Linkeei Linkeei
    #ai #best #seo #tructiepbongda #bongdatructuyen
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Day mode
  • © 2025 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Md Ashaduzzaman
Md Ashaduzzaman  
3 yrs

বিভূতি ওরফে ভূতোকে সকলেই গোঁয়ার বলিয়া জানিত। কিন্তু সে যখন বিবাহ করিয়া বৌ ঘরে আনিল তখন দেখা গেল বৌটি তাহার চেয়েও এক কাঠি বাড়া, অর্থাৎ একেবারে কাঠ-গোঁয়ার। কাঠে কাঠে ঠোকাঠুকি হইতেও বেশী বিলম্ব হয় নাই।

ছোট শহর, সকলেই সকলকে চেনে। ভূতোকে সকলেই চিনিত এবং মনে মনে ভয় করিত। গ্যাঁটা-গোঁটা নিরেট চেহারা; কথাবার্তা বেশী বলিত না। টাকাকড়ি সম্বন্ধে তাহার হাত যেমন দরাজ ছিল, তেমনি বিবাদ-বিসম্বাদ উপস্থিত হইলে মুখ ফুটিবার আগেই তাহার হাত ছুটিত।

https://www.golperasor.com/202....2/07/blog-post_12.ht

ভূতোর চন্দ্রবিন্দু – শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - Golper Asor
Favicon 
www.golperasor.com

ভূতোর চন্দ্রবিন্দু – শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - Golper Asor

বিভূতি ওরফে ভূতোকে সকলেই গোঁয়ার বলিয়া জানিত। কিন্তু সে যখন বিবাহ করিয়া বৌ ঘরে আনিল তখন দেখা গেল বৌটি তাহার চেয়েও এক কাঠি বাড়া, অর্থাৎ একেবারে কাঠ
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

উইন্ডোজে নিরাপত্তাত্রুটি, সাইবার হামলার আশঙ্কায় মাইক্রোসফট
***********************************************************************
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে মাইক্রোসফট। সিভিই-২০২৩-২১৬৭৪ নামের এই ত্রুটি উইন্ডোজ অ্যাডভান্সড লোকাল প্রসিডিউর কল (এএলপিসি) প্রযুক্তির নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করে দেয়। ফলে সমাধান না হওয়া পর্যন্ত এই ত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ ১০ থেকে শুরু করে উইন্ডোজ ১১ ও উইন্ডোজ সার্ভারে সাইবার হামলা চালানো সম্ভব।

নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলেই দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে মাইক্রোসফট। কিন্তু প্যাচ ছাড়ার আগে যদি হ্যাকাররা ত্রুটি ব্যবহার করতে সক্ষম হয়, তখন সেটিকে জিরো ডে এক্সপ্লয়েট বলে। সিভিই-২০২৩-২১৬৭৪ ত্রুটির ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে স্বীকারও করেছে মাইক্রোসফট।

উল্লেখ্য, গত মঙ্গলবার উইন্ডোজের ৯৮টি নিরাপত্তাত্রুটি দূর করে সফটওয়্যার হালনাগাদও (নিরাপত্তা প্যাচ) উন্মুক্ত করেছে মাইক্রোসফট। তবে জিরো ডে এক্সপ্লয়েট ত্রুটিটি কার্যকর থাকায় ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ফোর্বস

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

১ টেরাবাইট মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনে
***********************************************************************
বাংলাদেশে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো। মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরে চলা ওয়াই ১৬ মডেলের এ ফোনে ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট রম রয়েছে। ১ টেরাবাইট মেমোরি কার্ড সমর্থন করা এই ফোনের দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।

৬.৫১ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ১৩ ও ২ এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি।

অ্যান্ড্রয়েড ১২ (ফানটাচ ওএস ১২) অপারেটিং সিস্টেমে চলা ফোনটি ১৬ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে। তবে আগ্রহী ব্যক্তিরা ফোনটি কেনার জন্য অগ্রিম নিবন্ধন করতে পারবেন।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

কম্পিউটারে পোকেমন গো খেলার প্রলোভন দেখিয়ে তথ্য চুরি
***********************************************************************
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হওয়ায় জনপ্রিয় গেম পোকেমন গো কম্পিউটারে খেলা যায় না। আর তাই গেমটি কম্পিউটারে খেলার প্রলোভন দেখিয়ে কম্পিউটার থেকে তথ্য চুরি করছে একদল সাইবার অপরাধী। এ জন্য একাধিক ভুয়া ওয়েবসাইটও তৈরি করেছে তারা। ওয়েবসাইটগুলো থেকে ভুয়া পোকেমন গো গেম নামালেই কম্পিউটারে গোপনে রিমোট এক্সেস টুল (র‍্যাট) ঢুকে পড়ে।

ভুয়া গেমের মাধ্যমে সাইবার হামলা চালানোর এ ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এএসইসির একদল নিরাপত্তাবিশেষজ্ঞ। তাদের দাবি, উইন্ডোজ ব্যবহারকারীদের বোকা বানাতে পোকেমন গো নাম দিয়ে একাধিক ওয়েবসাইটও চালু করেছে সাইবার অপরাধীরা।

নামের মিল থাকায় অনেকেই অপরিচিত ওয়েবসাইটগুলো থেকে ভুয়া পোকেমন গো গেম নামানোর চেষ্টা করেন। কিন্তু ওয়েবসাইটে থাকা ‘প্লে অন পিসি’ ট্যাবে ক্লিক করলেই কম্পিউটারে রিমোট এক্সেস নামের ক্ষতিকর টুল প্রবেশ করে।

রিমোট এক্সেস টুলটি ব্যবহারকারীদের অজান্তেই কম্পিউটারে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে। এমনকি কম্পিউটারের পর্দার দৃশ্য গোপনে রেকর্ড করার পাশাপাশি কম্পিউটারের সঙ্গে যুক্ত অন্যান্য পণ্যের তথ্যও সংগ্রহ করতে পারে টুলটি।

সূত্র: টেক রাডার

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

শব্দরোধক ব্লু-টুথ মাইক্রোফোন
***********************************************************************
ভিডিও গেম খেলার সময় নিজের অজান্তেই জোরে চিৎকার করেন অনেকে। কেউ আবার জোরে কথাও বলেন। এ কারণে আশপাশে থাকা ব্যক্তিরা বেশ বিরক্ত হন। তবে চিন্তার কিছু নেই, মিউটক নামের এই মাইক্রোফোন মুখের সঙ্গে যুক্ত করে যত জোরেই আওয়াজ করেন না কেন, কেউ শুনতে পাবেন না।

ব্লু-টুথ প্রযুক্তি সমর্থন করায় মাইক্রোফোনটি দিয়ে ফোনেও কথা বলা যায়। ফলে ফোনের কথা পাশে থাকা অন্য কেউ শুনতে পারে না। শুধু তা-ই নয়, শব্দরোধক হওয়ায় কোলাহলপূর্ণ স্থান থেকেও স্বচ্ছন্দে কথা বলা যায়।

ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটের সঙ্গেও ব্যবহার করা যায় মাইক্রোফোনটি। ফলে, ভার্চ্যুয়াল দুনিয়ায় যত আওয়াজই করেন না কেন, অন্য কেউ শুনতে পারবে না। মাইক্রোফোনটি তৈরি করেছে শিফটঅল নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) নিজেদের তৈরি রোবটের কার্যকারিতা প্রদর্শন করেছে তারা।

সূত্র: সিএনএন

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা
***********************************************************************
কয়েক বছর ধরেই নিত্যনতুন বিভিন্ন কৌশলে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। ব্যবহারকারীদের বোকা বানাতে এবার তারা সার্চ ইঞ্জিনে ম্যালওয়্যারযুক্ত বিভিন্ন ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন বা কম্পিউটারে সাইবার হামলা চালাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, সাইবার অপরাধীরা ম্যালওয়্যার ছড়াতে সক্ষম একাধিক ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন দিচ্ছে সার্চ ইঞ্জিনে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি এসব ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে। কিছু ওয়েবসাইট বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভনে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড চুরি করে।

