ShopyAI Review |A.I Powered App Create Ready-To-Sell(Real Info)
https://www.digital-product-re....view.com/shopyai-rev
#shopyai, #shopyaiapp, #shopyaiappreview, #shopyaioto, #shopyaiotos, #shopyaireview, #shopyaireviews, #shopyaisoftware, #shopyaisoftwarereview, #shopyaiupsell, #shopyaiupsells,
https://surprisesports.com/foo....tball/fifa-world-cup
বাকি সুখ না হয় জান্নাতে যেয়ে কুড়িয়ে নিব
মাদ্রাসা থেকে দু'দিন যাবৎ আমার দেবর বাসায় আসছে। আমি বের হই না রুম থেকে, বলতে গেলে কড়াকড়ি ভাবে নিষেধ, বোরকা পড়েও বের হওয়া নিষেধ।
বাইরের সব কাজ শাশুড়ি একাই সামাল দেয়।
আমি রুমে টুকটাক কাজ করি আরকি! আমার কিছু প্রয়োজন হলে দরজায় নকড দেই। দুই ননদ এসে হাজির- কি লাগবে ভাবি?
কাল শশুর দরজায় আওয়াজ দিচ্ছে-
আমি ভেতর থেকে- জ্বি! আব্বু আসেন।
একটা প্লেট হাতে আব্বু হাজির, কিছু ফল নিয়ে।
আমাকে দিয়ে বলছে- এগুলা খেয়ে নিও। একটু পর তোমার ভাই (দেবর) চলে গেলে প্রয়োজনীয় কাজ সেরে নিও।
পুরো ফ্যামিলি' টা মিলে আমাকে নন-মাহরাম আত্মীয়দের থেকে আড়াল করে রাখে।
সুখি হতে আর কি লাগে?
আমার মতো একজন দুনিয়ামুখী মানুষের জন্য এই দুনিয়াবী জীবনে এতটুকুই কি যথেষ্ট নয়?
বাকি সুখ না হয় জান্নাতে যেয়ে কুড়িয়ে নিব।
ইন-শা-আল্লাহ!
أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ.
#সংগৃহীত
আমার বউয়ের ডেলিভারির সময় আমি একটা নার্সের সাথে কথা বলছিলাম, সাধারণ জিনিসগুলা জানার জন্যে। যেহেতু একটাই বউ, প্রথম বাচ্চা ❤
আমার অভিজ্ঞতা ছিলো শূন্য। স্বাভাবিকভাবেই জানতে চাইবো।
আমার বউকে OT থেকে বের করার পর জিজ্ঞাসা করলাম, "কেমন লাগছে এখন?" বউ তার উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করলো নার্সটার সাথে কি কি গল্প করছো? পছন্দ হইছে? আগামি ৪০ দিনের জন্যে ম্যানেজ করতেছো নাকি!
**আমি ভাই সেইদিন বুঝছিলাম ভাই,, সত্যি কারের ভালোবাসার মানুষ তার নিজের মানুষকে অন্য কারো সাথে সহ্য করতে পারেনা। অপারেশনের পেইন ভুলে যেতে পারে তবে নিজের ভালোবাসা কে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার পেইন ভুলতে পারেনা।** 🤦🏼
#collected
#thesheshkotha