Linkeei Linkeei
    #ai #best #tructiepbongda #bongdatructuyen #xembongda
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Night mode
  • © 2025 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Magazine
Magazine
3 yrs

‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভ’ বদিউজ্জামান এখন ফ্রিল্যান্সার, মাসে আয় ২ লাখ টাকা
***********************************************************************
বদিউজ্জামান একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসার (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নামেও পরিচিত) পদে চাকরি করতেন। সেখানে প্রায় ৪০ হাজার টাকা আয় করতেন। সেই চাকরি ছেড়ে দেন বদিউজ্জামান, কাছের মানুষদের কাছে তিনি সুমন নামেই পরিচিত।

চাকরি ছেড়ে বেছে নিলেন তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্স আউটসোর্সিং। বর্তমানে বদিউজ্জামান একজন ডিজিটাল বিপণনকর্মী (মার্কেটার) এবং শীর্ষস্থানীয় এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) বিশেষজ্ঞ। তাঁর মাসিক আয় প্রায় দুই লাখ টাকা। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বসেই ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ করেন বদিউজ্জামান। গতকাল শনিবার মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে।

বদিউজ্জামানের জন্ম টাঙ্গাইলের একটি গ্রামে। যেখানে এখনো ইন্টারনেট সংযোগ যায়নি। ভাদুরীর চর নামের গোপালপুর উপজেলার সেই প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠেছেন তিনি। বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে চিকিৎসক বা প্রকৌশলী হবে। তবে সেটা হয়নি। ২০০৯ সালে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ থেকে হিসাবরক্ষণে স্নাতক হয়ে একই কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন বদিউজ্জামান। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে বদিউজ্জামান একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (মেডিকেল ইনফরমেশন অফিসার) হিসেবে যোগ দেন। ছয় বছর এই চাকরি করার পর ২০১৮ সালের শেষ দিকে ফেসবুক থেকে অনলাইন ফ্রিল্যান্সিং অর্থাৎ আউটসোর্সিং সম্পর্কে জানতে পারেন। শুরু হয় নতুন কিছু করার স্বপ্ন দেখা।

ময়মনসিংহে কোথায় ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয় শেখা যায়, তা খুঁজতে থাকেন বদিউজ্জামান। খুঁজে পেলেন নকরেক আইটি ইনস্টিটিউট। সেখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন এবং সেই সঙ্গে অন্যান্য কোর্স শেখানো হয়।

এরপর বদিউজ্জামান নকরেক আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠতা সুবীর নকরেকের সঙ্গে কথা বলেন। এক সহকর্মীসহ বদিউজ্জামান এখানে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভতি হন। সেই থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখা শুরু হয় বদিউজ্জামানের।

একদিকে চাকরি আর একদিকে ফ্রিল্যান্সিং—চাপে পড়তে হয় বদিউজ্জামানকে। তিনি বলেন, ‘যদি অফিস জানতে পারে যে আমি লুকিয়ে লুকিয়ে ফ্রিল্যান্সিং করি, তাহলে চাকরিটাই যাবে। তাই অফিসের কাজ সারা দিন ঠিকঠাক করে রাতে এসে ফ্রিল্যান্সিং করতাম।’

বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেকেই বিশ্বাস করাতে শুরু করলাম যে তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং খাতে ভালো কিছু করতে হবে আমাকে। যদিও প্রথম দিকে কাজ শেখা এবং কাজ বুঝে করাটা আমার জন্য অনেক কষ্টেরই ছিল। আমি বরাবরই পেছনের সারির ছাত্র ছিলাম। যে ওষুধ কোম্পানিতে চাকরি করতাম সেখানে আসলে ভবিষ্যৎ কি—তা বুঝতেই পারতাম না। হতাশার মধ্যেই চাকরিটা চালিয়ে যাচ্ছিলাম।’ কারণ, সকাল নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করতে হতো বদিউজ্জামানকে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তায় ভুগতেন। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে থাকেন।