সার্চ ইঞ্জিনে দেওয়া ভুয়া ওয়েবসাইটগুলোর বিজ্ঞাপনে সফটওয়্যার ডাউনলোডের লিংকও জুড়ে দেয় হ্যাকাররা। আর তাই ম্যালওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের ওয়েবসাইটের ইউআরএল যাচাইয়ের পরামর্শ দিয়েছে এফবিআই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

ওয়ান ইলেভেন: নতুন সিনেমায় আফজাল হোসেন
***********************************************************************
কখনো বিচারক, কখনো দাগি আসামি চরিত্রে—একের পর এক সিনেমা কিংবা ওয়েব সিরিজে ভেঙেচুরে নিজেকে দর্শকের সামনে নিয়ে এসে আলোচনায় রয়েছেন অভিনেতা আফজাল হোসেন। এবার লেখকের চরিত্রে হাজির হবেন তিনি, ‘ওয়ান ইলেভেন’ নামের মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া পোস্টের সঙ্গে গত ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরেছেন এই অভিনেতা। আফজাল হোসেন প্রথম আলোকে জানান, সিনেমার গল্পটি তাঁর পছন্দ হয়েছে; ফলে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়েছেন।
সিনেমার গল্পে দেখা যাবে, একজন লেখকের জীবন থেকে ১১টি দিন হারিয়ে যায়; হারিয়ে যাওয়া দিনের গল্প নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমায় একটি গোয়েন্দা চরিত্রে শরীফুল রাজ ও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য টালিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে কথাবার্তা চলছে। তবে তাঁদের সঙ্গে এখনো চুক্তি হয়নি। শিল্পীদের সঙ্গে চুক্তি সেরে এপ্রিলে সিনেমার দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা রয়েছে।

হুমায়ুন কবিরের গল্পে সিনেমার সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটি পরিচালনা করবেন কামরুল ইসলাম।

ওটিটি প্ল্যাটফর্মে ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’, ‘পেটকাটা ষ’, ‘কারাগার’, ‘বোধ’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে এই সময়ে আলোচিত হয়েছেন আফজাল হোসেন। ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও ‘যাপিত জীবন’ ও ‘অপরাজেয়’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আফজাল হোসেন। আফজাল হোসেন পরিচালিত প্রথম সিনেমা মানিকের ‘লাল কাঁকড়া’ মুক্তির অপেক্ষায় আছে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

১১৭ থেকে ৬৩—৫৪ কেজি ওজন কমিয়ে বডিবিল্ডার এ তারকা
***********************************************************************
রুবেলের গল্পটা নাটকীয়! একেবারেই অলস ছিলেন এ তরুণ সংগীতশিল্পী। যাঁর জীবনের মানেই ছিল দুই—খাই আর ঘুমাই। এই করে কৈশোর পেরিয়ে তারুণ্যে পৌঁছানোর আগে রুবেলের ওজন হয় ১২৩। একসময় ওজন কমানোর উদ্যোগ নেন তিনি। এক বছরে ১১৭ কেজি থেকে ৫৪ কেজি ওজন কমিয়ে ৬৩ কেজি করে রীতিমতো সাড়া ফেলে দেন দেশের সংগীতাঙ্গনে। শুধু ওজন কমানো নয়, ব্যান্ডশিল্পী রুবেল এখন বডিবিল্ডার। মডেল হিসেবে কাজ করেছেন।
দেশের ব্যান্ডসংগীতের ভুবনে পরিচিত মুখ রুবেল মেইজ জনপ্রিয় হেভিমেটাল ব্যান্ড মেটাল মেইজের প্রতিষ্ঠাতা সদস্য। ঢাকা মিউজিক ফেস্টসহ কিছু বড় সংগীতের আসরে অংশ নিয়েছেন। গত শতকের নব্বইয়ের দশকের আলোচিত ব্যান্ড নোভায় যোগ দেন। ‘তাহসান অ্যান্ড দ্য সুফিস’ দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পপ তারকা আজম খানের সঙ্গে ২০০০ সাল থেকে কাজ করেছেন। বাজিয়েছেন আজম খানের বেশ কিছু গানের সঙ্গে। কনসার্টেও আজম খানের সঙ্গে সংগত করতেন। আজম খানের মৃত্যুর আগপর্যন্ত তাঁর সঙ্গে কাজ করেছেন তিনি।

