পদ ফুরায় সাঙু দুয়োরত,
কধা ফুরায় নানু দুয়োরত,
জুম্মউনর দুক্খানি ফুরেব’ কুধু-
পার্বত্য চুক্তি না পূর্ণ স্বায়ত্ত শাসনত?
ফুরেব,
এম এন লারমা বৈপ্লবিক চেতনাত।
পদ শেষ হয় দরজায়,
কথা শেষ হয় আদালতে,
জুম্ম জাতির দুঃখ শেষ হবে কোথায়-
পার্বত্য চুক্তি না পূর্ণ স্বায়ত্ত শাসনত?
শেষ হবে,
এম এন লারমা বৈপ্লবিক চেতনাত।
T