বদিউজ্জামান বলেন, ‘২০১৯ সালের পুরোটাই দিনরাত পরিশ্রম করার পর অনলাইন মার্কেটপ্লেস (আউটসোর্সিংয়ের কাজ দেওয়া–নেওয়ার অনলাইন বাজার) থেকে প্রথমে ১০ ডলারের একটি অর্ডার পাই। এরপর থেকেই একের পর এক কাজ পেতে থাকি। ২০২০ সালে অফিস জানতে পারে, আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি। তখন বিষয়টি একটু সামাল দিলেও ২০২১ সালের নভেম্বর মাসে বদিউজ্জামান চাকরি ছেড়ে দেন।

জামালপুর জেলার সরিষাবাড়ীতে বদিউজ্জামানের শ্বশুরবাড়ি। এখানে জমিও কিনেছেন তিনি। সরিষাবাড়ির স্টেশন রোডে নিজের বাড়িতে বসে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, পর্তুগাল, সুইজারল্যান্ডসহ নানা দেশের গ্রাহকদের সঙ্গে কাজ করেন বদিউজ্জামান। তিনি এখন কানাডার একটি নেটওয়ার্কিং সাইটের সহকারী ব্যবস্থাপক হিসেবে নিয়মিত কাজ করছেন। যুক্তরাষ্ট্রের একটি ডিজিটাল বিপণন এজেন্সির দলনেতাও তিনি। মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে কাজের চাপ বেড়ে যাওয়ায় পাঁচজনকে তাঁর দলে নিয়েছেন। তাঁরা ভার্চ্যুয়ালি, মানে অন্য জায়গা থেকে অনলাইনে কাজ করেন। বর্তমানে ফাইভআর ও আপওয়ার্ক মার্কেটপ্লেসে সফলতার সঙ্গেই কাজ করছেন বদিউজ্জামান ও তাঁর দল। এই দল নিয়ে ডিজিটাল বিপণনের পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তুলছেন তিনি। নাম দিয়েছেন বঙ্গ আইটি ইনস্টিটিউট।

বদিউজ্জামান বলেন, এ সবকিছুই সম্ভব হয়েছে আমার বিশ্বাস ও পরিশ্রমের কারণে। সফল হতে আমি হাজারো নির্ঘুম রাত কাটিয়েছি। আমি সব সময় আমার পরিবারকে পাশে পেয়েছি। তাঁরা আমাকে উৎসাহ দিতেন। স্বাধীনভাবে নিজের মতো করে কাজ করতে পারছি, এটাই বড় কথা। আর নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার সুযোগও পেয়েছি। কাজে কিছুটা চাপ থাকলেও যখন পারিশ্রমিক (পেমেন্ট) পাই এবং গ্রাহকের ভালো ভালো পর্যালোচনা পাই, তখন সব কষ্ট ভুলে যাই।

এখন সব মিলিয়ে বদিউজ্জামান মাসে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার আয় করছেন। বদিউজ্জামান প্রতিনিয়ত তাঁর দক্ষতা বাড়াতে নতুন নতুন ও হালনাগাদ বিভিন্ন বিষয়ের কোর্স করেছেন। তিনি মনে করেন, এই খাতে ভালো কিছু করতে হলে অবশ্যই নিজের দক্ষতা বাড়াতে হবে, নিজেকেও হালনাগাদ থাকতে হবে।

২০১৩ সালে বিয়ে করেন বদিউজ্জামান। স্ত্রী ইসরাত জাহান এবং সাত বছর বয়সী আবদুল্লাহ আল–আয়ানকে নিয়ে তাঁর সংসার।

ভবিষ্যতে বদিউজ্জামান ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দলের ভার্চ্যুয়াল সদস্যদের সঙ্গে নিয়ে বিদেশের গ্রাহকদের কাজ করছেন। এই কাজের পরিসর আরও বাড়াতে চান।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সাইট বন্ধ থাকলেও টুইট করা যাবে যেভাবে
***********************************************************************
হঠাৎ দেখলেন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে টুইট করতে পারছেন না। মানে বার্তা প্রকাশ করতে পারছেন না। স্মার্টফোন থেকে চেষ্টা করে ব্যর্থ হয়ে ডেস্কটপ কম্পিউটারের ওয়েবে গিয়েও চেষ্টা করেছেন। কিন্তু আপনাকে পুনরায় চেষ্টা (ট্রাই অ্যাগেইন) করতে বলছে বা টুইটটি ড্রাফটে সংরক্ষণ করতে বলা হচ্ছে কিংবা দেখা গেল আপনাকে বলা হয়েছে আপনি দৈনিক টুইট সীমা অতিক্রম করেছেন। যদিও দৈনিক ২ হাজার ৪০০ টুইট সীমা অতিক্রম করা প্রায় অসম্ভব।

