে নিয়েছেন। সবকিছু ভুলে এই দুজন আগামী ৬ ফেব্রুয়ারি বসছেন বিয়ের পিঁড়িতে। রাজস্থানের একটি প্যালেসে বসবে তাঁদের বিয়ের আসর।
বছরজুড়েই চর্চায় ছিলেন কিয়ারা। ২০২২ সালে মুক্তি পেয়েছে তাঁর একাধিক এক ছবি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায়। সিদ্ধার্থের সঙ্গে তাঁর প্রেম নিয়ে আলোচনায় থাকলেও কখনো তাঁদের এই সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি। বিয়ে নিয়েও ছিল লুকোচুরি। তবু নতুন বছরেই নতুন জীবন শুরু করছেন এই অভিনেত্রী।
Source: প্রথম আলোl
টানা ব্যর্থতার পরও শাহরুখকে হারিয়ে শীর্ষে
***********************************************************************
মহামারির আগে স্বপ্নের মতো কয়েকটি বছর কাটিয়েছেন অক্ষয় কুমার। তাঁর সিনেমা মুক্তি মানে যেন ছিল নিশ্চিতভাবে ১০০ কোটি রুপি ব্যবসা। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগেনি। মহামারির পর রোহিত শেঠির সঙ্গে ‘সূর্যবংশী’ হিট হয় ঠিকই, কিন্তু গত বছর মুক্তি পাওয়া তাঁর পাঁচটি সিনেমার কোনোটাই দর্শক-সমালোচকের মন ভরাতে পারেনি। তারপরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি তাঁর। অন্তত ওরম্যাক্স পপুলার মেল স্টারস লিস্ট সেটিই বলছে।
ওরম্যাক্স মিডিয়া কয়েক বছর ধরে নিয়মিতই নানা ধরনের জরিপ প্রকাশ করে আছে। এবারও তারা প্রকাশ করেছে গত বছরের ডিসেম্বরের সবচেয়ে জনপ্রিয় পুরুষ তারকাদের তালিকা। তালিকায় স্থান পেয়েছেন হিন্দি সিনেমার ১০ তারকা, যে তালিকায় টানা ব্যর্থতার পরও শীর্ষে আছেন অক্ষয় কুমার। কেবল তা-ই নয়, তিনি টপকে গেছেন শাহরুখ খানকেও।
তালিকার তিনে আছেন সালমান খান; পরের স্থানগুলোয় আছেন রণবীর কাপুর, অজয় দেবগন, রণবীর সিং। তালিকার দশে আছেন গত বছর সুপারহিট সিনেমা ‘ভুলভুলাইয়া ২’ অভিনেতা কার্তিক আরিয়ান।
এদিকে গত বছর টানা ব্যর্থতার পর নতুন বছরে নতুনভাবে হাজির হওয়ার পরিকল্পনা করছেন অক্ষয়। প্রতিবছর তাঁর চারটি সিনেমা মুক্তি পেলেও ২০২৩ সালে সংখ্যাটি কমতে পারে। এর মধ্যেই আনন্দ এল রাইয়ের একটি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। চলতি বছর তাঁকে দেখা যাবে ‘ওএমজি ২—ওহ মাই গড! ২’, ‘সুরারাই পতরু’র হিন্দি রিমেকসহ কয়েকটি সিনেমায়।
Source: প্রথম আলোl
কানাডায় বিশেষ সম্মাননা পেলেন গিটারবাদক এনামুল কবির
***********************************************************************
এনামুল কবির বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ সংগীতশিল্পী। এনামুল কবির গিটারবাদক। তাঁর হাত ধরে দেশে অনেক গিটারশিল্পী তৈরি হয়েছেন। পাঁচ দশক ধরে তিনি দেশের অন্যতম সেরা হাওয়াইয়ান গিটারিস্ট হিসেবে বিবেচিত হয়ে আসছেন। সম্প্রতি কানাডায় তাঁকে বিশেষ সম্মান জানানো হয়েছে।
ব্যক্তিগত সফরে দেশটিতে যাওয়ার পর অন্টারিওর প্রাদেশিক সংসদে বিরোধী দলীয় উপনেতা ডলি বেগম তাঁকে আমন্ত্রণ জানিয়ে কুইন্সপার্কে সংসদ অধিবেশনে নিয়ে যান। এই ডলি বেগম বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিও বটে। অধিবেশন চলাকালে তাঁকে একজন ভিন্নধারার খ্যাতিমান ও বাংলাদেশের শীর্ষ গিটারশিল্পী হিসেবে অধিবেশনে উপস্থাপন করা হয়।
এই সময় প্রাদেশিক সংসদের সদস্যরা বাংলাদেশি এই শিল্পীকে সম্মান জানান। এ সময় শিল্পীর সঙ্গে ছিলেন তাঁর কন্যা রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির ও দৌহিত্র অংকিতা। শিল্পী এনামুল কবিরের মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির টরন্টোয় থাকেন। ব্যক্তিগত সফরে সেখানেই গিয়েছিলেন শিল্পী।
এক প্রতিক্রিয়ায় শিল্পী এনামুল কবির বলেন, ‘বিদেশের মাটিতে যে সম্মান পেলাম, তাতে আমি অভিভূত ও আবেগাপ্লুত। এনামুল কবিরের সংগীতের বিভিন্ন ঘরানার তাঁর ৪০টির বেশি গিটার অ্যালবাম রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক গান রয়েছে ১৭টি। যার একটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেরা ১১০ ভাষণ’ অ্যালবামে আবহ সংগীত হিসেবে ব্যবহৃত হয়েছে। তা ছাড়া বর্তমানে সংসদ টিভিতে প্রতিদিন তাঁর সংগীত ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ব্যবহৃত হয়।
Source: প্রথম আলোl
রাজা বুড়ো হয়ে গেছেন। অনেক বয়স হয়েছে তার। চোখে আজকাল আর ভালমত দেখতে পান না। কথা কম শোনেন কানে। শরীরেও কোন বল নেই। এই অবস্থায় রাজ্য পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। রাজা মনে মনে ঠিক করলেন, তার কোন পুত্রের উপর রাজ্যের ভার দেবেন। তারপর বাকি জীবনটা কাটিয়ে দেবেন নিরিবিলি শাস্তিতে।
রাজার ছিল তিন ছেলে। কাকে দেবেন তিনি এই রাজ্যের শাসনভার? সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে যোগ্য যে, তাকেই তো রাজ্যের ভার দেয়া উচিত। কিন্তু কে সবচেয়ে বুদ্ধিমান?
https://www.golperasor.com/202....2/04/rajar-tinti-pro