Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #software #xembongda #artificialintelligence
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Night mode
  • © 2025 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Magazine
Magazine
3 yrs

কেন এইচটিটিপিএস–যুক্ত ওয়েবসাইট ব্যবহার করবেন
***********************************************************************
ইন্টারনেটে তথ্য ব্যবহার ও লিখিত তথ্য দিয়ে যোগাযোগের যে পদ্ধতি সেটি হলো, হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল বা এইচটিটিপি। প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে এইচটিটিপি লেখাটা দেখা যায়। কিছু ওয়েব ঠিকানার শুরুতে এইচটিটিপিএস দেখা যায়। এর পূর্ণ রূপ হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল সিকিউর।

সিকিউর যেহেতু উল্লেখ করা আছে, তাই বোঝা যায় এইচটিটিপিএস থাকলে সেই ওয়েবসাইটে যাওয়া নিরাপদ। কিংবা সেই ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য আদান–প্রদান করলে সেসব থাকে সুরক্ষিত। আসলে এইচটিটিপিএস সুরক্ষিত সংযোগ, এর মাধ্যমে এনক্রিপটেড এইচটিটিপি তথ্য আদান–প্রদান করা হয়। বার্তা এনক্রিপটেড থাকলে সেগুলোকে নিরাপদ মনে করা হয়।

এনক্রিপশন হলো এমন এক পদ্ধতি, যেখানে মূল তথ্য বা উপাত্ত পরিবর্তন করে একটি সংকেত (কোড) তৈরি করা হয়, যা সাধারণভাবে পাঠোদ্ধার করা যায় না। এই কোড পুনরায় পড়ার জন্য বিশেষ অ্যালগরিদম ব্যবহার করা হয়। এই এনক্রিপটেড তথ্যকে আরও সুরক্ষা দেয় এইচটিটিপিএস। এর বাইরেও এটি ওয়েবসাইটের বৈধতাও নিশ্চিত করে।

এইচটিটিপিএস ওয়েবসাইটে সুবিধা কী
তারহীন ওয়াই–ফাইয়ের মতো গণ–নেটওয়ার্কে তথ্যের সুরক্ষা নিশ্চিত করে এইচটিটিপিএস। সাধারণ এইচটিটিপি এনক্রিপটেড নয়। ফলে এতে তথ্য অরক্ষিত থাকে। অপর পক্ষে এইচটিটিপিএসে সার্ভার থেকে প্রাপ্ত তথ্যের সংকেত শুধু ব্যবহারকারীই পাঠোদ্ধার করতে পারেন। ফলে এইচটিটিপিএস ব্যবহারকারী ও সার্ভারের মধ্যে ডেটা এনক্রিপশন করে রাখে, যা তথ্যের গোপনীয়তা নিশ্চিতের মাধ্যমে তথ্য জালিয়াতি থেকে রক্ষা করে।

এইচটিটিপিএস ওয়েবসাইট চিহ্নিত করার জন্য ব্রাউজারের অ্যাড্রেসবার যাচাই করতে হবে। বাঁ কোনায় লক আইকনসহ সাইটের নাম রয়েছে কি না, তা অ্যাড্রেস বারে দেখে নিতে হবে। আর্থিক লেনদেন কিংবা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য আদান–প্রদান করে, এমন ওয়েবসাইটগুলোই সাধারণত এইচটিটিপিএস-সমর্থিত হয়ে থাকে।

এ ক্ষেত্রে ব্যাংকের ওয়েবসাইট উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে। এইচটিটিপিএসের ফলে ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে আদান–প্রদান করা কোনো তথ্য তৃতীয় পক্ষের কেউ দেখতে পারেন না। তবে এইচটিটিপিএস সবকিছুই এনক্রিপটেড করতে পারে না। যেমন হোস্টের ঠিকানা ও পোর্ট নম্বর এনক্রিপটেড থাকে না।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