ব্যান্ডজগতে আলোচিত এ শিল্পী শরীরের অতিরিক্ত ওজনের কারণে একসময় অসুস্থ হয়ে পড়েন। এরপর নিজের চেষ্টায় পেয়েছেন নতুন জীবন। প্রথম আলোকে সে গল্পই শোনালেন রুবেল নিজেই, ‘একসময় আমার জীবনের আনন্দ বলতে ছিল দুটি বিষয়—খাওয়া আর ঘুম। হাঁটাচলা, ঘোরাফেরা করতে ভালো লাগত না। খেলাধুলা তো দূরের কথা। স্কুল-কলেজে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করত এবং মোটার জন্য পরিহাস করত।’

ছোটবেলায় বাড়তি ওজন থেকে মুক্তির জন্য মা–বাবা রুবেলকে পার্কে ও জিমে পাঠিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা। বরং রুবেল ব্যায়াম, হাঁটাচলা না করে পছন্দের খাবার খেয়ে বাড়ি ফিরতেন। এই করে ছোটবেলায় ওজন দাঁড়ায় ১০০ কেজির বেশি। এ অবস্থায় বিয়ে করেন। ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন রুবেল। এ সময় অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়া আর আলসেমি শরীরে পেয়ে বসে। শেষ পর্যন্ত ওজন দাঁড়ায় ১২৩ কেজি। ওই সময় নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়।

রুবেল বলেন, ‘এত কম বয়সে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল যে জীবনটা দুর্বিষহ লাগত। একদিন চিন্তা করলাম, জীবনটা দিন দিন শেষ করে ফেলছি। শরীরের দিন দিন অবনতি হচ্ছে। তাই নিজেকে পরিবর্তন করাটা খুব জরুরি। ঠিক করলাম, এভাবে আর চলতে দেওয়া যায় না।’

রুবেল ঠিক করেন, আর শরীরকে বাড়তে দেওয়া যাবে না। কিন্তু সময় বের করা একটু কঠিন হয়। প্রতি রাতে ঠিক করেন, সকালে হাঁটতে বের হবেন। কিন্তু সকালে আর হাঁটা হয় না। ঠিক করলেন শরীরকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। কষ্ট কম করে কাজের সময় নষ্ট না করে শরীরচর্চা করার উপায় বের করেন রুবেল। শুরু করেন অফিস থেকে হেঁটে বাসায় ফেরা। ওই সময়ের স্মৃতিচারণা করে রুবেল বলেন, ‘রাস্তার এত যানজট আর শব্দদূষণে ক্লান্ত হয়ে যেতাম, তাই কানে মিউজিক দিয়ে নিরাপদে রাস্তার সাইড দিয়ে হাঁটা শুরু করলাম।’ এভাবে কয়েক মাস পার হলো। তারপর শুরু করলেন সাইকেল চালনা। রাতে বাসায় ফিরে ৩০ মিনিট সাইক্লিং। নিয়মিত ২০ মিনিট হাঁটা, ৩০ মিনিট সাইক্লিং—মিশন শুরু।

এরপর ওই সময় বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল চেইন গোল্ড জিম চালু হয়। ঠিক করলেন ভর্তি হবেন সেখানে। কিন্তু আলাদা সময় বের করা অনেক কঠিন। এমন সময় ভোরে ওঠার চেষ্টা করলেন। সাইকেলে করে রমনা উদ্যানে গিয়ে হালকা জগিং শুরু। প্রথম কয়েক মাস দৌড়াতে কষ্ট হতো। কিন্তু হাল ছাড়েননি।

সব মিলিয়ে ১১৭ কেজি থেকে ৫৪ কেজি ওজন কমিয়ে ৬৩ কেজিতে। সে বছর বাংলাদেশে ওজন কমিয়ে রেকর্ড করেন তিনি। হয়েছিলেন ‘মিস্টার বিফোর/আফটার’। রুবেল বলেন, মানুষ চাইলে সব পারে, শুধু ইচ্ছা থাকা যথেষ্ট।
এখন নিজের ব্যান্ড মেটাল মেইজের সঙ্গে বেশি সময় কাটছে রুবেলের। পাশাপাশি শরীরচর্চা চলছে। নিয়মিত হাঁটাহাঁটি করছেন তিনি। ম্যারাথনেও তিনি অংশ নেন। পেশাদার কাজের পাশাপাশি তিনি ব্যান্ডের নতুন অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘এর মধ্যে চারটি গানের কাজ শেষ হয়েছে। আশা করি, অনেক দিন বিরতির পর একটি ভালো অ্যালবাম উপহার দিতে পারব।’

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

যেখানে ৬৭ বছরের চিরঞ্জীবী ৩৬ বছরের শ্রুতির সঙ্গে রোমান্স করেন
***********************************************************************
বয়স একটা সংখ্যামাত্র—বহুল প্রচলিত কথাটা তাঁর সঙ্গে ভালো যায়। তেলেগু তো বটেই, হিন্দি, তামিল, কন্নড় মিলিয়ে দেড় শতাধিক সিনেমা করেছেন। কয়েক প্রজন্ম তাঁর অভিনয় দেখে বড় হয়েছে বললেও ভুল বলা হয় না। তিনি আর কেউ নন, দক্ষিণি তারকা চিরঞ্জীবী। ১৩ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ওলটার বেরিয়া’ দিয়ে আবারও আলোচনায় তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার গান ‘নিকেমো আন্দামেক্কুবা’। গানটিতে ৬৭ বছর বয়সী চিরঞ্জীবীকে ৩৬ বছর বয়সী শ্রুতি হাসানের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে।

চিরঞ্জীবীর দক্ষিণি বাণিজ্যিক সিনেমাগুলো বক্স অফিসে ঝড় তোলে, এটা কোনো নতুন কথা নয়। তাঁর সিনেমায় যুক্তি খুঁজতে গেলে মুশকিল, চিরঞ্জীবীর ভক্তরা তা খুঁজতেও যান না। তাঁরা যান ভরপুর বিনোদন দেখতে। পর্দায় যা ভালোমতোই মজুত থাকে।
এই যেমন গত বছর মুক্তি পাওয়া চিরঞ্জীবীর সিনেমা ‘গডফাদার’ নিয়ে যতই মিম হোক, হিট মালয়ালম সিনেমা ‘লুসিফার’-এর তেলেগু রিমেকটি ঠিকই বক্স অফিসে ঝড় তুলেছিল।

বক্স অফিস বিশ্লেষকেরা একই পূর্বাভাস দিয়েছেন চিরঞ্জীবীর নতুন সিনেমা ‘ওলটার বেরিয়া’র ক্ষেত্রেও। ছবিটি দিয়ে চলতি বছরের শুরুতে তেলেগু বক্স অফিসে ঝড় উঠবে, আশা প্রযোজকের। চিরঞ্জীবী, শ্রুতি হাসান তো আছেই, ছবিতে আছেন আরেক তারকা রবি তেজাও। কে এস রবীন্দ্র পরিচালিত সিনেমাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর মোস্ট ওয়ান্টেড চোরাকারবারি ‘ওলটার বেরিয়া’র চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জীবী।

এর মধ্যে মুক্তি পাওয়া সিনেমার গানগুলো নিয়ে আলোচনা হয়েছে। ৬৭ বছর বয়সেও রোমান্টিক গানে চিরঞ্জীবীর পারফরম্যান্স দেখে মুগ্ধ ভক্তরা। একজন লিখেছেন, ‘চিরঞ্জীবী কখনো পুরোনো হয় না।’ আরেক ভক্ত লিখেছেন, ‘তাঁর মতো নাচতে কেউ পারে না।’

এখন দেখার, অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটি বক্স অফিসে কেমন করে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

চলে গেলেন গিটারের জাদুকর জেফ বেক
***********************************************************************
শুরুতে বাজিয়েছেন ইয়ারবার্ডস ব্যান্ডের সঙ্গে, পরে আলাদা হয়ে একক পারফরম্যান্সে মন দেন। ষাটের দশকে পৌঁছেছিলেন খ্যাতির শিখরে, যা ছড়িয়ে পড়ে পরের কয়েক দশকে। ইতিহাসের অন্যতম সেরা গিটারবাদক ছিলেন তিনি। সেই জেফ বেক, ব্রিটিশ গিটার কিংবদন্তি মারা গেছেন। তাঁর অফিশিয়াল ওয়েবসাইট নিশ্চিত করেছে, গত মঙ্গলবার ৭৮ বছর বয়সে গিটারশিল্পীর মৃত্যু হয়েছে।

কিংবদন্তি এই গিটারবাদকের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘তাঁর পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।’

জেফ বেকের খ্যাতি কেবল তাঁর পারফরম্যান্সেই সীমাবদ্ধ ছিল না বরং ষাটের দশকে হেভি মেটাল, জ্যাজ-রক এমনকি পাঙ্কের উত্থানেও তাঁর প্রেরণা ছিল।
জেফ বেকের কাছে গিটার যেন ছিল আজ্ঞাবহ এক যন্ত্রের মতোই। তিনি প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা করতেন না খুব একটা। গিটার হাতে পেলে হারিয়ে যেতেন অন্য এক ভুবনে।

২০০৯ সালে দ্বিতীয়বারের মতো রক অ্যান্ড রোলের হল অব ফেমে জায়গা পাওয়ার সময় এক সাক্ষাৎকারে জেফ বেক বলেছিলেন, ‘আমি সেভাবেই বাজাই, কারণ এটাই আমাকে সম্ভাব্য সবচেয়ে কষ্টের শব্দ বের করে নিয়ে আসতে সাহায্য করে। এটাই তো ব্যাপার, তাই না? আমি নিয়মনীতির পরোয়া করি না।’

ইয়ারবার্ডসের সঙ্গে বিচ্ছেদর পর রড স্টুয়ার্ডকে সঙ্গে নিয়ে জেফ বেক গড়ে তুলেছিলেন নিজের দল। সহকর্মীর মৃত্যুর পর ইনস্টাগ্রামে রড স্টুয়ার্ট লিখেছেন, ‘জেফ বেক ছিল অন্য গ্রহের বাসিন্দা। সে ষাটের দশকের শেষের দিকে আমাকে ও রুনি উডকে তাঁর “জেফ বেক গ্রুপ’-এ নিল। আমরা যুক্তরাষ্ট্র সফরে গেলাম, এরপর আর পেছন ফিরে দেখতে হয়নি।’

এ ছাড়া বন্ধুর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন জনি ডেপ, অ্যালিস কুপার, জো পেরি, এরিক ক্লাপটন, টমি হেনরিকসেন প্রমুখ।

রোলিং স্টোন সাময়িকী সর্বকালের সেরা যে ১০০ গিটারিস্টের তালিকা করেছিল, জেফ বেক সে তালিকার সেরা পাঁচেই ছিলেন। তাঁকে বলা হতো ‘গিটারিস্টদের গিটারিস্ট’।
১৯৪৪ সালের ২৪ জুন লন্ডনে জন্ম হয় জেফ বেকের। বয়স যখন মোটে ছয়, তখন রেডিওতে ইলেকট্রিক গিটারের বাজনা শুনে মুগ্ধ হয়েছিলেন। তখন কে জানত, পরে গিটারেই ভাগ্য বাঁধা পড়বে তাঁর!

নিজের কীর্তির জন্য আটবার গ্র্যামি জিতেছেন জেফ বেক। ২০১৬ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ একক অ্যালবাম ‘লাউড হেইলার’। এ ছাড়া গত বছর মুক্তি পায় জনি ডেপের সঙ্গে তাঁর যৌথ অ্যালবাম ‘১৮’।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Showing 12153 out of 19133
  • 12149
  • 12150
  • 12151
  • 12152
  • 12153
  • 12154
  • 12155
  • 12156
  • 12157
  • 12158
  • 12159
  • 12160
  • 12161
  • 12162
  • 12163
  • 12164
  • 12165
  • 12166
  • 12167
  • 12168

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund