জীবনসঙ্গী ভালো হলে প্রতি রাতেই ১৪ই ফেব্রুয়ারি! আর না হলে প্রতি রাতেই ২৫শে মার্চ!!
#omarfarukrakib
জীবনসঙ্গী ভালো হলে প্রতি রাতেই ১৪ই ফেব্রুয়ারি! আর না হলে প্রতি রাতেই ২৫শে মার্চ!!
#omarfarukrakib
সেরা সিনেমা ‘মাদারলেস’ ও ‘সাঁতাও’
***********************************************************************
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ইরানি নির্মাতা সাঈদ মোরতেজা ফাতেমির ‘মাদারলেস’ ও বাংলাদেশি নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’। গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অতিথি, জুরি ও বিভিন্ন দেশ থেকে আসা নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।
এশিয়ান প্রতিযোগিতা বিভাগে সেরা হয়েছে ‘মাদারলেস’। ইরানের শিক্ষিত, মধ্যবয়সী এক দম্পতি সারোগেসি পদ্ধতিতে সন্তানধারণের জন্য এক নারীর গর্ভ ভাড়া নেন। এরপর নানা রকম দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হন ওই দম্পতি। এসব নিয়েই ছবির গল্প। সাংবাদিকতা থেকে চলচ্চিত্রে আসা সাঈদ মোরতেজা ফাতেমির সিনেমাটি এর আগে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘সাতাঁও’। গণ-অর্থায়নে নির্মিত সিনেমাটি ২৭ জানুয়ারি দেশের সিনেমা হলে মুক্তি পাবে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন।
এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সেরা নির্মাতা হয়েছেন ইরানি সিনেমা ‘লাইফ অ্যান্ড লাইফ’-এর পরিচালক আলী ঘাভিতান ভারতের অপরাজিত সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন অনিক দত্ত, সেরা অভিনেতা হয়েছেন জাপানের ‘ম্যারেজ কাউন্সেলর’ সিনেমার ইক্কেই ওয়াতানাবে, সেরা অভিনেত্রী হয়েছেন ভারতের প্রপেদার অভিনেত্রী কেতকী নারায়ণ। সেরা চিত্রগ্রাহক হয়েছেন রাশিয়ার ‘দ্য রায়ট’ সিনেমার চিত্রগ্রাহক আর্টিওম আনিসিমভ।
বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কাজী আরেফিন আহমেদের ‘কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম রানারআপ হয়েছে জয়তু সুশীল জিকুর ‘হাঘরে’, দ্বিতীয় রানারআপ হয়েছে মৃত্তিকা রাশেদের ‘কৃষ্ণপক্ষ’।
শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও জার্মানির সিনেমা ‘মার্টিন অ্যান্ড দ্য ম্যাজিক্যাল ফরেস্ট’।
স্পিরিচুয়াল ফিল্ম বিভাগে সেরা তথ্যচিত্র হয়েছে রাশিয়ার ‘মহাত্মা হাফকাইন’, সেরা ফিচার ফিল্ম বাংলাদেশের ‘ঘরে ফেরা’।
নারী নির্মাতা বিভাগে সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কার তথ্যচিত্র ‘আওয়ার মাদার, গ্র্যান্ডমাদার, প্রাইম মিনিস্টার: সিরিমাভো’। সেরা পরিচালক হয়েছেন জার্মানির চলচ্চিত্র অ্যালে উলেন গেলিয়েবট ওয়ের্ডেন-এর নির্মাতা ক্যাথেরিনা ওল। সেরা ফিচার সিনেমা হয়েছে ‘অ্যাকাউসে মি’।
বিশেষ দর্শক পুরস্কার পেয়েছে বাংলাদেশের জেকে ১৯৭১ ও দর্শক পুরস্কার পেয়েছে বাংলাদেশের আরেক আলোচিত সিনেমা হাওয়া।
১৪ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ঢাকায় ৯ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে রেইনবো ফিল্ম সোসাইটি। এতে ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়েছে। গতকাল সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।
Source: প্রথম আলো
পরী আমাকে আই লাভ ইউ বলেছে, এটাই সেরা উপহার: রাজ
***********************************************************************
এত দিন জানা ছিল রাজ ও পরীমনি বিয়ে করেছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর। গত বছরের জানুয়ারিতে দেওয়া সাক্ষাৎকারেও বিয়ের তারিখ হিসেবে ১৭ অক্টোবরকেই উল্লেখ করেন পরীমনি। তবে প্রায় এক বছর পর বিষয়টি খোলাসা করে পরী জানালেন, ২০২১ সালের ১৭ অক্টোবর নয়, তাঁরা বিয়ে করেন ২০২২ সালের ২২ জানুয়ারি। পরীমনির ফেসবুক পেজে পোস্ট করা স্ট্যাটাস থেকে বিষয়টি জানা গেছে। ২২ জানুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পরীমনি তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস। এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি।’ শেষের লাইনে ভালোবাসার ইমোজি দিয়ে পরীমনি আরও লিখেছেন, ‘আই লাভ ইউ রাজ।’
প্রথম বিবাহবার্ষিকী কেমন কাটছে, জানতে রোববার দুপুরে প্রথম আলো যোগাযোগ করে শরীফুল রাজের সঙ্গে। রাজ জানালেন, তাঁরা বিবাহবার্ষিকীর মুডে আছেন। গত রাতে ঘরোয়া পরিবেশে বিবাহবার্ষিকীর কেক কেটেছেন। ঢাকার অদূরে একটি নিরিবিলি জায়গায় ঘুরতে এসেছেন। রাজ বলেন, ‘বিকেলের মধ্যেই ফিরে যাব। আজ সন্ধ্যায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সপরিবার পরীর সিনেমা “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” দেখতে যাব।’
প্রথম বিবাহবার্ষিকীতে পরীর কাছ থেকে কী উপহার পেয়েছেন বা পরীকে কোনো উপহার দিয়েছেন কি না—জানতে চাইলে রাজ বলেন, ‘রাতে কেক কাটার সময় পরী আমাকে আই লাভ ইউ বলেছে, এটাই আমার সেরা উপহার। আমিও বলেছি।’
রাজ বলেন, দেখতে দেখতে বিয়ের একটা বছর চলে গেল। বুঝতেই পারেননি তিনি। এই ভালোবাসা বহুদিন অটুট থাকার আশা করে ঢাকাই ছবির এই নায়ক আরও বলেন, ‘পরী আমাকে অনেক অনেক ভালোবাসে। পরীর ভালোবাসা নিয়ে আরও বহু বছর এভাবে চলতে চাই।’
গত এক বছরে রাজ ও পরীর সংসারে সুখ, আনন্দ যেমন ছিল, তেমনি বেদনাও ছিল। বিয়ে, বাচ্চা—গত এক বছরে পরীমনি ও রাজের সংসারজীবনে কিছু রটনা-ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে।
এ প্রসঙ্গে রাজ বলেন, ‘সব মিলিয়েই তো মানুষ। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা মানুষের জীবনে থাকে। এগুলো চলার পথে মানুষের জীবনের অংশ। তবে এই সময়ে পরী আমার জন্য রাজ্যকে উপহার দিয়েছে। আমি বাবা হতে পেরেছি পরীর জন্য। এর চাইতে সুন্দর জিনিস আর কী হতে পারে।’
Source: প্রথম আলো
‘দাগ যেন আমার শরীরের অলংকার’
***********************************************************************
‘ইচ্ছে নদী’, ‘ফাগুন বউ’, ‘গাঁটছড়া’ সিরিয়ালের কল্যাণে বাংলাদেশেও জনপ্রিয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী শোলাঙ্কি রায়। টিভি ছাড়া ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও নিয়মিত তিনি। অভিনেত্রী এখন আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে। কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করা ছবিতে শোলাঙ্কির শরীরে কিছু দাগ দেখা গেছে। সেই দাগ নিয়ে নিজেই লিখেছেন শোলাঙ্কি।
পোস্ট করা ছবিতে শোলাঙ্কিকে দেখা যায় জিনসের সঙ্গে ধূসর রঙের টপ পরা অবস্থায়, ফলে নাভির ওপর তাঁর দাগগুলো স্পষ্ট হয়ে দেখা যায়। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয়তম অলংকারের মতোই দাগগুলো শরীরে জড়িয়ে রাখি। এটা আমাকে আমার গভীর ক্ষতের কথা মনে করিয়ে দেয়, যার সঙ্গে তীব্র লড়াই করে বেঁচে গেছি আমি। সবই ঘটে কোনো না কোনো কারণে, সব মিলিয়ে আমি নিজের মতো হয়ে উঠি।’
শোলাঙ্কির এই পোস্টের পর তাঁর অনুসারীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন, কেউ কেউ শুভকামনা জানিয়েছেন ভবিষ্যতের জন্য। কেউ আবার অস্ত্রোপচারের মাধ্যমে দাগ মিশিয়ে ফেলার পরামর্শও দিয়েছেন। তবে শোলাঙ্কি জানিয়েছেন, তিনি দাগ মুছতে চান না; রেখে দিতে চান লড়াইয়ের চিহ্ন হিসেবে।
অনেকেই জানতে চেয়েছেন দাগের কারণ কী! লড়াই বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন? সেটাও খোলাসা করেছেন শোলাঙ্কি রায়। জানিয়েছেন, কলেজে পড়ার সময় একবার তাঁর শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছিল, দাগগুলো শরীরে চিহ্ন রেখে গেছে।
শোলাঙ্কি আরও জানিয়েছেন, তাঁর শরীর নিয়ে কোনো ছুৎমার্গ নেই। কেউই পরিপূর্ণ নয়, তাই শরীরের দাগ নিয়েও কোনো সমস্যা নেই তাঁর। তবে অভিনয়ের প্রয়োজনে কখনো দাগ ঢাকার যদি দরকার হয়, সে জন্য মেকআপ তো রয়েছেই।
Source: প্রথম আলো
যে কারণে ‘পাঠান’-এর প্রচারে নেই শাহরুখ-দীপিকা
***********************************************************************
‘পাঠান’ মুক্তির আর বাকি মাত্র দুই দিন। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় আসছে শাহরুখ খানের সিনেমা। ‘পাঠান’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। ২০ জানুয়ারি অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই যেন ‘পাঠান’-এ টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ভক্তদের মাতামাতি থাকলেও ‘পাঠান’ নিয়ে সেভাবে প্রচার চালায়নি প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। কিন্তু কেন?
বলিউড সিনেমা মুক্তির আগে ব্যাপক প্রচারণার ব্যাপারটি নতুন নয়। এত প্রচারের পরও বছর কয়েক আগে আক্ষেপ করে অক্ষয় কুমার বলেছিলেন, দক্ষিণ ভারতের সিনেমার তুলনায় প্রচারে হিন্দি সিনেমা পিছিয়ে আছে।
করোনার পর থেকে বলিউড প্রযোজকেরা অবশ্য ব্যাপকভাবে প্রচারে মন দেন। যেসব তারকা আগে প্রায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন, তাঁরাই যেচে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, ছবির প্রচারে ভারতজুড়ে ছুটে বেড়াতেও না করেন না। সিনেমা মুক্তির আগে টানা প্রচারে অভিনয়শিল্পীদের চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও হাসিমুখেই তাঁরা হাজির হয়েছিলেন প্রচারণায়।
কিন্তু ‘পাঠান’ ব্যতিক্রম। শুরু থেকেই সিনেমাটির কোনো আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠান করেন যশরাজ ফিল্মস। কোনো প্রেক্ষাগৃহে ঘটা করে ট্রেলার মুক্তি দেওয়া বলিউডের একটি প্রচলিত রীতি। কিন্তু ‘পাঠান’-এর ট্রেলার মুক্তির আগে কোনো অনুষ্ঠান হয়নি। এমনকি ট্রেলারও মুক্তি দেওয়া সিনেমা মুক্তির মাত্র ১৫ দিন আগে, ১০ জানুয়ারি।
চার বছর পর সিনেমা মুক্তি, শাহরুখকে নিয়ে তাই ভক্তদের কৌতূহলের শেষ নেই। কিন্তু অভিনেতার কোনো সাক্ষাৎকার প্রকাশিত হয়নি। কেবল যশরাজের ইউটিউব চ্যানেলে কিছু কথা বলেছেন তারকা। কিন্তু ‘পাঠান’ নিয়ে কেন এই লুকোচুরি?
এ নিয়ে যশরাজ ফিল্মস বা ছবির পাত্রপাত্রীদের কেউ আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও একটা ধারণা করাই যায়।
মূলত বিতর্ক এড়াতেই ‘পাঠান’ নিয়ে কোনো প্রচারণা চালাচ্ছে না যশরাজ ফিল্মস। সিনেমার গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই বিতর্কের ঝড় ওঠে। গানটির বিরুদ্ধে ‘অশ্লীলতা’র অভিযোগ ওঠে, কেউ আবার অভিযোগ করেন, গানটিতে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি দেখানোর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
প্রচারণা অনুষ্ঠান মানেই সাংবাদিকেরা নানা ধরনের প্রশ্ন করবেন তারকাদের। নিশ্চিতভাবে এসব প্রশ্নের মধ্যে থাকত ছবিটিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক, যা এড়াতেই ‘নো প্রমোশন পলিসি’বেছে নিয়েছেন প্রযোজকেরা।
ছবিটি নিয়ে প্রচার না করার আরেকটি কারণ ‘অতীত অভিজ্ঞতা’। আগে শাহরুখ ও দীপিকা দুজনেরই ছবি মুক্তির আগে বিতর্ক হয়েছে। বিশেষ করে ‘পদ্মাবৎ’ থেকে ‘ছাপাক’-এর সময় কী হয়েছিল, সেটা ভোলেননি দীপিকা। শাহরুখেরও ‘রইস’ মুক্তির সময়ের ঘটনা ভালোই মনে থাকার কথা। এসব ঝামেলা এড়াতেই ছবি মুক্তির আগে সাংবাদিকদের এড়িয়ে চলতে চেয়েছেন দুই তারকা।
Source: প্রথম আলো
‘আমি দুধের প্যাকেট নই, যেখানে মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা আছে’
***********************************************************************
দক্ষিণের দাপুটে নায়িকাদের একজন রেজিনা ক্যাসান্দ্রা। কয়েকটি হিন্দি ওয়েব সিরিজের জোরে বলিউডেও চেনা মুখ হয়ে উঠেছেন তিনি। এবার রেজিনা আসতে চলেছেন ক্রাইম থ্রিলার জানবাজ হিন্দুস্তান কে ওয়েব সিরিজে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিরিজটিতে রেজিনাকে নারী আইপিএস অফিসার ‘কাব্য আইয়ার’-এর চরিত্রে দেখা যাবে।
পুলিশের পোশাক গায়ে চাপানোর অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘আইপিএসের ইউনিফর্ম গায়ে মনে হচ্ছিল স্বপ্নের দুনিয়ায় আছি। সে এক অদ্ভুত অনুভূতি। আমি এমন এক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। আমার বিশ্বাস, আমি আমার অভিনীত চরিত্রের সঙ্গে ন্যায়বিচার করতে পেরেছি।’
কিছুদিন আগেই ভারতের মেঘালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন সৃজিত মুখার্জি। এবার খোলাসা হলো তাঁর মেঘালয় সফরের রহস্য—জানবাজ হিন্দুস্তান কের শুটিং হয়েছে রাজ্যটিতে। ভারতের আরও নানা নয়নাভিরাম লোকেশনে হয়েছে সিরিজটির শুটিং।
সিরিজটিতে নানা ধরনের লোকেশন কেন গুরুত্বপূর্ণ, সেটিও জানান রেজিনা, ‘তিন মাস ধরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারতের চারটি রাজ্যে সিরিজের শুটিং হয়েছে। সিরিজটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে ধরনের লোকেশন প্রয়োজন ছিল, তা আমরা এসব জায়গায় পেয়েছিলাম।’
তামিল ছবি কানদা নাল মুধাই-এ পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন ক্যাসান্দ্রা।
তিনি বলেছেন, ‘১৪ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলাম। আনুষ্ঠানিকভাবে হিসাব করলে ২০১২ সালে শুরু। তখন সবে কলেজ শেষ করেছি। আমার মানসিক অবস্থান তখন অন্য রকম ছিল। অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। অনেকে পরামর্শ দিয়েছিল, যত তাড়াতাড়ি সম্ভব যা খুশি করে নাও। কারণ, নায়িকাদের অভিনয়জীবন মাত্র পাঁচ বছরের। কিন্তু আমি মনে করি, আমি দুধের প্যাকেট নই, যেখানে মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা আছে।’
নিজের ছন্দে বাঁচতে ভালোবাসেন ক্যাসান্দ্রা। এমনকি ক্যারিয়ারের ক্ষেত্রে কারও নাক গলানো পছন্দ করেন না।
এই দক্ষিণি অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, ‘আমার ক্যারিয়ারের ব্যাপারে অন্য কেউ সিদ্ধান্ত নিক তা পছন্দ করি না। নিজের পছন্দমতো প্রকল্প বেছে নিই। ক্যারিয়ারে ১০ বছর পার করে ফেলেছি। এখনো টিকে আছি।’
জিফাইভে মুক্তি পাবে জানবাজ হিন্দুস্তান কে।
Source: প্রথম আলো
টুইটারে পরিবর্তন আনছেন মাস্ক
***********************************************************************
টুইটারে আবার বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। এখন থেকে অর্থ দিয়ে সাবসক্রিপশন করলে বিজ্ঞাপনমুক্ত টুইট দেখতে পারবেন ব্যবহারকারী। গত শনিবার কয়েকটি টুইটে ইলন মাস্ক এ পরিবর্তনের কথা জানান। গত অক্টোবরে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে প্রতিষ্ঠানটি বড় ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর মধ্যেই টুইটারে পরিবর্তন আনার ঘোষণা সামনে এল।
ইলন মাস্ক এক টুইটে লিখেছেন, ‘টুইটারে ঘন ঘন ও বড় বিজ্ঞাপন দেখায়। সামনের সপ্তাহগুলোতে বিষয়টি সমাধানে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা বিজ্ঞাপন দেখতে চাইবেন না, তাঁরা বেশি অর্থ খরচ করে বিজ্ঞাপনমুক্ত টুইটার ব্যবহারের সুযোগ পাবেন।’
টুইটারে বিজ্ঞাপনমুক্ত সাবসক্রিপশন সুবিধা যুক্ত হলে তা প্রতিষ্ঠানটির ব্যবসার মডেলে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হবে। কারণ, এত দিন টুইটার কেবল তার আয়ের জন্য নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানোর মতো মডেলের ওপর নির্ভর ছিল। এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অর্থ দিয়ে ভেরিফায়েড সাবসক্রিপশন সুবিধা চালু হয়। টুইটারে বিজ্ঞাপন থেকে ইলন মাস্ক আয়ের পরিকল্পনা করলেও সম্প্রতি বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইলন মাস্ক টুইটার কেনার পর প্রতিষ্ঠানটির সাড়ে সাত হাজার কর্মীর মধ্যে অর্ধেকের বেশি চাকরি হারিয়েছেন। এখন প্রতিষ্ঠানটির স্বল্পসংখ্যক কর্মী দিয়ে আধেয় সম্পাদনার কাজ ঠিকমতো হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই টুইটার থেকে বিজ্ঞাপনদাতাদের অনেকেই সরে গেছেন।
ইলন মাস্ক বলেন, তিনি যে কৌশল নিয়েছেন, তাতে প্রতিষ্ঠানটির খরচ কমবে এবং আয় বাড়বে।
Source: প্রথম আলো