বিট–বাইট
***********************************************************************
টুইটারে পাঠানো যাবে চার হাজার অক্ষরের বার্তা
ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় সর্বোচ্চ চার হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুবিধা চালু করেছে টুইটার। ফলে ব্যবহারকারীরা একই টুইটে (টুইটার বার্তা) বড় লেখা পাঠাতে পারবেন। তবে সবাই নন, অর্থের বিনিময়ে নীল বা ব্লু টিক ব্যবহারকারীরাই কেবল এ সুযোগ পাবেন। টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ সুবিধা চালু হলেও পর্যায়ক্রমে সব নীল টিক ব্যবহারকারী এ সুযোগ পাবেন। উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে ৮ ডলারের বিনিময়ে ব্লু টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিকযুক্ত ব্যবহারকারীদের খরচ হয় ১১ ডলার। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উইন্ডোজ ৭ ও ৮–এ চলবে না নতুন ক্রোম ব্রাউজার
সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ এনেছে গুগল। ‘ক্রোম ১১০’ নামের এ সংস্করণে আগের সংস্করণগুলোতে থাকা বেশ কয়েকটি ত্রুটি দূর করা হয়েছে। আর তাই নিরাপদ থাকতে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেমে চলা কোনো কম্পিউটারে নতুন ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে না। ফলে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে ব্যবহারকারীদের। সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণ থেকে ক্রোম ব্রাউজারের সমর্থন প্রত্যাহার করেছে গুগল। শুধু তা–ই নয়, পুরোনো সংস্করণে চলা কোনো কম্পিউটারের জন্য ক্রোম ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করবে না প্রতিষ্ঠানটি। ফলে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণটি শুধু উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ব্যবহার করা যাবে।

সূত্র: জেডডিনেট

বাঁকানো পর্দার গেমিং মনিটর
গেমারদের জন্য ৩৪ ইঞ্চির বাঁকানো পর্দার কিউডি ওএলইডি (অরগানিক লাইট এমিটিং ডায়োড) প্রযুক্তির মনিটর তৈরি করেছে স্যামসাং। ওডিসি মডেলের এ মনিটরের রিফ্রেশ হার ১৭৫ হার্টজ। দাম এক হাজার ৫০০ মার্কিন ডলার।

সূত্র: দ্য ভার্জ

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

চ্যাটজিপিটি বন্ধু না শত্রু
***********************************************************************
বর্তমানে প্রযুক্তি জগতে সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তা হলো চ্যাটজিপিটি (চ্যাট জেনারেটিভ প্রি–ট্রেইনড ট্রান্সফরমার)। চ্যাটজিপিটি হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল, বুদ্ধিমান যন্ত্রও বলতে পারি। ইন্টারনেটে থাকা প্রচুর লেখা বা টেক্সট ডেটা ব্যবহার করে একে প্রশিক্ষিত করা হয়েছে।

চ্যাটজিপিটিকে যেকোনো প্রশ্ন করলে লিখিত আকারে মানুষের মতো উত্তর দিতে পারে। কোনো কিছুর ব্যাখ্যা চাইলে সহজ ভাষায় ব্যাখ্যা করে দেয়। কোনো কম্পিউটার প্রোগ্রাম লিখে দিতে বললে তা লিখে দেয়। কোনো একটা বিষয়ের ওপর নিবন্ধ লিখতে বললেও লিখে দেয়। এককথায় সব বিষয়ে পারদর্শী। একজন মানুষ যা করতে পারবে, চ্যাটজিপিটি প্রায় তা–ই করতে পারে। একটাই সীমাবদ্ধতা এখনো আছে, তা হলো, সব উত্তর লিখিত আকারে দেয় এটি।

যে কেউ চ্যাটজিপিটির সঙ্গে চ্যাট করতে পারবেন। এখন শুধু ওয়েবসাইটে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে চ্যাটজিপিটি। এখানে অ্যাকাউন্ট খুলে লগইন করে চ্যাট করা যাবে এই ‘বুদ্ধিমান’ প্রোগ্রামের সঙ্গে। নিচের দিকে চ্যাট উইন্ডো রয়েছে। সেখানে গিয়ে যেকোনো প্রশ্ন জিজ্ঞেস করলেই উত্তর দেবে।