কেন টুইট করা যাচ্ছে না তা কেউ হয়তো বলতে পারছেন না আবার টুইটারের যেহেতু গণযোগাযোগ বা জনসংযোগ শাখাও আর নেই, তাই তাদের সঙ্গেও যোগাযোগ করে এই বিষয়ে কথা বলা যাচ্ছে না। এমনকি টুইটারের মালিকও রহস্যজনকভাবে এই ইস্যুতে কোনো টুইট করেননি।

আপনি যখন টুইট করতে পারছেন না, তখন কিন্তু টুইটার প্রধান ইলন মাস্ক ঠিকই টুইট করেছেন। কিন্তু কীভাবে? হ্যাঁ, সাময়িকভাবে সাইট বন্ধ বা ডাউন থাকার পরও টুইট করতে পারার একটা পথের খোঁজ পাওয়া গেছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী পিসিম্যাগের সাংবাদিক চন্দ্র স্টিল সেই পথের সন্ধান দিয়েছেন।

সাইট ডাউন অবস্থায় টুইট করতে হলে আপনার টুইটকে শিডিউল পোস্ট আকারে রেখে দিতে হবে। এ জন্য আপনাকে টুইটার ডটকম ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনার টুইটটি লিখতে হবে। এবার ক্যালেন্ডার আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনি এক বা মিনিট আগের টুইট হিসেবে শিডিউল পোস্ট করতে পারবেন।

সূত্র: ম্যাশেবল

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সম্মেলনে ‘স্মার্ট সমাজ’ গড়ে তোলার তাগিদ
***********************************************************************
তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের তৃতীয় তথ্যপ্রযুক্তি (আইটি) সম্মেলন শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন খাতে কর্মরত তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতে বাংলাদেশ এখন ১৪০ কোটি মার্কিন ডলার আয় করে। প্রায় ছয় লাখ তরুণ–তরুণী ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। সরকার এরই মধ্যে সারা দেশের বিদ্যালয়গুলোয় ১৩ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ তৈরি করে দিয়েছে। ২০২৫ সালের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ল্যাব তৈরি করার পরিকল্পনা রয়েছে।

সম্মেলনে ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক বলেন, দেশের উন্নয়নে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। বর্তমানে ১২ কোটি মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় রয়েছেন। স্কাইলার্ক সফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম শরীফ বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তিতে দক্ষ জনবলের বিকল্প নেই।

সম্মেলনে বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাবের সভাপতি প্রেসিডেন্ট সালেহ মোবিন বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন, তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমাদেরও সরকারকে সহযোগিতা করতে হবে। স্মার্ট সরকার, স্মার্ট জনগণ, স্মার্ট অর্থনীতি, সর্বোপরি স্মার্ট সমাজ তৈরি করতে হবে।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কনা সফটওয়্যার ল্যাব লিমিটেডের পরিচালক জুলফিকার রহমান, কোডম্যান বিডির প্রতিষ্ঠাতা মিনহাজুল আসিফ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের হেড অব আইসিটি মুশফিকুর রহমান, এ অ্যান্ড এ কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহজেব ইবনে হোসেন এবং ব্রাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও অ্যাপ্লিকেশন প্রধান মনতোষ রায়।

সম্মেলনের পৃষ্ঠপোষক ছিল স্কাইলার্ক সফট লিমিটেড, ফিউশান ইনফোটেক লিমিটেড, এক্সেস টেলিকম বিডি লিমিটেড, স্মার্ট গ্রুপ, এনজি আইটি লিমিটেড ও পিপলস এইচআর। ডিজিটাল অংশীদার ছিল ব্যাকস্পেস ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাব একটি অলাভজনক সংগঠন। বর্তমানে এই ক্লাবের সদস্য ১০ হাজারের বেশি। ক্লাবটির লক্ষ্য, পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে কর্মশালা, সেমিনারের আয়োজন করা। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সুন্দর এই পোশাক পরে রাজকীয় অনুভূতি হচ্ছে: সুস্মিতা সেন
***********************************************************************
বলিউডের সুপারফিট নায়িকাদের একজন সুস্মিতা সেন। বয়স মাত্র ৪৭ বছর। তাই তাঁর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবরে চমকে গিয়েছিলেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই খবরটা দিয়েছিলেন তিনি। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। গতকাল ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে স্বমহিমায় ফিরে এসে জীবনকে রীতিমতো উদ্‌যাপন করলেন এই বলিউড নায়িকা, তথা সাবেক বিশ্বসুন্দরী।

গত বৃহস্পতিবার শুরু হয়েছে ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’। চার দিনের এই ফ্যাশন উৎসব আজ শেষ হবে। তার আগে গতকাল শনিবার লেমন রঙের লেহেঙ্গা-চোলিতে অপ্সরা বেশে ল্যাকমের আঙিনায় স্নিগ্ধতা ছড়িয়েছিলেন বলিউড নায়িকা সুস্মিতা সেন। তাঁকে খ্যাতনামা ডিজাইনার অনুশ্রী রেড্ডির ডিজাইন করা সাবেকি পোশাকে দেখা গেছে। জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসা প্রসঙ্গে স্মিত হেসে সুস্মিতা বলেন, ‘আমি খুব ভালো আছি। অনেকেই বলেছিলেন, এ সময় আমাকে ডাকাটা ঠিক হবে না। কিন্তু সে (অনুশ্রী রেড্ডি) কারুর কথা না শুনে আমাকে ডেকেছে। আমাকে অনুপ্রাণিত করেছে। তার জন্য তাকে ধন্যবাদ। আমি মনে করি, জীবনের ছন্দে ফেরা আর জীবনকে উদ্‌যাপন করার জন্য র‍্যাম্পের থেকে ভালো স্থান আর কিছু হতে পারে না।’

নিজের পোশাক সম্পর্কে সুস্মিতা বলেন, ‘সুন্দর এই পোশাক পরে রাজকীয় অনুভূতি হচ্ছে। পোশাকটা দেখে মনে হতে পারে ভারী। কিন্তু আদতে এটা বেশ হালকা। আর আমি এই পোশাক পরে বেশ গর্বিত। কারণ, এটা নিজাম জারদৌসি কারুকাজ। হায়দরাবাদে আমার জন্ম। তাই এই শহর আমার নিজের। নিজের শহরের ঐতিহ্যকে বহন করে আমি গর্বিত। সব মিলিয়ে দুর্দান্ত এক অনুভূতি।’

সুস্থ হয়ে ফেরা প্রসঙ্গে সুস্মিতা আরও বলেন, ‘এখন এক দারুণ সময়। আর সেই কঠিন সময় কাটিয়ে এখন আমি নিশ্চিত যে এখনো অনেক কিছু করার আমার বাকি আছে।’ মেয়েদের কী বার্তা দিতে চান, সুস্মিতা হেসে বলেন, ‘নিনজা, আমি শুধু এটা বলতে পারি। নিজের মধ্যে শক্তি থাকলে জীবন থামাতে পারে না। আর আপনি আপনার জীবনে এমন কিছু করুন, অন্য সবাইকে যা প্রেরণা জোগাবে।’

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

দুইবারের অস্কারজয়ী যখন বাজে অভিনেতা
***********************************************************************
দুয়ারে কড়া নাড়ছে অস্কার। রীতি মেনে একদিন আগেই ঘোষণা হলো রেজি। এই প্যারোডি পুরস্কারটিতে বাজে সিনেমা, অভিনয়শিল্পীদের ‘পুরস্কৃত’ করা হয়। তবে এবারের রেজিতে বড় চমক টম হ্যাংকস। গত শনিবার রাতে অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানে দুইবার অস্কারজয়ী এই অভিনেতাকে দেওয়া হয়েছে দুটি রেজি। খবর এএফপির

বাজে সিনেমার পুরস্কার হলে কী হবে, অস্কারের ঠিক আগেভাগে প্রদত্ত এই অ্যাওয়ার্ডটি ভালোই উপভোগ করেন সিনেমাপ্রেমীরা। রেজি কর্তৃপক্ষ নিজেদের বলে অস্কারের ‘আগলি কাজিন’। এবারের অস্কারে আট ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এলভিস। তবে মুক্তির পর থেকেই ছবিটিতে টম হ্যাংকসের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। রেজির ভোটাররা তাই বাজে পার্শ্ব–অভিনেতা হিসেবে হ্যাংকসকেই বেছেছেন। ছবিতে অদ্ভুত উচ্চারণ আর উপস্থিতির জন্য বাজে স্ক্রিন কম্বো ক্যাটাগরিতেও তাঁকে বেছে নেওয়া হয়েছে।

তার চেয়ে বড় কথা, জোড়া নয়, তিনটি রেজিও পেতে পারতেন হ্যাংকস। বাজে অভিনেতার ক্যাটাগরিতেও তিনি মনোনীত হয়েছিলেন কি না! তাঁকে অবশ্য বাঁচিয়ে দিয়েছেন জারেড লেটো, মরবিয়াস ছবিতে তাঁর পারফরম্যান্সের ‘স্বীকৃতি’ পেয়েছেন তিনি।

এবারের রেজির আরেক চমক বাজে অভিনেত্রীর ক্যাটাগরি। এই বিভাগে ১২ বছর বয়সী অভিনেত্রী রায়ান কিয়ারা আর্মস্ট্রংকে মনোনয়ন দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে রেজি কর্তৃপক্ষ। পরে অবশ্য তাঁকে বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত এই বিভাগে নিজেদেরই ‘পুরস্কৃত’ করে রেজি কর্তৃপক্ষ। সেটি গ্রহণ করে কর্তৃপক্ষ বলে, ‘চিয়ার্স, নতুন ভুল না করা পর্যন্ত এই অসম্মান গ্রহণ করলাম।’

৪৩তম রেজিতে সেরা বাজে সিনেমা হয়েছে ব্লন্ড। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মেরেলিন মনরোর বায়োপিকটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবে এটিকেই সবচেয়ে বাজে সিনেমা হিসেবে বেছে নিয়েছে রেজি।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

মাধুরী দীক্ষিতের মা মারা গেছেন
***********************************************************************
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। আজ সকালে মুম্বাইয়ে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। স্নেহলতা দীক্ষিতের বয়স হয়েছিল ৯০।
মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী শ্রীরাম নেনে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের প্রিয় আই (মা), স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের উপস্থিতিতেই শান্তিতে চলে গিয়েছেন।’

গত বছর মায়ের ৯০ বছরের জন্মদিনে মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, আই। সবাই বলে মায়ের সেরা বন্ধু তাঁর মেয়ে। এর থেকে ঠিক কথা আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা শিখিয়েছ; তুমিই আমার সবচেয়ে বড় উপহার। তোমার সুস্বাস্থ্য কামনা করি।’

মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত একবার মাধুরীর সঙ্গে গানের রেকর্ডিংয়ে গিয়েছিলেন। সেই স্মৃতি স্মরণ করে পরিচালক অনুভব সিনহা বলেছিলেন, ‘২০১৩ সালে “গুলাব গ্যাং’ ছবিতে মাধুরীকে গাওয়ার অনুরোধ করেছিলাম। রেকর্ডিংয়ের সময় সে মাকে নিয়ে এসেছিল। তখন দেখলাম, মাধুরীর মা নিজেও দারুণ গান করেন।’ আজ বিকেল ৩টায় মুম্বাইয়ের ওরলি শ্মশানঘাটে স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

আট ঘণ্টা অস্ত্রোপচারের পর ভালো আছেন ফুয়াদ
***********************************************************************
যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় আট ঘণ্টা চলা এই অস্ত্রোপচার বাংলাদেশ সময় শনিবার ভোরে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ফুয়াদের বড় ভাই নিকি কামরান মুক্তাদির।

গতকাল ভোরে নিকি কামরান ফেসবুকে লিখেছেন, ‘ঘণ্টাখানেক আগে ফুয়াদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহর রহমতে ফুয়াদ ভালো আছেন। তাঁর হৃদ্‌যন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন। দোয়া করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল।’

ফুয়াদের জন্ম বাংলাদেশে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাষ্ট্রে। পড়াশোনার ফাঁকে নিউইয়র্কে একটি ব্যান্ড করেছিলেন তিনি; কয়েকটি গানও বের হয়েছিল তাঁর। এর মাঝে দেশে এসে নিয়মিত গান করেছেন ফুয়াদ, তরুণ প্রজন্মের অনেক শিল্পী তাঁর সুর আর সংগীত পরিচালনায় গান গেয়ে পরিচিতি পেয়েছেন। প্রায় সাড়ে তিন দশক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার নিয়ে আছেন ফুয়াদ।

গত বছরের শেষভাগে ঢাকায় ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’ শীর্ষ আয়োজনে গান করে গেছেন ফুয়াদ; তাঁর সঙ্গে অর্থহীনের সুমন, আনিলাসহ জোহাদ, রাফাসহ ৩০ জন শিল্পী গান পরিবেশন করেছেন।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
avatar

Md Parvaj Mollick

 
nice
Like
· Reply · 1678675962

Delete Comment

Are you sure that you want to delete this comment ?

Magazine
Magazine
3 yrs

মার্ভেলেও আছেন, কম বাজেটেও আছেন
***********************************************************************
ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ক্যারিয়ারগ্রাফটা অদ্ভুত। কম বাজেটের স্বাধীন ঘরানার সিনেমা যেমন করেছেন, তেমনি আবার মার্ভেলের সিনেমাও করেছেন। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী টোটাল ফিল্ম-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই তারকা বলেছেন, ক্যারিয়ারজুড়েই এ বৈচিত্র্য ধরে রাখতে চান তিনি।

এ ধরনের সিনেমায় অভিনয় করা ফ্লোরেন্স পিউ যখন মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’তে নাম লেখান, স্বভাবতই অনেকে অবাক হয়েছিলেন। এ প্রসঙ্গে ফ্লোরেন্স পিউ বলেন, ‘যখন প্রথমবার সিনেমার জন্য মার্ভেলের সঙ্গে চুক্তি করলাম, ইনডিপেনডেন্ট সিনেমার সঙ্গে যুক্ত অনেকেই আমাকে বলেছিলেন, “তুমি কখনো ছোট বাজেটের সিনেমায় ফিরতে পারবে না।” এটা আমাকে সারা জীবন ধরে তাড়িয়ে বেড়াবে।’

বড় বাজেট, বড় প্রযোজনা সংস্থার সিনেমার জগৎ যে পুরোপুরি আলাদা, ফ্লোরেন্স পিউয়ের সেটা ভালোই জানা আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় ছবিগুলো ব্যাপক বিস্তৃত, গল্প বলার ধরন আলাদা, সেটা ডিউন হোক, মার্ভেলের সিনেমাই হোক বা আমার মুক্তির অপেক্ষায় থাকা “ওপেনহাইমার”ই হোক।’ তবে অভিনেত্রী জানান, ইনডিপেনডেন্ট সিনেমা ও বড় প্রযোজনা সংস্থার সিনেমা—সবই করতে চান তিনি, ‘আমি কখনোই ভাবিনি, কেবল একই ধারার সিনেমা করব। সব সময়ই চাই নিজের পরিধি বিস্তৃত করতে।’

২০১৪ সালে ‘দ্য ফলিং’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন ফ্লোরেন্স পিউ। চলতি বছর অভিনেত্রীর তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এর মধ্যে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ছাড়া আছে ‘ডিউন’-এর দ্বিতীয় কিস্তি। তবে সবার আগে ২৪ মার্চ প্রেক্ষাগৃহে আসবে ড্রামা ঘরানার সিনেমা ‘আ গুড পারসন’।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 yrs

image
Like
Comment
Share
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 yrs

image
Like
Comment
Share
Showing 12190 out of 19697
  • 12186
  • 12187
  • 12188
  • 12189
  • 12190
  • 12191
  • 12192
  • 12193
  • 12194
  • 12195
  • 12196
  • 12197
  • 12198
  • 12199
  • 12200
  • 12201
  • 12202
  • 12203
  • 12204
  • 12205

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund