Bangladesh এই প্রথম নিয়ে এলো অসাধারণ একটি সাইট যা কিনা বাংলাদেশে সসিয়াল মিডিয়া এখানে শেষ না, এখানে আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। লাইক কমেন্ট করে ইনকাম করতে পারবেন। মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। তা সারা রয়েছে ইভেন্ট করে ইনকাম করতে পারবেন। আরও অনেক কিছু আছে বিস্তারিত জানতে সাইট এ visit করুন।
🆔 প্রতি রেফারে ১০ টাকা পাবেন🥰
✅ পেমেন্ট সিস্টেমঃ- Bkash, roket, nogod, flaxiload, bank transfer.
🅰️ সাইট লিংকঃ-https://jorapata.com/
সং মেখে ঘুরছি তবে
সমাজ নামক এই শহরে।
তুমি আমি পাশাপাশি
অবাক আমাদের সংসারে।
প্রেম খুজি হাতটা ধরে
মোহে ভুলি ভালোবাসি তারে।
তুমি আমি পাশাপাশি
আবাক আমাদের সংসারে।
ব্যস্ত ভীড়ে,
কোথাও কেউ নেই,
লাল নীল এই পোড়া নগরে।
ছুটছি সবাই ছুটছি ভয়ে
ফেলে আসা লুকোচুরি খেলাতে।
তুমি আমি পাশাপাশি তবে,
সোনার হরিণের লোভে পড়ে।
#সৃষ্টি
#lyrics
থ্রিডি প্রিন্টারে আবক্ষ মূর্তি
***********************************************************************
বিখ্যাত মানুষদের স্মৃতি ধরে রাখতে তাঁদের আবক্ষ মূর্তি তৈরি করে গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের চল প্রায় সব দেশেই রয়েছে। দেশ-বিদেশের বিখ্যাত ভাস্করদের দিয়ে এসব মূর্তি তৈরিতে সময় এবং অর্থও লাগে বেশ। সময় বদলেছে, প্রযুক্তিও উন্নত হয়েছে। এবার চাইলে থ্রিডি (ত্রিমাত্রিক) প্রিন্টারের সাহায্যে ঘরে বসেই যেকোনো মানুষের আবক্ষ মূর্তিসহ বিভিন্ন আকারের মূর্তি তৈরি করা যাবে।
ত্রিমাত্রিক প্রিন্টারটি তৈরি করেছে জি–থ্রিডি নামে একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) নিজেদের তৈরি ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আবক্ষ মূর্তি তৈরি করে দেখিয়েছে তারা।
সূত্র: এএফপি
Source: প্রথম আলোl
সিনেমা, টিভি অনুষ্ঠান নিয়ে টিকটক ও আইএমডিবির চুক্তি
***********************************************************************
ব্যবহারকারীদের তৈরি ও প্রকাশিত ভিডিও ক্যাপশনে সিনেমা এবং টেলিভিশন শোয়ের শিরোনাম যোগ করার জন্য সিনেমার অনলাইন তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) সঙ্গে চুক্তি করেছে ভিডিও প্রকাশের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। শুরুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
ভিডিও ক্যাপশনে থাকা সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠানের শিরোনামের লিংকে ক্লিক করলে নতুন একটি অ্যাপ পেজ চালু হবে। সেখানে একই শিরোনামে থাকা অন্য ভিডিওর তালিকা এবং সিনেমা বা টেলিভিশন শো নিয়ে আইএমডিবির দেওয়া বিভিন্ন তথ্য থাকবে। শীর্ষ অভিনেতা, পরিচালক, আধেয়ের (কনটেন্ট) ধরন, মুক্তির তারিখ, দৈর্ঘ্য ও ব্যবহারকারীদের দেওয়া রেটিং দেখাবে আইএমডিবি।
এ ছাড়া টিকটক ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলের ‘ফেবারিট ট্যাব’-এ পছন্দের সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠান যোগ করতে পারবেন। অনুসারীরা শিরোনাম থেকে লিংকের মাধ্যমে আইএমডিবির দেওয়া তথ্য দেখতে পাবেন।
একটি ভিডিওতে ব্যবহারকারীরা সর্বোচ্চ পাঁচটি সিনেমা বা টেলিভিশন শোয়ের শিরোনাম যুক্ত করতে পারবেন। নির্মিত ভিডিও টিকটকে প্রকাশ করার সময় ব্যবহারকারীরা ‘অ্যাড লিংক’ নামে একটি অপশন পাবেন। এরপর ‘মুভি অ্যান্ড টিভি’ থেকে ব্যবহারকারীরা আইএমডিবি থেকে ১ কোটির বেশি সিনেমা বা টেলিভিশন শোয়ের শিরোনাম নির্বাচিত করতে পারবেন। কাঙ্ক্ষিত আধেয়ের শিরোনাম নির্বাচন করে টিকটকে ভিডিও প্রকাশ করতে পারবেন ব্যবহারকারী।
সূত্র: বিজিআর ডটকম
Source: প্রথম আলোl
সুজুকির নতুন গাড়ি
***********************************************************************
নতুন বছরের শুরুতে নতুন গাড়ি নিয়ে এসেছে উত্তরা মোটরস লিমিটেড। সুজুকির ব্রেজা নামের গাড়িটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ নতুন সুজুকি ব্রেজা সিটি-ব্রেড এসইউভি ধরনের গাড়িটিতে রয়েছে বৈদ্যুতিক স্বচ্ছ ছাদ (সানরুফ), সঙ্গে আরও নতুন বৈশিষ্ট্য যেমন হেডআপ ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি রিয়ার ভিউ ক্যামেরা এবং ৬টি এয়ার ব্যাগ।
গাড়িটি সম্পর্কে জানতে চাইলে উত্তরা মোটরস লিমিটেডের পরিচালক নাঈমুর রহমান বলেন, বাংলাদেশে প্রশস্ত ও প্রিমিয়াম গাড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। গাড়িটিকে হট অ্যান্ড টেকি বলছে সুজুকি। ব্রেজাতে রয়েছে ২০টির বেশি উচ্চ প্রযুক্তিগত বৈশিষ্ট্য।
একগুচ্ছ নিরাপত্তা সুবিধাও রয়েছে এতে। যা শহুরে অ্যাডভেঞ্চারে আনন্দ দিতে পারবে।
ব্রেজা হাইব্রিড গাড়ি। ফলে এটি জ্বালানি সাশ্রয়ী। গাড়িটি সাতটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। গাড়িটির মূল্য ৩৫ লাখ টাকা থেকে শুরু।
Source: প্রথম আলোl