শুধু প্রশ্নোত্তরের মধ্যেই এটি সীমাবদ্ধ নয়। আপনি একজন মানুষের সঙ্গে ঠিক যেভাবে কথা বলতে পারেন, চ্যাটজিপিটির সঙ্গেও সেভাবে কথা বলতে পারবেন। যেকোনো কাজে সাহায্যও নিতে পারেন। পরীক্ষার প্রস্তুতি দরকার? কোন বিষয়ে প্রস্তুতি নেবেন, তা জানালে সে সাহায্য করবে। কোনো কঠিন একটা বিষয় বুঝতে পারছেন না? চ্যাটজিপিটিকে বলুন, আপনাকে সহজ ভাষায় সে বুঝিয়ে বলবে। যেমন Explain quantum computing in simple terms লিখে এন্টার করলে সে আপনাকে খুব সহজ ভাষায় কোয়ান্টাম কম্পিউটিং বুঝিয়ে দেবে।

কিছু ব্যবহারিক দিক

চ্যাটজিপিটি আপনার ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে। যেমন একজন লেখক হয়তো কোনো একটা বিষয়ে নিবন্ধ লিখবেন। এখন চ্যাটজিপিটিকে বললে সে লিখে দেবে। কত শব্দের মধ্যে লিখতে হবে, কত অনুচ্ছেদ হবে, সবই বলে দেওয়া যাবে।

একজন প্রোগ্রামার হয়তো একটা প্রকল্পে কাজ করছেন। কিছু সংকেত বা কোড লেখার ব্যপারে তাঁর সাহায্য দরকার। তিনি সহজেই চ্যাটজিপিটি ব্যবহার করে কোড লিখে নিতে পারবেন। যেমন সিএসভি ফাইল পড়ার জন্য পাইথনে কোড লিখতে হবে। চ্যাটজিপিটিকে বললে কীভাবে একটা সিএসভি ফাইল পড়া (রিড) যায়, পাইথন প্রোগ্রামিং ভাষায় সেটির কোড লিখে দেবে। প্রোগ্রামিংয়ের কোনো কনসেপ্ট না বুঝলে তা–ও সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারবে।

জরুরি কোনো সাহায্য লাগলে তা–ও পাওয়া যাবে চ্যাটজিপিটির কাছে। যেমন দুর্ঘটনায় পড়ে কারও শরীর থেকে রক্তপাত হচ্ছে। সে যদি জানতে চায়, কীভাবে রক্তপাত বন্ধ করা সম্ভব, চ্যাটজিপিটি উপায়গুলো বলে দেবে।

কেউ চাইলে চ্যাটজিপিটির সঙ্গে গেমও খেলতে পারবে। লুডু বা যেকোনো লেখা বা টেক্সটভিত্তিক কোনো গেম খেলা যাবে।

চ্যাটজিপিটির অসুবিধা
চ্যাটজিপিটি ইন্টারনেটে থাকা লেখা ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে। যেহেতু ইন্টারেন্টে প্রচুর ভুল তথ্য রয়েছে, তাই চ্যাটজিপিটির সব লেখা সঠিক না–ও হতে পারে।

এটি প্রশিক্ষণ তথ্যের ওপর ভিত্তি করেই তথ্যগুলো তৈরি করে। তাই এটি যেসব তথ্য তৈরি করে, সেগুলো পুরোপুরি মৌলিক না–ও হতে পারে।

যে কাজ বা চাকরির বিকল্প হয়ে উঠতে পারে চ্যাটজিপিটি
কিছু কিছু কাজ আছে, যেগুলোর পুনরাবৃত্তি হয়। বারবার একই ধরনের যেসব কাজ করতে হয়, সেসব কাজ খুব সহজেই চ্যাটজিপিটি বা এমন প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে অনেকেই এসব প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছেন। যেমন গ্রাহকসেবার মতো কাজগুলো। বিভিন্ন পণ্যের বিক্রয়োত্তর কাজগুলো এখন খুঁজে নেবে চ্যাটজিটিপি, এমন কোনো আশঙ্কা নেই।

বাংলাদেশে চ্যাটজিপিটির প্রভাব কেমন পড়বে
বাংলাদেশের অনেক এজেন্সি ও ফ্রিল্যান্সার যেহেতু অ্যাডমিন সাপোর্ট, গ্রাহকসেবা এবং কল সেন্টারের সেবা দিয়ে আসছে, তাদের চাকরির বাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে। আবার সফটওয়্যার তৈরির কাজ যাঁরা করছেন, তাঁদের কাজের পরিধি বাড়বে। যেহেতু এই চ্যাটজিপিটি এবং এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার জনপ্রিয় হচ্ছে, তাই এগুলো ব্যবহার করে নতুন নতুন অ্যাপ তৈরি করা যাবে। বাজারে এ ধরনের অ্যাপ ও ওয়েবসাইটের চাহিদা তৈরি হবে। তাই কেউ যদি নিজেকে এসব বিষয়ে দক্ষ করে তোলেন, তাহলে ভবিষ্যতে ভালো করতে পারবেন।

জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইভআর কাজের নতুন বিভাগ যুক্ত করেছে গত সপ্তাহে। এই বিভাগের মধ্যে রয়েছে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন, মিডজার্নি আর্টিস্ট, চ্যাটবট ডেভেলপার ইত্যাদি। এসবই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি নতুন প্রযুক্তি।

গুগলও এই সপ্তাহে চ্যাটজিপিটির মতো বার্ড নামের একটি চ্যাটবটের ঘোষণা দিয়েছে। এত বছর যাঁরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করতেন, তাঁদের এখন এআই–সম্পর্কিত কাজগুলোর জন্যও অপটিমাইজেশন করতে হবে। তাই কাজের পরিধি কিছু ক্ষেত্রে কমলেও অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। দরকার শুধু নিজেকে নতুন বিষয়ে দক্ষ করে তোলা।

চ্যাটজিপিটি মানুষের বন্ধু হবে না শত্রু, তা বলার সময় এখনো আসেনি। আপাতত বন্ধুই ভাবা যাক।

লেখক: ফ্রিল্যান্স সফটওয়্যার প্রকৌশলী

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

শাকিরার যন্ত্রণায় বাড়ি ছাড়ছেন পিকের বাবা-মা
***********************************************************************
গত বছর পরকীয়ার অভিযোগ এনে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১২ বছরের সম্পর্কের ইতি টানেন কলম্বিয়ার গায়িকা শাকিরা। সম্পর্ক শেষ হলেও পিকের ওপর ক্ষোভ তাঁর কমেনি। এই ক্ষোভ থেকেই নাকি পিকের বাবা-মাকে বিভিন্নভাবে বিরক্ত করছেন শাকিরা। সেটা এতটাই যে জেরার্ড পিকের বাবা-মাকে বাড়ি ছাড়তে হচ্ছে!

পিকের সঙ্গে বিচ্ছেদের পর পিকের বার্সেলোনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল শাকিরার। এই বাড়িতে এখন পিকে না থাকলেও শাকিরা বাড়ি ছাড়েননি। এই বাড়ির পাশেই পিকের মা-বাবার বাড়ি। প্রায়ই বাড়িতেই বিভিন্ন পার্টি করেন শাকিরা। উচ্চ শব্দে গান ছাড়েন। কিন্তু এতে যে আশপাশের অনেকের সমস্যা, তা শাকিরা চিন্তা করেন না।

স্প্যানিশ এক সংবাদমাধ্যমকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর যে ক্ষোভ তাঁর মধ্যে জমে আছে, তা শাকিরা তা তাঁদের ওপর ঝাড়ছেন। উদ্ভট সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তিনি। কিছুদিন আগে তাঁদের বাড়ির দিকে মুখ করে বসানো কালো ব্যঙ্গাত্মক এক পুতুল। পার্টিসহ বিভিন্ন সময়ও উচ্চ শব্দে গান ছেড়ে রাখেন। এ ছাড়া পার্টিতে আতশবাজিও ফুটান। তাঁর এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেদের বাড়ি ছাড়তে হচ্ছে।

ক্লারা চিয়া মার্তির সঙ্গে পরকীয়ার জেরে ভেঙেছিল শাকিরা-পিকের সম্পর্ক। কিছুদিন আগেই এই বিচ্ছেদ নিয়ে গান গেয়েছিলেন শাকিরা। আর এই গানে পিকে ও ক্লারাকে নিয়ে ট্রল করেছিলেন এই গায়িকা। এই গান শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন পিকের বর্তমান প্রেমিকা ক্লারা চিয়া মার্তি। এবার শাকিরার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন পিকের বাবা-মা। পিকে ও শাকিরার ১২ বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেননি তাঁরা। তাঁদের দুটি সন্তান রয়েছে।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

২৫ বছর আগে মেয়ের চরিত্রে, এবার স্ত্রী
***********************************************************************
সালটা ১৯৯৭। ‘মায়ার বাঁধন’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তখন তাঁর বয়স মাত্র ৯। ওই সিনেমায় তাঁর বাবার চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেই ছোট্ট ৯ বছরের মেয়েটি এখন আর ছোট্ট নেই। বয়সের সঙ্গে পাল্টেছে চরিত্রও। এবার পর্দায় প্রসেনজিতের মেয়ে থেকে স্ত্রীর চরিত্রে অভিনয় করলেন শ্রাবন্তী।

সালটা ১৯৯৭। ‘মায়ার বাঁধন’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তখন তাঁর বয়স মাত্র ৯। ওই সিনেমায় তাঁর বাবার চরিত্রে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেই ছোট্ট ৯ বছরের মেয়েটি এখন আর ছোট্ট নেই। বয়সের সঙ্গে পাল্টেছে চরিত্রও। এবার পর্দায় প্রসেনজিতের মেয়ে থেকে স্ত্রীর চরিত্রে অভিনয় করলেন শ্রাবন্তী।

১৯৯৭ সালের পর প্রসেনজিতের সঙ্গে শ্রাবন্তীর আর অভিনয় করা হয়নি। ২৫ বছর পর যখন তাঁরা আবার একসঙ্গে অভিনয় করছেন, তখন স্বামী-স্ত্রী হয়ে পর্দায় আসলেন তাঁরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমায় প্রসেনজিৎ–এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। গত মাসে সিনেমাটি মুক্তি পেয়েছে।

প্রসেনজিতের মেয়ে থেকে এখন তাঁর স্ত্রী চরিত্রে শ্রাবন্তী—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে অনেক মিম। এতে ক্ষুব্ধ নন শ্রাবন্তী। তিনি ভারতীয় এক গণমাধ্যমকে বলেন, ‘মিম করা তো এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু এই ধরনের মিম দেখলে আমার খুব ভালো লাগে। আমাদের জার্নিটা দেখাচ্ছে এই মিমটায়, কতগুলো বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। দেখাচ্ছে, আমাদের কত দিনের সম্পর্ক।’

‘মায়ার বাঁধন’ সিনেমায় অভিনয় করার সময় শ্রাবন্তীকে ‘লেডি ডায়না’ বলে ডাকতেন প্রসেনজিৎ। সেই লেডি ডায়না এখন অভিনয় করছেন তাঁর স্ত্রীর চরিত্রে। যদিও ‘মায়ার বাঁধন’ শুটিংয়ের সময় শ্রাবন্তীকে প্রসেনজিৎ বলেছিলেন ‘কোনো একদিন হয়তো তুমি আমার হিরোইন হবে।’ সেই কথাটা এবার সত্য হলো।

‘কাবেরী অন্তর্ধান’–এর শুটিংয়ের সময় ছোট শ্রাবন্তীর কথা মনে পড়ে যায় প্রসেনজিতের। তাইতো শুটিংয়ের সময় তিনি শ্রাবন্তীকে বলেন, ‘একসময় তোমাকে কাঁধে চড়ে ঘুরাতাম এখনো কি ঘুরাব নাকি।’

এবারই শেষ নয় আরও একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তাঁরা। সায়ন্তন ঘোষালের নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং হবে লন্ডনে। দুজন স্বামী-স্ত্রীর গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। যেখানে তাদের মধ্যে রয়েছে বয়সের অনেক ব্যবধান। সিনেমার গল্প আর বাস্তবতা কিন্তু একই। গল্পের মতো এই চরিত্রে অভিনয় করা প্রসেনজিৎ-শ্রাবন্তীর মধ্যেও বয়সের ব্যবধান অনেক।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্লকবাস্টার ছবি ‘পাঠান’, কী বললেন শাহরুখ
***********************************************************************
নিন্দুকেরা বলেছেন, শাহরুখ খানের ক্যারিয়ার শেষের পথে। আর তাঁর ব্যর্থতার সিরিজে এবার জুড়তে চলেছে ‘পাঠান’-এর নাম। বয়কটা গ্যাং থেকে বিজেপিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন উঠেপড়ে লেগেছিল ‘পাঠান’-এর গায়ে ফ্লপের তকমা লাগিয়ে দিতে। কিন্তু কিং খানের দাপটের কাছে সবকিছু পরাস্ত হয়েছে। তিনি প্রমাণ করলেন, সিনেমার কোনো জাত বা রং নেই। আর ৫৭ বছর বয়সেও যে স্বপ্ন পূরণ করা যায়, তা-ও কিং খান প্রমাণ করেছেন।

৩২ বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর তাঁর অ্যাকশন হিরো হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। শুধু তা–ই নয়, বলিউডের ইতিহাসে ‘পাঠান’ রোজ নতুন নতুন ইতিহাস রচনা করেছে। এই ছবি এখন হিন্দি ছায়াছবির দুনিয়ায় সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি হিসেবে নাম লিখিয়ে ফেলেছে। কিং খান সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে এই সাফল্যের কথা ভাগ করে নিয়েছেন।

সারা দুনিয়াজুড়ে কিং খানের অ্যাকশনধর্মী ছবি ‘পাঠান’ ৮৮৮ কোটির বেশি আয় করেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খানের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ‘পাঠান’-এর আশাতীত সাফল্যে শাহরুখ দারুণ উচ্ছ্বসিত। যশরাজ ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে বলিউডের বাদশা বলেছেন, ‘আমি শুধু অ্যাকশন হিরো হতে চেয়েছিলাম। এত দিনে আমার স্বপ্ন পূরণ হলো। ৩২ বছর আগে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম শুধু অ্যাকশন হিরো হব বলে। কিন্তু তা হয়নি। কারণ, আমাকে অ্যাকশন হিরোর বদলে রোমান্টিক হিরো বানিয়ে দিয়েছে তারা।’

শাহরুখ খান ওই ভিডিওতে জানিয়েছেন যে ‘পাঠান’ ছবির সঙ্গে জড়িত সবাই এই সাফল্যের দাবিদার। কিং খান বলেছেন, ‘এটা সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবি। এই ছবিটা আমার হৃদয়ের খুব কাছের। আমি মনে করি, এই ছবিটা বানানো হয়েছে অসংখ্য মানুষের অফুরান ভালোবাসা দিয়ে। আশা করি, আপনারা এই লার্জার দেন লাইফ ছবিটি উপভোগ করেছেন। এটা সেই ছবি, যা আপনারা বড় পর্দায় দেখতে চেয়েছিলেন।’

কিং খান আরও বলেছেন, ‘আমি মনে করি, এই ঘরানার ছবি সিদ্ধার্থের থেকে ভালো কেউ বোঝে না। আমি প্রথমবার তার সঙ্গে কাজ করলাম। এই ধরনের সিনেমা কীভাবে বানাতে হয়, তা সিদ্ধার্থ খুব ভালোভাবে জানে। সিদ্ধার্থ যে দুনিয়াটা গড়ে তুলেছে, তা আমার অত্যন্ত প্রিয়।’ ‘প্রযুক্তিগত দিক থেকে এই ছবি অনেক এগিয়ে। এই ছবির লোকেশন দুর্দান্ত, গান সুন্দর, মানুষেরাও সুন্দর। আর অ্যাকশন দুর্দান্ত’, বললেন শাহরুখ খান।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

বিয়ের পর জুটি বেঁধে তিন সিনেমায় আসছেন সিদ্ধার্থ-কিয়ারা
***********************************************************************
৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের বহুল চর্চিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ে শেষে বাড়িতেও ফিরেছেন তাঁরা। তবে এখনো বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়নি। এর মধ্যেই জানা গেল তাঁদের নতুন কাজের খবর। একসঙ্গে জুটি বেঁধেই নতুন সিনেমায় অভিনয় করবেন তাঁরা।

‘শেরশাহ’ মুক্তির পর দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার সঙ্গে জুটি বেঁধে রোমান্টিক সিনেমা করতে চান। তবে একটি নয়, তিনটি সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। করণ জোহর এর প্রযোজিত সিনেমাগুলোর প্রথমটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। শিগগিরই শুরু হবে এই সিরিজের প্রথম সিনেমার শুটিং।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে খুব শিগগির কাজে ফিরবেন এই তারকা জুটি। কাজের ব্যস্ততার জন্য মধুচন্দ্রিমায় যেতে পারছেন না তাঁরা। সিদ্ধার্থ মালহোত্রার একটি ওয়েব সিরিজের দৃশ্য ধারণে সূচি রয়েছে, সঙ্গে কিয়ারারও কয়েকটি কাজের বিষয়ে আলোচনা হয়েছে। কাজে ফিরেই এই কাজগুলো শেষ করবেন সিদ্ধার্থ-কিয়ারা। এরপর হাত দেবেন নতুন কাজে।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৭ ফেব্রুয়ারি রাজস্থানের মরু শহর জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে অনুষ্ঠিত হয় এই জুটির বিয়ে। তারকাদের বিয়ের ভিডিও ও ছবি বিক্রি হয় চড়া দামে। সিদ্ধার্থ-কিয়ারাও বিক্রি করেছেন তাঁদের বিয়ের ভিডিও এবং ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৮০ কোটি রুপিতে আমাজন প্রাইম কিনে নিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও ও ছবি। বলিউড বিয়ে সিরিজে দেখানো হবে এই ভিডিও। তবে এই নিয়ে এখনো কোনো কিছু জানাননি সিদ্ধার্থ বা কিয়ারা।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

তিনিই এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন
***********************************************************************
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তির প্রায় এক সপ্তাহ পর দেশে ফিরেছিলেন। হলে হলে যাচ্ছেন, দর্শকের প্রতিক্রিয়া কেমন?

খুব ভালো সাড়া পাচ্ছি, বিশেষ করে শিশুদের কাছ থেকে। তাদের সঙ্গে বসে সিনেমা দেখার আগ্রহ সবচেয়ে বেশি ছিল। কলকাতা থেকে ফিরে টানা তিন দিন বিভিন্ন হলে ঘুরছি, শিশুদের সঙ্গে সিনেমা দেখছি। দর্শক হিসেবে ওরা খুব উপভোগ করছে সিনেমাটি।

বাচ্চাদের সঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতা কেমন?

লায়ন সিনেমাসে দুই শ শিক্ষার্থীর সঙ্গে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন দেখেছি। এর আগে মধুমিতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দেখেছি। তারা কোনো কোনো দৃশ্য হাসে, হাতে তালি দেয়, আবেগপ্রবণ হয়। এসব দেখে অন্য রকমের অভিজ্ঞতা হচ্ছে।

শিশুদের পাশাপাশি বড়রাও দেখছেন?

শিশুরা যখন সিনেমাটি দেখতে আসছে, তারা তো একা আসছে না। অভিভাবকদের সঙ্গে আসছে। বড়দের জন্য যখন সিনেমা বানানো হয়, তখন শিশুরা সাধারণত দেখার সুযোগ পায় না। কিন্তু এই ছবিটির বেলায় শিশুদের সঙ্গে বড়রাও দেখতে হলে আসছেন। তাঁরা উপভোগও করছেন। ছবির বিভিন্ন দৃশ্য দেখে শিশুরা মজা করছে, তালি দিচ্ছে। শিশুদের সঙ্গে বড়রাও মজা পাচ্ছেন। ছবিটি দেখতে গিয়ে ছোট ও বড়দের সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে।

এক ভিডিও বার্তায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন...

এটি খুবই ভালো লাগার ব্যাপার। প্রসেনজিতের মতো মানুষ আমার ছবির জন্য কথা বলেছেন। আমি কলকাতার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ওই ছবির সহশিল্পী প্রসেনজিৎ। কিছুদিন আগে আমাদের ছবির রিহার্সাল চলছিল, কয়েক দিন একসঙ্গে থাকা হয়েছে। আমার ছবির সঙ্গে কলকাতায় তাঁরও কাবেরী অন্তর্ধান নামে একটি ছবি মুক্তি পেয়েছে। উনিও জানতেন বাংলাদেশে আমার একটি ছবি মুক্তি পেয়েছে। যখন জানলেন, আমার ছবিটি শিশু-কিশোরদের নিয়ে, তখন তিনি আগ্রহী হয়েই কথা বললেন। আমাকে তিনি বললেন, ‘সিয়াম, আমি এখানে বাচ্চাদের “কাকাবাবু” সিরিজের সিনেমা করব। এটি নিয়মিত করব। কারণ, বাচ্চাদের সঙ্গে কাজ করা আলাদা শান্তি আছে।’

কলকাতার ছবির খবর কী?

আগামী মাসে শুটিং শুরু হবে। আপাতত মেকআপ নিয়ে শুটিংয়ের পোশাকে ক্যামেরার সামনে কয়েকটি দৃশ্যের মহড়া করেছি। এটি শুটিংয়ের আগের প্রস্তুতি। উদ্দেশ্য চরিত্রগুলো পর্দায় কেমন লাগবে, তা আগেই মহড়ার মাধ্যমে পর্যবেক্ষণ করা।

গত বছর ‘পরাণ’ ও ‘হাওয়া’ সাফল্য পেলেও বছরের শেষভাগে সেভাবে কোনো সিনেমা ব্যবসা করতে পারেনি। নতুন বছরের শুরুটা কেমন হলো?

শুরুটা যে মারমার কাটকাট হয়েছে, তা বলব না। তবে সিনেমার মানুষ হিসেবে এতটুকুই বলতে পারি, ভালো গল্প, ভালো কাজের চেষ্টা দিয়ে বছরটা শুরু হলো। কারণ, দর্শক কোন ছবি দেখবেন, কোন ছবি দেখবেন না, সেটি অনেক কিছুর ওপর নির্ভর করে। ভালো গল্প, ভালো সিনেমা কিন্তু আলাদা আলাদা বিষয়। শুধু সিনেমা ভালো হলেই যে তার ওপর নির্ভর করে দর্শক হলমুখী হবেন, তা নয়। নতুন বছরে ‘ব্ল্যাকওয়ার’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামে দুটি বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে। একটি অ্যাকশন থ্রিলার, অন্যটি শিশুতোষ সিনেমা। দুটি সিনেমাই মোটামুটি দর্শক দেখছেন। আরও সাড়া পেলে ভবিষ্যতে ভালো ছবি তৈরির তাগিদ বাড়বে।

আর কী কাজ করছেন?

কলকাতার ছবিটির সঙ্গে ‘ইন দ্য রিং’ নামে দেশের বাইরের আরেকটি ছবি করছি। এখন ছবিটির জন্য ভাষাগত প্রশিক্ষণ নিচ্ছি। আপাতত এই ছবি দুটি নিয়ে আগামী দুই মাস আমার ব্যস্ততা।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
techzoombd
techzoombd
3 yrs

Whatsapp নাকি imo কোনটি ভালো হবে
বাংলাদেশে ইন্টারনেট ইউজারদের মধ্যে Whatsapp বা imo ব্যবহার করেনি এমন মানুষ পাওয়া যাবে না । ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যে এই দুই অ্যাপ বাংলাদেশে বেশি ব্যবহার হয় । তাই অনেকে বলে Whatsapp নাকি imo কোনটা ব্যবহার করব ।

এই দুই অ্যাপের মাধ্যে একটা থেকে অন্যটা একটু ভিন্ন । তবে সাধারণ কিছু মিল রয়েছে যেমন মোবাইল নম্বর দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করা যায় । ফোনের সেভ করা নম্বর খুব সহজে ব্যবহার করা যায় । বিস্তারিতঃ https://techzoombd.com/whatsapp-vs-imo-app/

Whatsapp নাকি imo কোনটি ভালো হবে - Techzoombd
Favicon 
techzoombd.com

Whatsapp নাকি imo কোনটি ভালো হবে - Techzoombd

সময়ের সাথে সাথে আমাদের বাড়ছে ইন্টারনেট ব্যবহার । আরও বাড়ছে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের ব্যবহার সকল কিছু বিবেচনা করে Whatsapp নাকি imo ব্যবহার
Like
Comment
Share
The Shamrat
The Shamrat  
3 yrs

আলহামদুলিল্লাহ

image
Like
Comment
Share
Showing 12201 out of 19490
  • 12197
  • 12198
  • 12199
  • 12200
  • 12201
  • 12202
  • 12203
  • 12204
  • 12205
  • 12206
  • 12207
  • 12208
  • 12209
  • 12210
  • 12211
  • 12212
  • 12213
  • 12214
  • 12215
  • 12216

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund